Monday, May 13, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গহেরিটেজ ভবনের সামনে চলছিল বেআইনি নির্মাণ, বন্ধ করল পুরসভা

হেরিটেজ ভবনের সামনে চলছিল বেআইনি নির্মাণ, বন্ধ করল পুরসভা

চাঁদকুমার বড়াল, কোচবিহার : সবার চোখের সামনেই দিব্যি বেআইনি নির্মাণ চলছিল। এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষপর্যন্ত অবশ্য পুরসভার বোধোদয়। ওই নির্মাণকাজ বন্ধ করা হল। তবে একইসঙ্গে এনিয়ে প্রশ্নও উঠল। উত্তর অবশ্য মেলেনি।

রাজ আমলে স্থাপিত হেরিটেজ ভবন হিসেবে স্বীকৃত কোচবিহার মুস্তাফিবাড়ির সামনে পুরোনো প্রাচীর ভেঙে নতুন সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। পাশাপাশি, চার-পাঁচটি দোকান তৈরি চলছে। এর জেরে ওই হেরিটেজ ভবনটির সামনের অংশ ঢাকা পড়েছে। অভিযোগ কোচবিহার পুরসভা ও কোচবিহার হেরিটেজ কমিটিকে না জানিয়ে এই সমস্ত কাজ করা হয়েছে। এই সমস্ত কাজের জন্য কোচবিহার পুরসভার বিল্ডিং প্ল্যান সেকশন থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। পরে অবশ্য সবকিছু জানতে পেরে পুরসভা ওই নির্মাণকাজ বন্ধ করে দেয়। তিনদিনের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ না সরানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুরসভা জানিয়েছে। সবকিছু জানিয়ে পুরসভার তরফে এলাকায় নোটিশ দেওয়া হয়েছে। তবে এতদিন ধরে এই নির্মাণকাজ চললেও পুরসভা বা হেরিটেজ কমিটি কেন কোনও ব্যবস্থা নেয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘মুস্তাফিবাড়ি হেরিটেজ সম্পত্তি। পুরসভা ও প্রশাসনকে না জানিয়ে তার সামনে থাকা পুরোনো প্রাচীরটি ভেঙে নতুন প্রাচীর দেওয়া হয়েছে। পুরসভায় প্ল্যান পাশ না করে আর অনুমতি না নিয়ে বেশ কয়েকটি দোকান করা হয়েছে। অবশ্য কোনওভাবেই হেরিটেজ ভবনের সামনে দোকান তৈরির অনুমতি দেওয়া হত না। হেরিটেজ আইনে সংশ্লিষ্টদের নোটিশ করা হয়েছে।’ ওই নোটিশ পাওয়ার পর মুস্তাফিবাড়ির একজন শুক্রবার পুরসভায় দেখা করেন। চেয়ারম্যান বলেন, ‘ভবনটি হেরিটেজ সম্পত্তি নয় বলে দাবি করায় ওই ব্যক্তিকে এ সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছে। পুরসভার অনুমতি না নিয়ে কীভাবে পিলার বসানোর পাশাপাশি দোকান করা হল সেই সংক্রান্ত কাগজপত্রও চাওয়া হয়েছে। আমরা তিনদিন সময় দিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে ওই নির্মাণকাজ ভেঙে দেওয়া হবে।’ কোচবিহার হেরিটেজ কমিটির সদস্য ঋষিকল্প পাল বলেন, ‘হেরিটেজ সম্পত্তিগুলি রক্ষা করতে পুরসভা যে ব্যবস্থা নিচ্ছে তা প্রশংসনীয়। তবে এই সম্পত্তিগুলি রক্ষা সংক্রান্ত কী কী নিয়ম রয়েছে তা পুরসভার তরফে এই সম্পত্তিগুলির সঙ্গে সম্পর্কযুক্তদের ঠিকমতো জানিয়ে দেওয়াটাও প্রয়োজন। এবিষয়ে আলোচনাও করা দরকার।’

কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন কেশব রোডে মুস্তাফিবাড়ি। কোচবিহারের এক অভিজাত জমিদার পরিবারের উত্তরসূরিরা বর্তমানে এখানে থাকেন। কোচবিহার শহরকে কেন্দ্র করে যে হেরিটেজ তালিকা তৈরি করা হয়েছে তার ১৩১ নম্বরে এই বাড়িটি রয়েছে। হঠাত্ করেই সেই বাড়ির সামনের অংশে নতুন সীমানা প্রাচীর, কয়েকটি দোকান তৈরি করায় চাঞ্চল্য ছড়ায়। দোকানগুলিতে একটি ফুলের ও একটি খাবার হোটেল চালু করা হয়েছে।

গোটা বিষয়টি জানতে পারার পর পুরসভা মাঠে নামে। তবে মুস্তাফিবাড়ি থেকে মেরেকেটে চারশো মিটার দূরে থাকা পুরসভার কী কারণে এতদিন পর বোধোদয় হল তা নিয়ে প্রশ্ন। কোচবিহার হেরিটেজ কমিটির ভূমিকা নিয়েও একইভাবে প্রশ্ন ওঠে। একটি সূত্রে খবর, স্বতঃপ্রণোদিতভাবে নয়, গোটা বিষয়টি জানিয়ে দপ্তরে একটি অভিযোগ জমা পড়ার পরই পুরসভা এনিয়ে মাঠে নামে। গোটা বিষয়টি এখন কোনদিকে গড়ায় সেদিকেই সবার নজর।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Firecracker Explosion | শিবকাশিতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৮

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর শিবকাশিতে আতশবাজি কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। শিবকাশি যা ভারতের আতশবাজি বানানোর মূলকেন্দ্র হিসাবে বিবেচিত হয়...

CV Ananda Bose | শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের ৪ কর্মীকে তলব পুলিশের, তদন্ত নাপসন্দ, মুখ্যসচিবকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনের অন্দরে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিভিন্ন...

Rekha Patra | ‘রোহিঙ্গারা হামলা করছে…’, রেখা পাত্রর মুখে সন্দেশখালি নিয়ে বিস্ফোরক দাবি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির অশান্তি নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার অভিযোগ, ‘রোহিঙ্গারা সন্দেশখালিতে গিয়ে হামলা করছে। একজনের...

Acid Attack | স্ত্রী’কে অ্যাসিড ছুড়লেন স্বামী, লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম ছেলে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ত্রী-র সঙ্গে বিবাদের জেরে অ্যাসিড ছুড়েছিলেন স্বামী। কিন্তু স্ত্রী বেঁচে গেলেও সেই অ্যাসিডে পুড়ে গিয়ে গুরুতর জখম হল ছেলে। ঘটনাটি...

IPL-2024 | ৫ উইকেটে রাজস্থানকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৫ উইকেটে রাজস্থানকে হারিয়ে আইপিএলের প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই। এদিন প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৫ উইকেট...

Most Popular