বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কার দখলে কর্নাটক? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুথ ফেরত সমীক্ষায় কি ত্রিশঙ্কু পরিস্থিতির দিকেই এগোচ্ছে কর্নাটক? কোনও সমীক্ষা যেমন কংগ্রেসকে এগিয়ে রেখেছে আবার কারও কারও মতে কোনও দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ত্রিশঙ্কু হতে পারে পরিস্থিতি। এমনিতে দক্ষিণের রাজ্য কর্নাটক পরিবর্তনের পক্ষেই রায় দিয়ে আসছে চার দশক ধরে। সেই ধারা মেনেই অনেক সমীক্ষা কংগ্রেসকে বিজেপির থেকে এগিয়ে রেখেছে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় অন্তত ১২২টি আসনে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। এমনকি তা ১৪০-এও পৌঁছতে পারে! অন্য দিকে, বিজেপি ৬২-৮০ এবং জেডি(এস) ২০-২৫টি বিধানসভা কেন্দ্রে জিততে পারে। নির্দল ও অন্যদের ঝুলিতে যেতে পারে ০ থেকে ৩টি আসন। এবিপি-সি ভোটার সমীক্ষা বলছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের রাজ্যে তাঁর দলের ঝুলিতে ১০০-১১২টি কেন্দ্র যেতে পারে। বিজেপি ৮৩-৯৫, জেডি(এস)২১-২৯ এবং নির্দল ও অন্যেরা ২-৬টি বিধানসভা কেন্দ্রে জিততে পারে। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের জনমত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস। এই সমীক্ষা মতে বিজেপি পেতে পারে ৮০-৮৯টি আসন। কংগ্রেস পেতে পারে ১১০-১২০টি আসন। জেডিএস পেতে পারে ২০-২৪ আসন। রিপাবলিক টিভি-পি মার্কের সমীক্ষা বলছে, কর্ণাটকে বিজেপি পেতে পারে ৮৫-১০০টি আসন। কংগ্রেস পেতে পারে ৯৪-১০৮টি আসন। জেডিএস পেতে পারে ২৪-৩২টি আসন। টাইমস নাও ইটিজির সমীক্ষাতেও কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে।

বেশিরভাগ সমীক্ষারই পূর্বাভাস, বিধানসভা ভোটে ক্ষমতাসীন বিজেপিকে পিছনে ফেলে সবচেয়ে বড় দল হতে পারে কংগ্রেস। যদিও নির্বাচনে এমন বুথ ফেরত সমীক্ষার ফল যে মিলবেই তা কিন্তু নয়। কিন্তু ভোটারদের মতিগতির একটা আভাস বুঝতে এই ধরনের সমীক্ষার গুরুত্বকে অস্বীকার করেন না কেউই। এহেন পরিস্থিতিতে দেবেগৌড়ার দল জেডিএসের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ২০১৮ সালের মতো কিং মেকারের ভূমিকা নিতে পারেন কুমারস্বামী। তবে সব জল্পনার অবসান হবে ১৩ মে ফল প্রকাশের দিন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Yuzvendra Chahal | ৫ বলে হ্যাটট্রিক সহ ৪ উইকেট! চেন্নাইয়ের বিপক্ষে ইতিহাস গড়লেন পাঞ্জাব কিংসের যুজবেন্দ্র চাহাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইনিংসের ১৯তম ওভারে বল হাতে...

Pakistan | নিয়ন্ত্রণ রেখায় টানা যুদ্ধবিরতি ভঙ্গ পাকিস্তানের! ফোনে ধমক ভারতীয় সেনাকর্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরপর ৫ দিন। নিয়ন্ত্রণ রেখায়...

Imran Khan | ‘যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে’, ভারতকে হুঁশিয়ারি জেলবন্দি ইমরানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror...

Chinmoy Krishna Das | চিন্ময়কৃষ্ণকে জেলেই রাখতে তৎপর ইউনূস সরকার, দায়ের জামিন স্থগিতের আর্জি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিপদ কাটছে না চিন্ময়কৃষ্ণ দাসের...