Friday, May 3, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারউদ্বোধনের আগেই ভিড় চিলাপাতার সেলফি পয়েন্টে

উদ্বোধনের আগেই ভিড় চিলাপাতার সেলফি পয়েন্টে

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পর্যটন জেলার অন্যতম আকর্ষণ চিলাপাতা পর্যটন কেন্দ্র। চিলাপাতা জঙ্গলে ঘেরা এই পর্যটন কেন্দ্রতে নতুন আরেক পলক যুক্ত হয়েছে। চিলাপাতায় তৈরি হয়েছে নতুন সেলফি পয়েন্ট।বিভিন্ন জায়গা নিজের পরিচিতি তৈরি করছে সেলফি পয়েন্টে দিয়ে। সেই তালিকায় ঢুকে পড়েছে চিলাপাতাও।আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি। তবে তার আগেই নিজের সৌন্দর্য দিয়ে অনেকেই আকর্ষণ করছে ওই সেলফি পয়েন্টে।

চিলাপাতা মোড় থেকে পশ্চিমদিকে বানিয়া বস্তি যেতে বাদিকে শালবাগানে নজরে আসবে ওই সেলফি পয়েন্টে।’ আই লাভ চিলাপাতা ‘লেখাটা যেন দূর থেকেই অনেককে আকর্ষিত করে। শালবাগানে যে জায়গায় পর্যটকরা জঙ্গল সাফারি থেকে ফিরে লোক শিল্পীদের নৃত্য দেখে, সেখানেই তৈরি হয়েছে সেলফি পয়েন্টেটি। আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে বন বিভাগের জমিতে ওই সেলফি পয়েন্টেটি তৈরি করা হয়েছে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে এবিষয়ে বলেন, ‘চিলাপাতাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

এদিন সেলফি পয়েন্টে গিয়ে দেখা গেল অনেকেই সেটার সামনে দাড়িয়ে ছবি তুলছেন। ওখানেই কথা হলো মুর্শিদাবাদ থেকে আসা এক পর্যটক সাইনা ইয়াসমিনের সঙ্গে। কেমন লাগছে নতুন সেলফি পয়েন্টে? এটা জিজ্ঞেস করলে ওঁর উত্তর, ‘সব জায়গায় সেলফি পয়েন্টে দেখা যায়। এই জায়গায় ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিলে, সব বুঝে যায় কোন জায়গায় আসা হয়েছে, এটা ভালো দিক। তবে নতুন সেলফি পয়েন্টে একটু নতুনত্ব করা যেত। সেটা দেখলাম না। সব গুলো একই।’ অনেকে আবার সেলফি পয়েন্টে বসে বেশ আয়েশে ছবি তুলছিল। সেটা দেখেও অনেকে আপত্তি করেন। এভাবে সেলফি পয়েন্টে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বলেও বলতে শোনা গেল পর্যটকদের মুখেই। অন্যদিকে সেলফি পয়েন্টে পেয়ে খুশি চিলাপাতার স্থানীয় বাসিন্দা এবং পর্যটন ব্যবসায়ীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হল এবং এতে এই জায়গা নতুন ভাবে উঠে আসবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার পাবে বলে বক্তব্য চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি গণেশ চন্দ্র শার।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dev | দেবের কপ্টারে আগুন! উড়ানের পরই জরুরি অবতরণ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) কপ্টারে ধোঁয়া, উড়ানের পরই জরুরি অবতরণ।

Mini fan demand | গরমে স্বস্তির খোঁজ, বাড়ছে মিনি ফ্যানের চাহিদা

0
শতাব্দী সাহা, চ্যাংরাবান্ধা: তাপমাত্রার পারদ চড়তে না চড়তেই ইলেক্ট্রনিক্সের দোকানগুলি নানা ধরনের ফ্যান, কুলারে ভরে ওঠে। কিন্তু সে সবকে টেক্কা দিয়ে এবার রীতিমতো হটকেক...

Covishield | ‘নতুন করে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই’, কোভিশিল্ড নিয়ে অভয়বাণী ডাক্তারদের

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনের (Covid-19 Vaccine) পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছে নির্মাতা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)। এই খবর প্রকাশ্যে আসার পরই...
blind Shankar wants to become a teacher in future

Madhyamik Result | মাধ্যমিকে ভালো ফল, ভবিষ্যতে শিক্ষক হতে চায় দৃষ্টিহীন শংকর

0
দেবদর্শন চন্দ, কোচবিহার: মনে ইচ্ছে আর অদম্য জেদ থাকলে কী না সম্ভব! তারই প্রমাণ রাখল কোচবিহারের(Cooch Behar) টাউন হাইস্কুলের দৃষ্টিহীন এক পরীক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা,...

PM Narendra Modi | ‘ভয়ে রায়বরেলিতে পালিয়েছেন শাহজাদা’, বর্ধমানের সভায় নাম না করে রাহুলকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রায়বরেলি থেকে এবার লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) লড়তে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ শুক্রবার নাম না...

Most Popular