Sunday, May 19, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুর‘কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন’, তৃণমূল প্রধানকে দরাজ সার্টিফিকেট বিজেপি নেতার

‘কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন’, তৃণমূল প্রধানকে দরাজ সার্টিফিকেট বিজেপি নেতার

করণদিঘি: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধান। করণদিঘি ব্লকের আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি নেতা পবন সিংহ বলেন, ‘আলতাপুর ২ গ্রান পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মহম্মদ নুহু এলাকার উন্নয়ন করেছেন। কোনওরকম দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন।’ এদিকে বিরোধী দলের হয়েও তৃণমূল প্রধানের নামে এমন মন্তব্যে রাজনৈতিক মহলে কৌতুহল বেড়েছে।

প্রসঙ্গত, করণদিঘি ব্লকের আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েত ২০১৮ সালের নির্বাচনে বিজেপির দখলে যায়। বিধানসভা নির্বাচনে পরে গ্রাম পঞ্চায়েতের বদল আনতে বিজেপির এক পঞ্চায়েত সদস্য তথা উপ প্রধানকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করে। বিগত পঞ্চায়েতে নির্বাচনে বিজেপি ১৭টি আসনের ৯টি দখল করে। প্রধান নির্বাচিত হয়েছিলেন পবন সিংহ। তাঁর দাবি ছিল, তিনি এলাকার উন্নয়ন করেছেন। পাশাপাশি বর্তমান তৃণমূলের প্রধান মহম্মদেরও প্রশংসায় পঞ্চমুখ তিনি।

এ বিষয়ে তৃণমূল প্রধান মহম্মদ নুহু বলেন, ‘সাড়ে বাইশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে পঞ্চায়েত এলাকা। প্রায় ৩১ হাজার জনবসতি। বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান পবন সিংহ লকডাউনের কারণে কোনও উন্নয়ন করতে পারেননি। তিন বছরে এলাকার উন্নয়ন ব্যাহত হয়েছে। এলাকার উন্নয়নের ব্যর্থতার কারণে পঞ্চায়েত সদস্যদের একাংশের অনাস্থার কারণেই পবন সিংহ প্রধান পদ হারান। নতুন বোর্ড গঠন হয়। সংখ্যা গরিষ্ঠ সদস্যরা আমাকে প্রধান মনোনীত করেন। চার কোটি টাকার মধ্যে তিন কোটি টাকার কাজ হয়েছে। বাকি এক কোটি টাকার কাজ চলছে।’ এলাকার উন্নয়ন দেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণ তৃণমূলের পক্ষে রায় দেবেন বলেও আশাবাদী তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা    

0
রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুলু...

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন তালাক তালাক তালাক। এমনই অভিনব কায়দায় স্ত্রীকে তিন তালাক...

Most Popular