Sunday, May 5, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গপকেটমারি করতে গিয়ে হাতেনাতে ধৃত অভিযুক্ত, জনরোষ থেকে বাঁচাতে হিমশিম খেল পুলিশ

পকেটমারি করতে গিয়ে হাতেনাতে ধৃত অভিযুক্ত, জনরোষ থেকে বাঁচাতে হিমশিম খেল পুলিশ

মাথাভাঙ্গা: কৃষক বাজারে পকেটমারি করতে গিয়ে শেষরক্ষা হল না। হাতেনাতে ধরা পড়ল মনসুর আলি নামে এক পকেটমার। যদিও ততক্ষণে পকেটমারির টাকা হাতবদল হয়ে চলে যায় তার সঙ্গীর কাছে। পরিস্থিতি বেগতিক দেখে ওই পকেটমার টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ তার নাম ঠিকানা জেনে গ্রেপ্তার করতে তৎপর হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহর সংলগ্ন পচাগড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন মোড় লাগোয়া মাথাভাঙ্গা ১ ব্লক কৃষক বাজারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ও পলাতক দুজনেরই বাড়ি পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত পূর্ব ধর্মবাড়ির কুঠি গ্রামে। এক পকেটমারকে জনরোষ থেকে উদ্ধার করতে মাথাভাঙ্গা পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। এদিন কৃষক বাজারের পাইকারি সবজি বাজার থেকে ব্যবসার জন্য সবজি কিনতে গিয়ে পকেটমারের কবলে পড়েন মাথাভাঙ্গা শহরের ১২ নম্বর ওয়ার্ড নজরুলপল্লির বাসিন্দা সামসুল হক। তাঁর পকেটে সবজি কেনার জন্য ১৫ হাজার টাকা ছিল। অভিযোগ, ওই দুষ্কৃতী পরিকল্পনামাফিক তার পকেট থেকে যখন টাকা বের করে নিচ্ছেন তিনি তা বুঝতে পেরে তাকে ধরে ফেলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে কৃষক বাজারের ক্রেতা বিক্রেতারা ওই পকেটমারকে ধরে মারধর শুরু করে। কৃষক বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা তাকে কৃষকবাজারের একটি ঘরে আটকে রেখে মাথাভাঙ্গা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার ব্যবসায়ীদের বিক্ষোভের মধ্যে থেকে পকেটমারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে পলাতক পকেটমারের নাম জানা যায়। তার নাম আমজাদ। পকেটমার চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে তৎপর হয়েছে মাথাভাঙ্গা থানার পুলিশ। মাথাভাঙ্গার এসডিপিও সুরজিৎ মণ্ডল বলেন, ‘ধৃত পকেটমারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করার পাশাপাশি চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | জলকষ্টে ভুগতে চলেছে শিলিগুড়ি

0
শিলিগুড়ি: ফের জলকষ্টে (Water Crisis) ভুগতে চলেছেন শিলিগুড়িবাসী (Siliguri)। গজলডোবার কাছে তিস্তার বাঁধ মেরামতির কারণে ১০ মে থেকে ১৫-২০ দিনের জন্য জল সরবরাহ ব্যাহত...

Balurghat | পেরিয়েছে ভোট, রাজনৈতিক দলের পতাকা না খোলায় ক্ষোভ

0
বালুরঘাট: গত ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট হয়েছে। তারপর এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও বালুরঘাট শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন...

Siliguri Hospital | জুনেই প্রসূতি বিভাগে লিফট চালুর সম্ভাবনা

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri Hospital) প্রসূতি বিভাগের নতুন লিফটের নির্মাণ শেষ। সেটা চালু হলে সংশ্লিষ্ট বিভাগের ওয়ার্ড, লেবার রুমে (Labour Room)...
Leopard attack on way back from tuition, injured student

Leopard | টিউশন থেকে ফেরার পথে চিতাবাঘের হানা, জখম ছাত্র

0
রাঙ্গালিবাজনা: টিউশন পড়ে সাইকেলে চেপে ফিরছিল দশম শ্রেণির ছাত্র। আচমকাই তাকে আক্রমণ করে একটি চিতাবাঘ(Leopard)। বাঁ পায়ে থাবা মারে। থাবায় কিশোরের প্যান্টের একাংশ খুবলে...

Lok Sabha Election | প্রচারের শেষলগ্নে মালদায় রোড শোয়ে ঝড় তুললেন শুভেন্দু

0
পুরাতন মালদা: শেষ লগ্নে পুরাতন মালদা শহরে রোড শো করে ভোটপ্রচারে ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি...

Most Popular