Sunday, June 2, 2024
HomeBreaking Newsবালাসোর কাণ্ডে সাসপেন্ড আরও ৪ রেলকর্মী   

বালাসোর কাণ্ডে সাসপেন্ড আরও ৪ রেলকর্মী   

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ বালাসোর রেল দূর্ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য সাসপেন্ড করা হল চার রেলকর্মীকে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে, গত শুক্রবার রেল মন্ত্রকের তরফে আরও চারজনকে বহিষ্কার করা নিয়ে অর্ডার জারি করা হয়, অভিযোগ আনা হয়েছে বহিস্কৃত রেলকর্মীরা তাদের কাজে যথাযথা সজাগ ছিলেন না, থাকলে সেই দূর্ঘটনা এড়ান সম্ভব হত৷ কিন্তু সুরক্ষার কারণে সাসপেনশন অর্ডার পাওয়া এই চার রেলকর্মীর পরিচয় প্রকাশ্যে আনেনি রেল মন্ত্রক। তবে এটা জানা গেছে এই চারজনের মধ্যে রয়েছেন দূর্ঘটনার দিন কর্মরত জনৈক স্টেশন মাস্টার, বালাসোরে রেল ট্রাফিক ইনস্পেকটর, সিগনাল টেকনিশিয়ান এবং অ্যাসিস্টেন্ট ডিভিশনাল সিগনাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার।

প্রসঙ্গত, বালাসোর কাণ্ডে এ নিয়ে গত একমাসে ৭ জন রেলকর্মী সাসপেন্ড করল রেল মন্ত্রক যার মধ্যে কর্তব্যে অবহেলার জন্য তিনজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের জিএম অনিল কুমার মিশ্র জানিয়েছেন, ‘চারজন ব্যক্তিকে শুক্রবার কর্তব্যে অবহেলার জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা নিজেদের কাজে যথেষ্ট সজাগ ছিলেন না। থাকলে এই দূর্ঘটনা এড়ান যেত।’

উল্লেখ্য, গত ২ জুন ওড়িশার বালাসোরে বাহানাগা বাজার স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় আপ করমণ্ডল এক্সপ্রেস। এই ভয়াবহ দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় করমণ্ডলের সবক’টি কামরা। একইসময় উলটো দিকের লাইনে আসা যশবন্তপুর এক্সপ্রেসে ধাক্কা মেরে করমণ্ডলের কামরাগুকি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়ে। তিনটি ট্রেনের এই সংঘর্ষে মৃত্যু হয় ২৯৩ জনের, গুরুতর আহত হন হাজারেরও বেশি। রেলের তদন্তের পাশাপাশি এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে৷ তদন্ত শুরুর প্রায় এক মাস পর গত ৭ জুলাই তিন রেলকর্মীকে গ্রেপ্তার করে সিবিআই। ধৃত তিন রেলকর্মীর নাম অরুণকুমার মোহন্ত, মহম্মদ আমির খান ও পাপ্পু কুমার৷ ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দেওয়া হয়েছে ধৃতদের বিরুদ্ধে৷ এছাড়াও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আইপিসি’র ২০১ ধারাও দেওয়া হয়েছে ধৃত তিন রেলকর্মীর বিরুদ্ধে৷ এবার এই দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চার রেলকর্মীকে বহিস্কার করা হল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Election update | অরুণাচলে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি, সিকিম ক্রান্তিকারী মোর্চার দখলে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবারই শেষ হয়েছে দেশজুড়ে সাত দফায় নির্বাচন। লোকসভা নির্বাচনের সঙ্গেই একাধিক রাজ্যে হয়েছিল বিধানসভা নির্বাচনও। সেই নির্বাচনের ফল প্রকাশের পালা...

Weather update | উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভোটগণনার দিন কেমন থাকবে আবহাওয়া?

0
শিলিগুড়ি: গরমের দাপট কাটিয়ে বর্তমানে কিছুটা হলেও স্বস্তিতে উত্তরবঙ্গ (Weather update)। আজ রবিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির...

Chopra accident | মর্মান্তিক! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ২ তরুণের, এলাকায় উত্তেজনা

0
চোপড়াঃ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই তরুণের। শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চোপড়া থানার বিন্নাবাড়ি এলাকায়। এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায়...

NASA | উৎক্ষেপণের আগেই স্থগিত সুনিতা উইলিয়ামসের মহাকাশযাত্রা, কী বলছে নাসা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাসার (NASA) ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস মহাকাশ ছুঁতে চাওয়া মহিলাদের পোস্টার গার্ল। আজ আবারও তিনি পাড়ি জমাতে প্রস্তুত ছিলেন...

Lok Sabha Elections 2024 | মমতা ম্যাজিক শেষ? বুথ ফেরত সমীক্ষায় বড় ধাক্কা তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বাংলায় এক্সিট পোলে বড় ধাক্কা তৃণমূলের। প্রায় সবক'টি এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী তৃণমূলের পক্ষে লোকসভায় পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে...

Most Popular