Monday, June 17, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গনদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা জমি, আতঙ্কে বাসিন্দারা

নদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা জমি, আতঙ্কে বাসিন্দারা

তুফানগঞ্জ: নদীর জলস্তর বাড়ায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উল্লারঘাট এলাকায়। যার জেরে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। গত কয়েকবছরে বিঘা বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এবছর চোখের সামনেই আবাদি ফসল সহ কয়েক বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। নদী বসতির দিকে এগিয়ে আসছে। যেভাবে নদীভাঙন চলছে, এভাবে চলতে থাকলে এবছরই নদীর গ্রাসে বহু বাড়ি নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এই নদী অনেকেরই ঘুম কেড়ে নিয়েছে। তাই তড়িঘড়ি বাঁধ না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

উল্লারঘাট এলাকায় রায়ডাক নদীর একদিকে বহুবছর আগেই আংশিক বাঁধের কাজ হয়েছিল। অপরদিকে নেই কোনও বাঁধ। রয়েছে আবাদি জমি, গঙ্গাবাড়ি, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ কয়েকশো পরিবার। কৃষক থেকে শুরু করে গ্রামবাসীদের দাবি, শীঘ্রই বাঁধ দেওয়া হোক। গতবছর নদীভাঙন ঠেকাতে অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বাঁশের পাইলিং করে বালির বস্তা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তা গতবছরই নদীগর্ভে তলিয়ে গিয়েছে। বর্তমানে নদীর জলস্তর কখনও কমছে, কখনও আবার বাড়ছে। এতে নদীর পাড় ভাঙন ব্যাপক আকার ধারণ করতে চলেছে। শুধু বর্ষাকালেই নয়, শুখা মরশুমেও নদী ভাঙন কমবেশি হয়ে থাকে। এক কথায় বছরের প্রায় সবসময়ই কমবেশি নদীভাঙন চলতে থাকে। এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষিকাজের উপর ভরসা করেই সংসার চালাতে হয় তাঁদের। কিন্তু এভাবে আবাদি জমি নদীগর্ভে তলিয়ে গেলে পথে বসতে হবে বলেই স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা তথা কৃষক মহেন্দ্র বর্মন জানান, লিখিতভাবে সেচ দপ্তর, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েতের জানানো হলেও কোনও লাভ হয়নি। শীঘ্রই যদি বাঁধের কাজ শুরু করা না হয় তাহলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে নামব। তুফানগঞ্জ মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সৌরভ সেন বলেন, আমাদের তরফ থেকে রিপোর্ট পাঠানো হয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Pannun Murder Plot | পান্নুনকে খুনের ষড়যন্ত্র, অভিযুক্ত ভারতীয়কে প্রত্যর্পণ আমেরিকায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানপন্থী জঙ্গি গুরপাতোয়ান্ত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun) খুনের ষড়যন্ত্রের অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা (Nikhil Gupta)।...

Train | পুলিশের প্রশ্রয়ে দাদাগিরি! সংরক্ষিত কোচেও বিনা টিকিটে ‘অবাধ’ প্রবেশ

0
সানি সরকার, শিলিগুড়ি: জায়গা ছাড়তে হওয়ায় অনেকে রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি। অনেকে আবার ভিড় ঠেলে শৌচাগারে যেতে না পেরে পেট চেপে বসে...

Train accident | ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train accident)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) ধাক্কা মারল মালগাড়ি। ঘটনায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা।...

Train Accident | ঝুঁকি থাকায় এখনই ব্যবহার হচ্ছে না গ্যাস কাটার, অতি বৃষ্টিতে ব্যাহত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উসকে দিয়ে সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা(Train Accident) ঘটল রাঙাপানির কাছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে(Kanchanjunga Express) ধাক্কা মারল মালগাড়ি। এর...

ভাগবত হয়তো মুক্তো ছড়ালেন উলুবনে

0
  রন্তিদেব সেনগুপ্ত তিন দশক পরে আরও একজন কেউ নরেন্দ্র মোদিকে রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিলেন। তিন দশক আগে, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন দেশের...

Most Popular