Saturday, May 18, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গডায়নার ভাঙনে বিপন্ন ধরণীপুর চা বাগান, মহল্লা ছাড়ছেন শ্রমিকরা

ডায়নার ভাঙনে বিপন্ন ধরণীপুর চা বাগান, মহল্লা ছাড়ছেন শ্রমিকরা

নাগরাকাটাঃ ডায়নার ভাঙনে বিপন্ন হয়ে পড়েছে নাগরাকাটার ধরণীপুর চা বাগান। সেখানকার দুটি সেকশনের একাংশ ইতিমধ্যেই নদী গর্ভে চলে গেছে। পানিঘাটা নামে একটি শ্রমিক মহল্লার বাসিন্দারা আগামী বর্ষার কথা চিন্তা করে এখন থেকেই অন্যত্র সরে যেতে শুরু করেছেন। নদী বর্তমানে ওই এলাকার গাঁ ঘেষে বইছে। নিজেদের বিপদের কথা নানা মহলেও জানিয়েও কোন কাজ হয় নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভের পারদও ক্রমশ চড়ছে সেখানে। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর অবশ্য আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের করা হবে।

ভুটান থেকে নেমে আসা ডায়না নদী বরাবরই খরস্রোতা। লালঝামেলা বস্তী হয়ে ওই নদী নাগরাকাটায় ঢুকেছে। উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ডায়না ক্রমশ পূর্ব দিকে সরে আসার কারনেই এই বিপত্তি বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। ময়নাগুড়ির ব্লকের ডোববাড়িতে জলঢাকার সঙ্গে  মেশার আগে মাত্র ২৫ কিলোমিটারের মত ডায়না নদী ধরণীপুরের পাশাপাশি ফি বছরের আতঙ্কের কারণ খেরকাটা গ্রাম, কলাবাড়ি বস্তী, মাঝিয়ালি বস্তীর মত আরো একাধিক জনপদেরও। ডায়না নিয়ে বিস্তর অনুসন্ধান চালিয়েছেন বানারহাট হাই স্কুলের প্রধান শিক্ষক সুকল্যাণ  ভট্টাচার্য। তিনি বলেন, ভুটানের সামচি জেলার যে যে পাহাড়ি ঢাল থেকে ডায়না লালঝামেলার দিকে নেমে এসেছে তা অত্যন্ত খাড়া। যে কারনে এই নদীর ক্ষিপ্রতা অন্য নদীর থেকে অনেক বেশি। পাশাপাশি যে স্থানে জাতীয় সড়কের ওপর ডায়নার ওপর সেতু তৈরি করা হয়েছে তা বিজ্ঞানসন্মত হয় নি বলেই আমার ধারনা। এসব মিলিয়েই নদী ভাঙন মারাত্মক আকার ধারন করেছে।

ধরণীপুর চা বাগানের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সেখানকার ২৫ ও ২৬ নম্বর সেকশন দুটির বেশিরভাগ অংশেরই এখন আর কোন চিহ্ন নেই। চা আবাদী ওই এলাকার প্রায় পুরোটাই নদীর আগ্রাসনের শিকার। নিশ্চিহ্ন হয়ে গেছে বন দপ্তরের নজরদারির একটি ডিপো। বর্তমানে পানিঘাটা নামে যে শ্রমিক মহল্লাটিতে নদীর মতিগতি দেখে আতঙ্ক ছড়িয়েছে সেখানে বেশ কিছু পরিবারের বাস।

রাজকাপুর কর্মকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বর্ষা কালে গোটা তল্লাট রাতের বেলা দু চোখের পাতা এক করতে পারে না। বেশ কিছু পরিবার ভয়ে অন্যত্র চলে গিয়েছে। দ্রুত নদীতে পাড় বাঁধ তৈরি কিংবা ডাইভারসন জাতীয় কিছু একটা না করা হলে পানিঘাটা আর থাকবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। বিশ্বনাথ লোহার নামে এক শ্রমিক বলেন, গত ৭-৮ বছর ধরে নদী ভাঙন মারাত্মক আকার ধারন করেছে। গত বর্ষায় তা আরো বেশি হয়। আগামীতে যে কি হবে তা চিন্তা করলেই শিউরে উঠি। দূর্গা দাস নামে আরেক স্থানীয় প্রবীণ বলছেন, ডায়না যে কখনো এভাবে আতঙ্ক ছড়াবে কখনই ভাবি নি। গত দু বছর ধরে সমস্যা সবচেয়ে বেশী। দ্রুত পদক্ষেপ দরকার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NBMC | দালাল ধরে টাকা দিতেই হাতে এল মৃত্যুর শংসাপত্র! তদন্তের আশ্বাস মেডিকেল সুপারের...

0
শিলিগুড়িঃ মৃত্যুর শংসাপত্র পেতে ১৫০০ টাকা দিতে হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যে পরিবার মৃত্যুর শংসাপত্র পেতে দেড় মাস ধরে ঘুরছিল, সেই পরিবারই...

Toy Train Joy Ride | ভিড় সামলাতে অতিরিক্ত জয়রাইড ট্রেন চলবে দার্জিলিংয়ে, সিদ্ধান্ত ডিএইচআরের

0
দার্জিলিংঃ পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শনিবার থেকে বাড়তি দুটি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। গরমের...

Siliguri | গাড়িতে বসে মদ্যপান দুই যুবকের! অভিযুক্তদের ধরতে কালঘাম ছুটল পুলিশের  

0
শিলিগুড়িঃ রাত বাড়তেই গাড়িতে মদ খাওয়া এখন রীতিমত ট্রেন্ড। আর এই ট্রেন্ড আটকাতে গিয়ে রীতিমতন কালঘাম ছুটছে পুলিশ কর্তাদের। সম্প্রতি জলপাই মোড়ে গাড়িতে বসে...

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে...

0
পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে নাম জড়িয়েছে রতুয়ার তৃণমূল...

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

0
রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার ইভিএমের বিরোধিতায় সরব খোদ বিজেপি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন...

Most Popular