Friday, May 3, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারপরপর দু’বার মাধ্যমিকে ব্লক সেরা সোনাপুর বিকে গার্লস

পরপর দু’বার মাধ্যমিকে ব্লক সেরা সোনাপুর বিকে গার্লস

সোনাপুর: গতবছর সাফল্য এনেছিল দেবিকা, এবছর সাফল্য আনল অরুনিকা। আর দুই ছাত্রীর সাফল্যর উপর ভর করেই পরপর দুবার মাধ্যমিকে ব্লক সেরা সোনাপুর বিকে গার্লস হাই স্কুল। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষায় স্কুলের ছাত্রী দেবিকা রায় ৬৮৩ নম্বর তুলে আলিপুরদুয়ার-১ ব্লক সেরা করেছিল এই স্কুলকে। এক নম্বরের কমের জন্য রাজ্যের মেধা তালিকা থেকে বাদ পড়েছিল দেবিকা। শুক্রবার আবার ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা যায় ব্লকের সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর তুলছে সোনাপুর বিকে গার্লস হাই স্কুলের ছাত্রী অরুনিকা সেন। স্বাভাবিকভাবে এই সাফল্যে যেমন খুশি অরুনিকার বাড়ির লোকেরা তেমনই খুশিতে ভাসছে স্কুল কর্তৃপক্ষরাও।

স্কুলের প্রধান শিক্ষিকা জয়া সরকারের কথায়, ‘আমরা বেশ খুশি অরুনিকার ফলে। বরাবর ও ভালো ছাত্রী। ওকে দেখে আগামীতেও ছাত্রীরা অনুপ্রাণিত হয়ে ভালো ফল করবে সেটাই চাইব।’ অন্যদিকে এই সাফল্যকে ধরে রেখে আগামীর পরীক্ষা গুলোয় ভালো ফল করতে চায় অরুনিকাও। ওর কথায়, ‘রেজাল্ট আরেকটু ভালো হবে বলে আশা করেছিলাম। মাধ্যমিক পরীক্ষার জন্য যেভাবে পড়েছি ওটার থেকেও আরও ভালো করে পড়ে উচ্চমাধ্যমিকে ভালো ফল করতে চাই।’

আলিপুরদুয়ার-১ ব্লকের সোনাপুরের বাসিন্দা অরুনিকার বাবা ও মা দুজনই শিক্ষকতার পেশায়। মেয়ে যে পরীক্ষার জন্য পরিশ্রম করেছে সেটা খুব সামনে থেকে দেখেছেন দুজনেই। সেটার ফলও মিলছে। মাধ্যমিকে ওর মোট প্রাপ্ত নম্বর ৬৭৪। বিষয় ভিত্তিক বললে বাংলায় ৯৫, ইংরেজিতে ৯৩, অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৬, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯২ এবং ভূগোলে ৯৮ নম্বর তুলেছে অরুনিকা। মাধ্যমিকে মোট নম্বরের ভিত্তিতে জেলায় সম্ভাব্য পঞ্চম স্থানেও রয়েছে ওই ছাত্রী।

পড়াশুনার সঙ্গেই ছবি আঁকাতেও দক্ষ অরুনিকা। পড়ার চাপ কমাতে ওটাই হয়ে উঠেছে হবিও। পরীক্ষার আগে চাপ কমাতে একদিকে যেমন বাবার বলা বিভিন্ন মোটিভেশনাল গল্প কাজে লেগেছে তেমনই অন্য বই পড়ার সঙ্গে ছবি আঁকাও অনেকটা কাজ দিয়েছে বলে মত ওঁর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আইআইটিতে পড়ার ইচ্ছা অরুনিকার। সেখানে পড়ার সুযোগ পাওয়ার জন্য এখন থেকে সেই প্রস্ততিও শুরু করেছে সোনাপুরের ওই মেয়ে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

PM Narendra Modi | ‘ভয়ে রায়বরেলিতে পালিয়েছেন শাহজাদা’, বর্ধমানের সভায় নাম না করে রাহুলকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রায়বরেলি থেকে এবার লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) লড়তে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ শুক্রবার নাম না...

Madhyamik 2024 | বাবা দিনমজুর, ৯০ শতাংশ নম্বর পেয়েও উচ্চশিক্ষা নিয়ে চিন্তায় শালকুমারহাটের ননীগোপাল

0
শালকুমারহাট: আগে কেরলে কাজ করতেন। লকডাউনের সময় অনেক কষ্টে বাড়ি ফেরেন। তারপর আর বাইরে যাননি শালকুমারহাটের ধীরেন্দ্রনাথ অধিকারী। এখন নিজের এলাকাতেই চাষের জমিতে দিনমজুরি...

Drug Trafficking | ভারত-নেপাল সীমান্তে ২০৫ গ্রাম মরফিন সহ ধৃত ২

0
খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের (India-Nepal Border) পানিট্যাঙ্কিতে ২০৫ গ্রাম মরফিন সহ ধরা পড়ল দুই মাদক কারবারি (Drug Trafficking)। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পানিট্যাঙ্কি...
Unbearable stomach pain, 'Comedy Queen' Bharti Singh is crying in the hospital

Bharti Singh | অসহ্য পেট ব্যথা, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন ‘কমেডি ক্যুইন’ ভারতী সিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টিভির পর্দায় তাঁকে সবাই হাসিখুশি দেখতেই অভ্যস্ত। কোনও কমেডি শো হোক বা রিয়্যালিটি শো সবকিছুতেই তিনি যেন পারদর্শী। বলিউডের(Bollywood) ‘কমেডি...

Narendra Modi | ‘ছোটদের ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল’, দুর্নীতি ইস্যুতে তোপ মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ছোটদের ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল।’ দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে এভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার বীরভূমের...

Most Popular