Sunday, May 19, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গ৭৬ বছরে পা দিল গাজোলের দুর্গা মন্দিরের পুজো

৭৬ বছরে পা দিল গাজোলের দুর্গা মন্দিরের পুজো

গাজোল: ১৯৪৮ সাল। বর্তমান গাজোল শহর তখন নেহাতই ছোট্ট একটা গ্রাম। আশেপাশের এলাকার জমিদার বাড়িগুলিতে ধুমধাম করে দুর্গাপুজো হলেও গাজোল শহর এলাকায় একটিও পুজো হত না। সেইসময় উৎসাহী কিছু মানুষজন দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন। প্রথমে মাটির ঘর আর খড়ের ছাউনি দেওয়া মন্দিরে পুজো শুরু হলেও বর্তমানে তৈরি হয়েছে ঝা চকচকে মন্দির। সেইসময় থেকে আজও পঞ্জিকা মতে সমস্ত বিধি মেনে মায়ের পুজো করা হয়। আর সেই কারণেই অন্ততপক্ষে একবার আদি দুর্গা মন্দিরে উপস্থিত না হলে গাজোলবাসীর পুজো যেন সম্পূর্ণতা লাভ করে না।

আদি দুর্গা মন্দিরের সেবাইত এবং পুরোহিত বিশ্বরূপ চক্রবর্তী বলেন, ‘আমাদের বিধি মেনে পুজোর ঘট স্থাপন করা হয় পঞ্চগুড়ি দিয়ে। পঞ্চগুড়ির যে পাঁচটি রং ব্যবহার করা হয় তা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সংগ্রহ করা হয়। বেলপাতা শুকিয়ে গুঁড়ো করে তৈরি হয় সবুজ রং, লাল ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয় লাল রং, আতপ চালের গুঁড়ো দিয়ে সাদা রং, কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে হলুদ রং এবং ধানের তুষ হালকা পুড়িয়ে সেটিকে গুঁড়ো করে কালো রং তৈরি করা হয়। অষ্টমীর দিন ভদ্রমন্ডল পুজো হয়। এখানে পুজোর বৈশিষ্ট্য হচ্ছে সন্ধিপুজো, সিঁদুর খেলা, নবমীর ভোগ এবং বিসর্জন। নবমীর দিন মায়ের বিশেষ ভোগ রান্না করা হয়। গঙ্গাজল, আতপ চাল, মুগ ডাল, সৈন্ধব লবণ এবং ঘি দিয়ে তৈরি হয় মায়ের ভোগ। কাজু, কিশমিশ, বাদাম দেওয়া হলেও মায়ের ভোগে কোনরকম ফোড়ন দেওয়া হয় না। রান্নায় হলুদ ব্যবহার নিষিদ্ধ। এছাড়াও ওইদিন মাকে দেওয়া হয় লবণ ছাড়া আলুভাজা। দশমীর দিন নিয়ম মেনে প্রথমে ঘট বিসর্জন করা হয়। এরপর বিসর্জন হয় নবপত্রিকার। তারপর শুরু হয় অপরাজিতা পুজো। নিয়ম মেনে বিসর্জন সাঙ্গ হওয়ার পর শুরু হয় মহিলাদের সিঁদুর খেলা। এরপর ভক্তদের কাঁধে চাপিয়ে মাকে নিয়ে যাওয়া হয় পাশের কালি দিঘিতে। সেখানে শেষ হয় বিসর্জনের কাজ।

পুজোর অন্যতম উদ্যোক্তা কিশোর সরকার বলেন, ‘এবার আমাদের পুজোর ৭৬তম বর্ষ। এখনও নিয়ম মেনে দুর্গা দালানে মায়ের প্রতিমা তৈরি হয়। বংশপরম্পরায় সেই মৃৎশিল্পীদের পরিবার প্রতিমা তৈরি করে আসছেন। একমাত্র এখানেই একচালার সাবেকি প্রতিমার উপরে পটচিত্রে থাকে জয়া বিজয়া এবং মহাদেব। সব মিলিয়ে আদি দুর্গা মন্দিরের না আসলে গাজোলবাসীর পুজো যেন অসম্পূর্ণ থেকে যায়।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

নতুন মডেল

0
  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন। অর্থাৎ ভুয়ো ভোটার কিংবা ভুয়ো এজেন্ট ধরেছেন। কাউকে ঘাড় ধাক্কা...

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

0
  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতা। কোনও সন্দেহ নেই, এঁদের দুজনকে ভর করেই দলের হাইকমান্ড...

সবার দায় আর নেওয়া নয়

0
  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে, তা এতদিনে অনেকটাই পরিষ্কার। আর এবার বোধ হয় মুখ্যমন্ত্রী মমতা...

Terror Attack | ফের রক্তাক্ত ভূস্বর্গ! জোড়া জঙ্গি হামলায় মৃত ১, আহত পর্যটক দম্পতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেই ফের রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার কাশ্মীরে (Kashmir) জোড়া হামলা চালায় জঙ্গিরা (Terror attack)। গুলিতে মৃত্যু হয়েছে এক প্রাক্তন প্রধানের।...

Madarihat | মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক মাকনা হাতির

0
রাঙ্গালিবাজনা: একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের (Madarihat) খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের ইসলামাবাদ মৌজায়। রবিবার সকালে হাতিটির দেহ পড়ে...

Most Popular