রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

‘কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন’, তৃণমূল প্রধানকে দরাজ সার্টিফিকেট বিজেপি নেতার

শেষ আপডেট:

করণদিঘি: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধান। করণদিঘি ব্লকের আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি নেতা পবন সিংহ বলেন, ‘আলতাপুর ২ গ্রান পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মহম্মদ নুহু এলাকার উন্নয়ন করেছেন। কোনওরকম দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন।’ এদিকে বিরোধী দলের হয়েও তৃণমূল প্রধানের নামে এমন মন্তব্যে রাজনৈতিক মহলে কৌতুহল বেড়েছে।

প্রসঙ্গত, করণদিঘি ব্লকের আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েত ২০১৮ সালের নির্বাচনে বিজেপির দখলে যায়। বিধানসভা নির্বাচনে পরে গ্রাম পঞ্চায়েতের বদল আনতে বিজেপির এক পঞ্চায়েত সদস্য তথা উপ প্রধানকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করে। বিগত পঞ্চায়েতে নির্বাচনে বিজেপি ১৭টি আসনের ৯টি দখল করে। প্রধান নির্বাচিত হয়েছিলেন পবন সিংহ। তাঁর দাবি ছিল, তিনি এলাকার উন্নয়ন করেছেন। পাশাপাশি বর্তমান তৃণমূলের প্রধান মহম্মদেরও প্রশংসায় পঞ্চমুখ তিনি।

এ বিষয়ে তৃণমূল প্রধান মহম্মদ নুহু বলেন, ‘সাড়ে বাইশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে পঞ্চায়েত এলাকা। প্রায় ৩১ হাজার জনবসতি। বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান পবন সিংহ লকডাউনের কারণে কোনও উন্নয়ন করতে পারেননি। তিন বছরে এলাকার উন্নয়ন ব্যাহত হয়েছে। এলাকার উন্নয়নের ব্যর্থতার কারণে পঞ্চায়েত সদস্যদের একাংশের অনাস্থার কারণেই পবন সিংহ প্রধান পদ হারান। নতুন বোর্ড গঠন হয়। সংখ্যা গরিষ্ঠ সদস্যরা আমাকে প্রধান মনোনীত করেন। চার কোটি টাকার মধ্যে তিন কোটি টাকার কাজ হয়েছে। বাকি এক কোটি টাকার কাজ চলছে।’ এলাকার উন্নয়ন দেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণ তৃণমূলের পক্ষে রায় দেবেন বলেও আশাবাদী তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Kaliachak | দেওয়া হয়নি এসআইআরের ফর্ম! ভোটার তালিকায় ‘মৃত’ সুজাপুরের খোরশেদ   

সেনাউল হক, কালিয়াচক: বয়স ৭৫ পেরিয়েছে, বর্তমানে জীবিত। কিন্তু...

Manikchak Mim | বাংলার সংখ্যালঘু অঞ্চল ‘টার্গেট’ মিমের, জোড়া পার্টি অফিস উদ্বোধন, শতাধিক মানুষের যোগদান

আজাদ, মানিকচক: বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জিতে আত্মবিশ্বাসী...

Balurghat | গাড়ির বায়না না মেটায়নি বাবা! অভিমানে আত্মঘাতী তরুণ

বালুরঘাট ও হিলি: চার চাকা গাড়ি কিনে দিতে হবে।...

Sukanta Majumdar | বিস্ফোরণে বঙ্গ-যোগ নিয়ে কটাক্ষ সুকান্তর, মালদার আসন ধরে রাখাই চ্যালেঞ্জ

কল্লোল মজুমদার ও সিদ্ধার্থশংকর সরকার, মালদা ও পুরাতন মালদা:...