Tuesday, May 14, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গমৃত্যুর কারণ গোপন করে সৎকারের চেষ্টা, শ্মশান থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল...

মৃত্যুর কারণ গোপন করে সৎকারের চেষ্টা, শ্মশান থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ   

আসানসোলঃ এবার শ্মশান থেকে এক যুবকের দেহ ফিরিয়ে নিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাল পুলিশ। রবিবার সকালে এমনই ঘটনা ঘটেছে আসানসোলের রানিগঞ্জে। মৃত ব্যক্তির নাম রাহুল ভূঁইয়া (১৯)। রানিগঞ্জ থানার টিরাট কোলিয়ারির বাসিন্দা। পেশায় দিনমজুর। এদিন সকালে ছাদ ঢালাইয়ের কাজ করার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। দেহটি ময়নাতদন্ত না করিয়েই দাহ করাতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দেহটি উদ্ধার করে রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, আসানসোলের রানিগঞ্জ থানার জেমারি গ্রাম পঞ্চায়েতের চলবলপুরের কেএলএস কলোনিতে স্বপন বাউরি নামের এক ইসিএল কর্মী নিজের বাড়ির সামনে একটি একতলা বাড়ি তৈরীর কাজ করছেন। রবিবার সকালে সেই বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। সেখানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন রানিগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের তিরাট কোলিয়ারির বাসিন্দা বছর ১৯ এর রাহুল ভূঁইয়া। সেই কাজের সময় ঐ বাড়ির উপরের অংশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ বাহী তারের সংস্পর্শে চলে আসে রাহুল। সঙ্গে সঙ্গে সে সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। পরে এই মৃত্যুর ঘটনাকে গোপন করে রাহুল ভূঁইয়ার বাড়ির লোকেরা মৃতদেহটি সৎকারের জন্য দামোদর নদী লাগোয়া তিরাট শ্মশানে নিয়ে চলে যায়। এই ঘটনার খবর কোনওভাবে পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে যায়। এরপর নিমচা ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি ঐ শ্মশানে পৌঁছে উদ্ধার করে যুবকের মৃতদেহ। পরে পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনার পর থেকেই যে বাড়িতে এই নির্মাণের কাজ চলছিল সেই বাড়ির মালিকের খোঁজ পাওয়া যায়নি। পরে বাড়ির মহিলা সদস্যরা এই দুর্ঘটনার কথা জানান পুলিশকে।

প্রসঙ্গতঃ, পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরীর ক্ষেত্রে বিভিন্ন নিয়ম-নীতি মেনে বাড়ি তৈরি করতে হয়। সে সকল নিয়ম-নীতিকে কোন তোয়াক্কা না করেই এই নির্মাণের কাজ চলছিল বলে অভিযোগ। কোন নিরাপত্তা ছাড়াই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের নিচেই এ ধরনের নির্মাণ কাজ করার জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলেই অনুমান স্থানীয় প্রত্যক্ষদর্শীদের। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঢালাইয়ের কাজ করার সময় অসাবধানতার কারণে ঐ যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পুলিশ জানায়, যুবকের পরিবারের তরফে কোন অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amit Shah | ‘তৃণমূলের ভোটব্যাংক অনুপ্রবেশকারীরা’ বাংলায় দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ শায়ের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মতুয়া গড়ে অমিত শা (Amit Shah)। মঙ্গলবার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সমর্থনে বনগাঁতে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী...

World Migratory Bird Day | উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত বিশ্ব পরিযায়ী পাখি দিবস

0
গাজোল: মালদা জেলা বন দপ্তরের উদ্যোগে আদিনা ফরেস্টে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হল বিশ্ব পরিযায়ী পাখি দিবস। উপস্থিত ছিলেন আদিনা ফরেস্টের সুপারভাইজার ইন্দ্রজিৎ...

Sandeshkhali incident | জামিন চাইতে গিয়ে জেল হেপাজত, গ্রেপ্তার সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা করার অভিযোগ। গ্রেপ্তার করা হল সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে...

PBU | লাটে উঠেছে পিবিইউ-এর প্রশাসনিক কাজ, রেজিস্ট্রারের দপ্তর সিল

0
দেবদর্শন চন্দ, কোচবিহার: ভারপ্রাপ্ত উপাচার্য নিখিলচন্দ্র রায় রেজিস্ট্রার বদলে দিয়েছেন। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন রেজিস্ট্রার বদল হয়নি। এই ডামাডোলের মধ্যেই সোমবার সিল করে...
Jiban-Krishna-Saha

Recruitment Case | পুকুরে মোবাইল ছুড়ে পাঁচিল টপকে পালাতে গিয়েছিলেন, জামিন পেলেন তৃণমূলের সেই...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

Most Popular