Monday, May 20, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গভর্তির অনুমোদন না পেয়ে ভবিষ্যৎ নিয়ে ধন্দে ৬টি বিএড কলেজের পড়ুয়ারা

ভর্তির অনুমোদন না পেয়ে ভবিষ্যৎ নিয়ে ধন্দে ৬টি বিএড কলেজের পড়ুয়ারা

বালুরঘাট: বিশ্ববিদ্যালয়ের সরকারি সব নির্দেশিকা পূরণ করতে না পারায় চলতি বছরে জেলার ছয়টি বেসরকারি বিএড কলেজ পড়ুয়ারা ভর্তির অনুমোদন পেল না। এদিকে অনুমোদন না পেলেও বেশিরভাগ কলেজেই ছাত্র ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। ভবিষ্যৎ নিয়ে ধন্দে ভর্তি হওয়া পড়ুয়ারা। এমনকি কলেজের শিক্ষকরাও আতঙ্কে রয়েছেন। অন্যদিকে, অনুমোদন পাওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই ক্ষোভ উগড়ে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়ার জন্য হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন বেশ কয়েকটি কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে পালটা সরব হয়েছেন বিজেপি। অন্যদিকে, অভিযোগ অস্বীকার  করেছে তৃণমূলের।

দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১৭টি বেসরকারি বিএড কলেজ রয়েছে। যেখানে সব মিলিয়ে ১২০০ আসন রয়েছে। প্রত্যেক বছর এই কলেজগুলির বেশিরভাগ আসন পূরণ হয়ে যায়। এবারেও চলতি বর্ষে ভর্তি পক্রিয়া শেষ হয়েছে। বেশিরভাগ কলেজে আসন অনুযায়ী ভর্তি হয়ে গেছে পড়ুয়ারা। অন্যান্য বছর পড়ুয়া ভর্তির অনুমোদনে সমস্যা না হলেও এবারে একাধিক নির্দেশ মানায় জেলায় ৬টি বিএড কলেজ পড়ুয়া ভর্তির অনুমোদন পায়নি। যার মধ্যে রয়েছে বালুরঘাটের একটি, তপনের দুটি, গঙ্গারামপুরের একটি, বুনিয়াদপুর ও কুশমণ্ডির একটি করে কলেজ রয়েছে।

এদিকে ছয়টি কলেজে ভর্তি প্রক্রিয় প্রায় শেষ হয়ে গেছে। ছয়টি কলেজ মিলে ৪০০টি আসন রয়েছে। এই ৪০০ জন পড়ুরার ভবিষ্যতে অন্ধকারে। কলেজে ভর্তি হলেও তারা এখন কী করবেন তা নিয়েই শুরু হয়েছে ধন্দ। বালুরঘাটের তেভাগা টিচার্চ ট্রেনিং কলেজ ৫০, তপনের বলিপুকুর টিচার্স ট্রেনিং কলেজ ৫০ ও দক্ষিণ দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজে ১০০, গঙ্গারামপুর ফান্ডামেন্টাল ইন্সটিটিউট অফ টিচার্স ট্রেনিং ১০০, বুনিয়াদপুর টিচার্স ট্রেনিং কলেজ ৫০ এবং কুশমণ্ডি আজাদ ডিএড ট্রেনিং কলেজ ৫০টি আসন রয়েছে। এদিকে বেশ কয়েকটি কলেজের মালিকরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

জানা গিয়েছে, সরকারিভাবে প্রত্যেক কলেজের কাছ থেকে তিনটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। যার মধ্যে একটি হল প্রত্যেক কলেজে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে, নির্দিষ্ট অনুপাতে পড়ুয়া পিছু শিক্ষক রাখতে হবে এবং তৃতীয় কলেজের নিজস্ব অ্যাকাউন্ট থেকে বেনিফিসারির অ্যাকাউন্ট ডাইরেক্ট টাকা দিতে হবে। যারা এই তিনটি গাইডলাইন মানেনি তারাই এবারের ভর্তির অনুমোদন পায়নি। রাজ্যে এমন কলেজের সংখ্যা ২৫৩টি।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। কপ্টারে তাঁর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীও ছিলেন বলে...

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Most Popular