Tuesday, May 28, 2024
HomeBreaking Newsপ্রসঙ্গ ফোন ট্যাপিং, মোদি-আদানি যোগ নিয়ে ফের কটাক্ষ রাহুলের

প্রসঙ্গ ফোন ট্যাপিং, মোদি-আদানি যোগ নিয়ে ফের কটাক্ষ রাহুলের

নিউজ ব্যুরো: কংগ্রেস, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিরোধী শিবিরের বিভিন্ন নেতা-নেত্রীর ফোন হ্যাকের চেষ্টার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে এখন তোলপাড় দেশের রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার মোদি সরকারকে তোপ দাগেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আদানি নামক তোতা পাখির মধ্যে লুকিয়ে রয়েছে মোদির প্রাণ।’

রাহুল বলেন, ‘আগে ভাবতাম ১ নম্বরে আছেন প্রধানমন্ত্রী মোদি, ২ নম্বর আদানি এবং ৩ নম্বরে অমিত শা। কিন্তু আমার ভুল হয়েছিল। ১ নম্বরে আছেন আদানি, ২ নম্বরে মোদি এবং ৩ নম্বর শা। আমরা এই রাজনীতি বুঝতে পেরেছি। এখন আদানিজি পালাতে পারবেন না। দেশে বিভ্রান্তির রাজনীতি চলছে।’

রাহুলের সংযোজন, ‘অনেকেই অ্যাপলের সতর্কবার্তা পেয়েছেন। কংগ্রেসের কেসি বেণুগোপাল জি, সুপ্রিয়া, পবন খেরাও এটা পেয়েছেন। এসব করে বিজেপি নজর ঘোরানোর চেষ্টা করছে।’ এরপরই কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘আপনি যত খুশি ফোন ট্যাপ করতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আপনি যদি আমার ফোন নিতে চান, আমি আপনাকে দিয়ে দেব।’ অর্থাৎ ফোনে নজরদারি চালালেও যে তাঁরা ভয় পান না, সেটাই বুঝিয়ে দিয়েছেন রাহুল।

প্রসঙ্গত, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেসের শশী থারুর এবং তাঁর দলের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেরার ফোন হ্যাকের চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, তাঁরা অ্যাপলের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছেন। সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও একই রকম বার্তা পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার বিষয়টি নিয়ে এক্সে পোস্ট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তারপরই শোরগোল পড়ে যায়। যা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে একযোগে তোপ দেগেছেন বিরোধীরা। তাঁদের অনেকেই অ্যাপলের সতর্কবার্তার স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Job Scam | সাধু সাবধান! ভুঁইফোঁড় সংস্থায় চাকরির ফাঁদ

0
শমিদীপ দত্ত, শিলিগুড়ি, ২৭ মে : বিদেশে চাকরির স্বপ্ন দেখতেন মণিপুরের বাসিন্দা কিরণ মিশ্র। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একদিন তাঁর নজরে আসে, শহর শিলিগুড়ির একটি...

Sikkim | সিকিমে পর্যটকের থিকথিকে ভিড়, হোটেলে জায়গা নেই, রাস্তায় কাটছে রাত

0
শিলিগুড়ি: গত বছর দক্ষিণ লোনাক হ্রদে বিপর্যয়ের পর এখনও উত্তর সিকিমের একাধিক জায়গা কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে। বিপর্যয়ের ক্ষত ধীরে ধীরে সারিয়ে উঠছে সিকিম।...
weather update in west bengal

Weather Forecast | দহনজ্বালা থেকে মিলবে মুক্তি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

0
শিলিগুড়ি: মঙ্গলবার সকালের চড়া রোদে ফের মন খারাপ উত্তরবঙ্গের। তাহলে কি আজ থেকে ফের পুড়তে হবে? সাতসকালে নানা প্রশ্ন। যদিও আবহাওয়া দপ্তর বলছে, বেলা...

Indore | শেষকৃত্যের টাকা নেই, লিভ-ইন পার্টনারের দেহ পচল ঘরের ভেতরেই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষকৃত্যের জন্য টাকা নেই, তাই লিভ-ইন পার্টনারের দেহ তিনদিন ধরে ঘরের মধ্যেই ফেলে রাখলেন ৫৩ বছরের এক ব্যাক্তি। এরপর সেই...

Narendra Modi | কেন প্রাক্তন পাক মন্ত্রীর কন্ঠে রাহুল-কেজরির প্রশংসা ? ‘তদন্ত সাপেক্ষ’ বলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাক্তন পাক মন্ত্রীর কন্ঠে রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা নিয়ে এবার তদন্তের দাবি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

Most Popular