Sunday, May 19, 2024
HomeTop Newsসুড়ঙ্গের ছাঁদ ফুঁড়ে দুর্গতদের কাছে পৌঁছানোর পরিকল্পনা, উদ্ধারকার্যে ব্যবহার করা হতে পারে...

সুড়ঙ্গের ছাঁদ ফুঁড়ে দুর্গতদের কাছে পৌঁছানোর পরিকল্পনা, উদ্ধারকার্যে ব্যবহার করা হতে পারে রোবট   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এখন একমাত্র লক্ষ্য যে কোনও প্রকারে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা। চলছে যুদ্ধকালীন তৎপরতায় বিশাল বিশাল কংক্রিটের ব্লক সরানোর কাজ। ব্যবহার করা হচ্ছে অত্যাধ্যুনিক যান্ত্রাদি। টানা আটদিন ধরে সুড়ঙ্গের ভিতরে রয়েছেন ৪১ জন শ্রমিক। কংক্রিটের ব্লক সরিয়ে শ্রমিকদের উদ্ধার করতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে উত্তরকাশী প্রশাসন। পাশাপাশি চেষ্টা চলছে শুকনো খাবার খেয়ে জীবনধারণ করে থাকা ওই শ্রমিকদের ভাত-রুটি-তরকারি পৌঁছে দেওয়ার। সে কারণে ধ্বংসস্তূপের ভিতর দিয়ে আরও একটি পাইপ লাইন বসানোর কাজ চলছে। প্রায় ষাট মিটার ধ্বংসস্তূপের ভিতরে সেই পাইপ ৪২ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্য রসদের সঙ্গে অবসাদ কাটানোর ওষুধও পাঠানো হচ্ছে আটকে থাকা শ্রমিকদের কাছে।

জানা গিয়েছে, সিল্কিয়ারার দিক থেকে ধ্বংসস্তূপ খননের কাজ শুক্রবার দুপুরের পরে থমকে যায়। রবিবার সন্ধ্যার পরেও তা চালু হয়নি। জানানো হয়েছে, সুরক্ষা নিশ্চিত করে ফের শুরু হবে। শ্রমিকদের উদ্ধারে এ বার বিকল্প পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। বিশেষ সূত্রের খবর, পাহাড় খুঁড়ে সুড়ঙ্গের ছাদ ফুঁড়ে দুর্গতদের কাছে পৌঁছনোর পরিকল্পনা শুরু হয়েছে। সেই কাজের দায়িত্ব পেয়েছে তেল ও গ্যাস উত্তোলনের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। সেই কাজের সুবিধার্থে শনিবার সন্ধ্যা থেকে পাহাড়ে ৭০০ মিটার রাস্তা বানানো শুরু করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন।  সুড়ঙ্গের অন্য মুখ বারাকোটে। সে দিক থেকে ১.৭ কিলোমিটার তৈরি হয়ে আছে। বাকি ৪৮০ মিটারের মধ্যে খুঁড়ে রাস্তা তৈরির চেষ্টাও হবে। যেখানে শ্রমিকেরা আটকে, তার দু’পাশের দেওয়াল ফুঁড়ে তাঁদের কাছে পৌঁছতে পাহাড়ের দু’জায়গা থেকে আড়াআড়ি খননের কথা বলা হয়েছে।

রবিবার সিল্কিয়ারায় দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। গত ১২ নভেম্বর সকাল সাড়ে ৫টা নাগাদ ব্রহ্মখাল-যমুনোত্রী হাইওয়ের নির্মীয়মাণ সুড়ঙ্গটির একাংশ ধসে পড়ে। সেই দিন থেকে প্রায় দু’কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকেরা। অক্সিজেন পাঠানোর সরু পাইপে ছোলা, বাদাম ইত্যাদি শুকনো খাবার ও দরকারি রসদ পাঠানো হচ্ছে তাঁদের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Miyazaki Mango | ‘মিয়াজাকি’ আম ফলিয়ে তাক লাগালেন ফালাকাটার শিক্ষক

0
ভাস্কর শর্মা, ফালাকাটা: ‘মিয়াজাকি’ (Miyazaki Mango)। জাপানের এই আম (Japanese Mango) এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিরল এবং দামি আম হিসেবেই পরিচিত। গত কয়েক বছর...

IPL | বিরাটের মুকুটে নতুন পালক, আইপিএলে নতুন নজির বেঙ্গালুরুর রান মেশিনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের(IPL)শেষ চারে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল কামব্যাক করেছে টিম। আর এই ম্যাচেই নতুন রেকর্ড গড়লেন...

RCB | প্লে-অফ নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মাতলেন আরসিবি সমর্থকরা, রাতভর চলল হুল্লোড়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তারপরই উচ্ছ্বাসে মাতলেন দলের সমর্থকরা। শনিবার আরসিবি প্লে-অফের...

Uttar Dinajpur | শ্মশানে মিলল পচাগলা দেহ, পাশে পড়ে দুই জখমও, ঘটনা ঘিরে ধোঁয়াশা

0
গোয়ালপোখর: শ্মশান থেকে এক ব্যক্তির পচাগলা দেহ (Mysterious Death) উদ্ধার করল পুলিশ। একইসঙ্গে এক মহিলা সহ দু’জন জখমকেও একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।...
kairi murg tikka recipe

আম ও মাংসের সুস্বাদু মেলবন্ধন, বানিয়ে নিন ‘কাইরি মুর্গ টিক্কা’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুরগির মাংসের অনেক ধরণের রান্না তো খেয়েছেন। কিন্তু কাঁচা আমের সঙ্গে মাংসের কোনও রান্না খেয়েছেন কি? সেই পদের নাম ‘কাইরি...

Most Popular