Tuesday, June 18, 2024
HomeTop Newsনাম বদল বিতর্কের মাঝেই দিল্লিতে মমতা, যোগ দেবেন জি-২০ নৈশভোজে

নাম বদল বিতর্কের মাঝেই দিল্লিতে মমতা, যোগ দেবেন জি-২০ নৈশভোজে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর আমন্ত্রণে জি-২০ সম্মেলনের নৈশভোজে যোগদান করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯-১০ সেপ্টেম্বর জি ২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। সেই সম্মেলনে দেশ বিদেশের একাধিক রাষ্ট্রনায়ক থেকে শুরু করে মন্ত্রীরা আমন্ত্রিত রয়েছেন। সেই বৈঠকের পর রাষ্ট্রপতির উদ্যোগে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ পত্র এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও। আগামী ৯ সেপ্টেম্বর, শনিবার ওই নৈশভোজে যোগ দেবেন মমতা। সেদিনের নৈশভোজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রবিবার তিনি কলকাতায় ফিরে আসবেন বলে সূত্রের খবর। এরপর পরের সপ্তাহে মঙ্গলবারই মমতা বিদেশ সফরে রওনা দেবেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে পাঠানো এই নৈশভোজের আমন্ত্রণ পত্রে লেখা প্রেসিডেন্ট অব ভারত। যা নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। বিষয়টির বিরোধিতা করেছে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দেশের নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছেন। ইন্ডিয়া জোটের নামের বিরুদ্ধে লড়তেই রাতারাতি দেশের নাম পর্বিরতন করতে চলেছে মোদি সরকার বলে দাবি বিরোধীদের।

এই সম্মেলন উপলক্ষ্যে নয়াদিল্লিকে নানা ভাবে সাজানো হয়েছে। দিল্লির একাধিক জায়গায় দেওয়াল চিত্র করা হচ্ছে। সেখানে দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যশালী বিষয় চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। যার জন্য মোট ২০ থেকে ৩০ জন পথশিল্পীদের নিয়োগ দেওয়া হয়েছে। দিল্লি রেলওয়ের ১৩ নম্বর সেতুর নিচে অংশটিতে রাস্তাটি ৩ ভাগে বিভক্ত হয়েছে। সেই রাস্তার দেওয়ালের প্রতিটি পাশে নজরকাড়া রঙে নানা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। জি-২০ সম্মেলনে ৫০০ পুরাকীর্তি প্রদর্শন করা হবে নয়াদিল্লি। শনিবার সেই সব পুরাকীর্তি প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bihar bridge collapse | উদ্বোধনই হয়নি, তার আগেই ভেঙে পড়ল ১২ কোটি ব্যয়ের নির্মীয়মাণ...

0
কিশনগঞ্জ: উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ১২ কোটি টাকা ব্যয়ের নির্মীয়মাণ সেতু (Bihar bridge collapse)। মঙ্গলবার বিহারের (Bihar) আরারিয়ার সিকটি গ্রামের কাছে বকরা নদীর উপর...

Newra river | নেওরা নদীর ভাঙন ঠেকাতে তৎপর সেচ দপ্তর, শুরু হল বাঁধ নির্মাণের...

0
চালসাঃ অবশেষে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গুয়াবাড়ি সংলগ্ন এলাকায় শুরু হল নেওরা নদীর ভাঙন রোধের কাজ। পাথর ও তরজালি দিয়ে চলছে স্পার...

Train Accident | উদ্ধারকাজে গাড়ির চাকায় ক্ষতি চাষের, তবুও আফসোস নেই সিংহীভাষার

0
ফাঁসিদেওয়া: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) সাক্ষী থেকেছে ফাঁসিদেওয়ার রাঙ্গাপানির সিংহীভাষা গ্রাম। যেখানে সোমবার ইদের পরবের দিনে দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু মিছিলে গ্রামের মানুষ...
Anti Electrocution Cell

Elephant Death | বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু রুখতে বৈঠক

0
নাগরাকাটা: বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution Death) হয়ে হাতির মৃত্যু (Elephant Death) রুখতে ঝুলে থাকা কিংবা আবরণহীন তার সহ বিদ্যুৎ সংক্রান্ত আরও নানা বিষয় নিয়ে অ্যান্টি ইলেকট্রিকিউশন...

Alipurduar | রাজ্য সড়কে ফাটল, যাতায়াত নিয়ে শঙ্কা, অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের

0
শামুকতলা: শামুকতলা-আলিপুরদুয়ার রাজ্য সড়কের তালেশ্বরগুড়ি চৌপথি সংলগ্ন শিঙিমারি ব্রিজের পাশে রাজ্য সড়কে বড় ফাটল দেখা দিয়েছে। সে কারণে শামুকতলা, হাতিপোতা, রায়ডাক, তুরতুরি, জয়ন্তী, কোহিনুর...

Most Popular