Monday, May 6, 2024
HomeBreaking Newsআইসিসি থেকে ভারত পাবে ১৮৯৫ কোটি, ধারে কাছে নেই কেউ  

আইসিসি থেকে ভারত পাবে ১৮৯৫ কোটি, ধারে কাছে নেই কেউ  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী চার বছরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আয়ের প্রায় ৪০ শতাংশ পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ভারত যা পাবে, তার ধারেকাছেও নেই অন্য কোনও ক্রিকেট বোর্ড। এ বারে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে ভারত ১৮৯৫ কোটি টাকা পেতে পারে। অন্য দেশগুলির থেকে যা অনেক বেশি। ভারতীয় বোর্ড সব সময় বেশি অর্থ দাবি করেছে কারণ তারাই ক্রিকেট বিশ্বে সব থেকে বেশি আর্থিক অবদান রাখে। বাকি দেশের বোর্ডগুলি কত পাবে?

আইসিসির প্রাক্কলিত ৬০ কোটি মার্কিন ডলার আয়ের মধ্যে ভারত পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৪৯২ কোটি টাকা), যা মোট অর্থের ৩৮.৫ শতাংশ। আর কোনো দেশের ক্রিকেট বোর্ড ১০ শতাংশও পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে ৪.৪৬ শতাংশ। অর্থের অঙ্কে যা ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা।

আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রস্তাবিত মডেলটি ২০২৪–২৭ চক্রে বাস্তবায়িত হবে।

বিসিসিআইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির বার্ষিক আয়ের ৬.৮৯ শতাংশ তথা ৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার যাবে তাদের ঘরে। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৩৪০ কোটি । এর পরের নামটা ক্রিকেট অস্ট্রেলিয়ার। দেশটির সম্ভাব্য বার্ষিক আয় ৬.২৫ শতাংশ অর্থাৎ, ৩ কোটি ৭৫ লাখ ডলারের বেশি। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৩০৮ কোটি টাকা।

আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে বিসিসিআই, ইসিবি ও সিএর পর ৫ শতাংশের বেশি আয় করা চতুর্থ বোর্ড পিসিবি। পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষ পেতে যাচ্ছে ৩ কোটি ৪৫ লাখ ডলারের (৫.৭৫ শতাংশ) বেশি। ভারতীয় মুদ্রায় তা প্রায় ২৮৪ কোটি টাকা।

নিউজিল্যান্ড পেতে পারে ২৩৩ কোটি টাকা। ওয়েস্ট ইন্ডিজ় পেতে পারে ২২৬ কোটি টাকা। শ্রীলঙ্কা পেতে পারে ২২৩ কোটি টাকা। বাংলাদেশ পেতে পারে প্রায় ২২০ কোটি টাকা। ২১৬ কোটি টাকা পেতে পারে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান পেতে পারে ১৩৮ কোটি টাকা। আয়ারল্যান্ড পেতে পারে ১৪৮ কোটি টাকা। আইসিসির সব অ্যাসোসিয়েট দেশ মিলিয়ে পেতে পারে প্রায় ৫৫১ কোটি টাকা।

প্রাথমিকভাবে আইসিসির একটি দল এবং পরে পরিচালনা পর্ষদের ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি রাজস্ব বণ্টনের এই কাঠামো তৈরি করেছে, যা গত মার্চে আইসিসির বোর্ড সভায় উত্থাপন করা হয়। চারটি মানদণ্ড ধরে আইসিসির আয় বণ্টন করা হয়েছে। এগুলো হচ্ছে—সংশ্লিষ্ট দেশের ক্রিকেট ইতিহাস, আইসিসি টুর্নামেন্টগুলোতে ছেলে ও মেয়েদের আসরে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ, যেটি সব দেশেরই সমান।

আইসিসির টুর্নামেন্টগুলোয় পারফরম্যান্সের ক্ষেত্রে মূলত মানদণ্ড ধরা হয়েছে নকআউট পর্বের পারফরম্যান্সকে। সেখানে সবার ওপরে অস্ট্রেলিয়া (২১.৯ শতাংশ)। তাদের পরে আছে ইংল্যান্ড (১৮.৫ শতাংশ) ও ভারত (১৭.৪ শতাংশ)। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এখানে অন্তর্ভুক্ত নয়।

তবে বাণিজ্যিক আয়ে অবদান বেশি ভারতের। ক্রিকেটের বৈশ্বিক সংস্থাটির বাণিজ্যিক আয়ের ৮৫.৩ শতাংশ বিসিসিআইয়ের বলে উল্লেখ করা হয়েছে। তবে ক্রিকইনফোর দেখা সংশ্লিষ্ট নথিপত্রে এ বিষয়ে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রস্তাবিত এই কাঠামো নিয়ে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মতামত জানানোর কথা সদস্য দেশগুলোর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

hanging body of the minor was recovered

Suicide case | পরীক্ষায় ফেল করার ভয়! গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছাত্রী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় ফেল করার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছাত্রী। কলেজের হোস্টেলের ঘর থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।...
accused-of-inciting-suicide-of-minor-youth-arrested

Siliguri | নাবালিকাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, গ্রেপ্তার যুবক

0
শিলিগুড়ি: নাবালিকাকে(Minor) আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম সত্যম সরকার। সে শিলিগুড়ির(Siliguri) চম্পাসারি অঞ্চল এলাকার...

Madhyamik Result 2024 | চালসার ঐতিহ্যশালী গয়ানাথ বিদ্যাপীঠ, মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তিত বিভিন্ন...

0
চালসা: মেটেলি ব্লকের প্রাচীন ও ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান চালসা গয়ানাথ বিদ্যাপীঠ। ১৯৬১ সালে প্রতিষ্ঠা হয় বিদ্যালয়টি। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বর্তমানে অনেকেই...

Amit Shah | তৃণমূল অনুপ্রবেশকারীদের প্রবেশ করিয়ে ভোটব্যাংক তৈরি করেছে: অমিত শা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল (TMC) কাটমানি খেয়ে এবং অনুপ্রবেশকারীদের প্রবেশ করিয়ে ভোটব্যাংক তৈরি করেছে। সোমবার বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) হয়ে দুর্গাপুরে...
Cesar Luis Menotti dies at 85

Cesar Luis Menotti | প্রয়াত আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ী কোচ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ী (World Cup Triumph) কোচ সিজার লুইস মেনোত্তি (Cesar Luis Menotti)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫...

Most Popular