Friday, May 24, 2024
HomeBreaking Newsবামনগোলায় বিজেপিকর্মীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় ‘তৃণমূল সমর্থক’ ছেলে

বামনগোলায় বিজেপিকর্মীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় ‘তৃণমূল সমর্থক’ ছেলে

মালদা: বিজেপিকর্মীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বামনগোলায়। মৃতের নাম বুরন মুর্মু। বামনগোলা ব্লকের মদনাবতি কয়নাদিঘি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শনিবার বাড়ি থেকে বুরনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় ছেলের বিরুদ্ধে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে। যদিও স্থানীয় বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরাই তাদের দলীয় কর্মীকে খুন করেছে।

এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন বুরন মুর্মু। তবে তাঁরই পুত্রবধূ এবারের পঞ্চায়েত নির্বাচনে বামনগোলা ব্লকের ১৯ নম্বর বুথে তৃণমূলের টিকিটে লড়েছিলেন। যদিও বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। স্থানীয়দের অভিযোগ, বৌ হেরে যাওয়ায় প্রায়ই বাড়িতে অশান্তি করতেন বুরন মুর্মুর ছেলে বিপ্লব। বাবা যেহেতু বিজেপি করেন, তাই বাবার সঙ্গে ঝামেলা লাগত। সেই ঝামেলার কারণেই ছেলে বাবাকে খুন করেছেন বলে দাবি স্থানীয়দের।

গতকাল বাড়ি থেকে বুরনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, বুরনের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এদিকে, ঘটনার পর থেকেই নিখোঁজ ছেলে। পুলিশ এসে পুত্রবধূ শর্মিলা মাড্ডিকে আটক করেছে।

উত্তর মালদার বিজেপি সাংসদ তথা তপশিলি মোর্চার রাজ্য সভাপতি খগেন মুর্মু বলেন, ‘পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের মদতে ৫০ জনেরও বেশি মানুষ খুন হয়েছে। এবার খুন করে ঝুলিয়ে দেওয়া হল বামনগোলার বিজেপির একনিষ্ঠ কর্মী বুরন মুর্মুকে। ভোটগণনার পর থেকেই ছেলে বিপ্লব তৃণমূলের মদতে তার বাবা বুরন মুর্মুকে নানাভাবে ভয় দেখিয়ে শাসানি দিচ্ছিল। কেন ছেলের বউকে ভোটে পরাজিত করা হল! এই নিয়ে দলের তরফে স্থানীয় কার্যকর্তারা পুলিশকে জানিয়েও ছিলেন। কিন্তু তারপরেও আমাদের তাঁকে হারাতে হল। তৃণমূলের মদতে বিপ্লব মুর্মু ছেলে হয়েও বাবাকে মারধর করে খুন করেছে।’

বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি অশোক সরকার বলেন, ‘বুরন মুর্মু কোনো দিনও বিজেপি করতেন না। যাঁর ছেলে তৃণমূলের এসটি সেলের বামনগোলা ব্লক সভাপতি, তিনি কেন বিজেপি করবেন? বাবা ছেলের জমি সংক্রান্ত বিবাদ ছিল। কীভাবে বুরন মুর্মুর মৃত্যু হয়েছে সেটা পুলিশি তদন্তে সামনে আসবে। বিজেপি এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে। বিজেপির সব অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gazol | দু’পা অকেজো, প্রতিবন্ধী সাগরের দিকে সাহায্যের হাত বাড়ালেন বিডিও

0
গাজোল: গাজোল: দুই পা অকেজো। অন্নের সংস্থান করতে মানুষের দরজায় দরজায় ঘুরতে হত। বাধ্য হয়েই গাজোলের বাসিন্দা সাগর বিশ্বাস সাহায্যের জন্য দরবার করেছিলেন গাজোলের...

Suvendu Adhikari | শুভেন্দুর অফিস-বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোলাঘাটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিস এবং বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অন্তর্বর্তী...
UP Man's Head Smashed With Brick During Fight At Birthday Party

Uttar Pradesh | জন্মদিনের পার্টিতে বচসার জের, ইট দিয়ে মাথা থেঁতলে খুন যুবককে!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভাইকে নিয়ে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন যুবক। ইচ্ছে ছিল, সন্ধ্যেটা ভালো মতো কাটাবেন। কিন্তু তা আর পূরণ হল না। পার্টিতে...

Siliguri | যুবতীর সঙ্গে অশালীন আচরণ, পুলিশের হাতে গ্রেপ্তার পৌঢ়

0
শিলিগুড়ি: যুবতীর সঙ্গে অশালীন আচরণ। পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক পৌঢ়। ধৃতের নাম মহম্মদ তসলীম(৬৩)। বাড়ি শিলিগুড়িতে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনটি ঘটেছে শিলিগুড়ি শহরের...

Ramakrishna Mission | মিশনের জমি দখলে ষড়যন্ত্র, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: রামকৃষ্ণ মিশনে (Ramakrishna Mission) হামলার মূল অভিযুক্ত প্রদীপ রায় পলাতক। সূত্রের খবর, তিনি কোচবিহারে গা-ঢাকা দিয়েছেন। এখনও তাঁর টিকিটিও ছুঁতে পারেনি...

Most Popular