Wednesday, May 15, 2024
HomeBreaking Newsমাথার দাম ছিল ৮লক্ষ! মহারাষ্ট্রের জঙ্গলে কমান্ডোবাহিনীর এনকাউন্টারে খতম মাও নেতা দুর্গেশ

মাথার দাম ছিল ৮লক্ষ! মহারাষ্ট্রের জঙ্গলে কমান্ডোবাহিনীর এনকাউন্টারে খতম মাও নেতা দুর্গেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। নাম দুর্গেশ ওয়াত্তি। কুখ্যাত এই মাওবাদী জঙ্গি ছিলেন ডেপুটি কমান্ডার। ২০১৯ সালে জাম্বুলখেড়া ল্যান্ডমাইন বিস্ফোরণকাণ্ডে হাত ছিল দুর্গেশের। সেই বিস্ফোরণে প্রাণ হারয়েছিলেন ১৪ জন নিরাপত্তারক্ষী। এবার নিরাপত্তারক্ষীরাই নিকেশ করে দিলেন এই কুখ্যাত মাওনেতা দুর্গেশকে। মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে বোধিনতলার গভীর জঙ্গলে কমান্ডোদের ছোঁড়া গুলিতে প্রাণ হারায় মাওনেতা।

গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভারতীয় সেনার কমান্ডোরা হানা দেয় মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে বোধিনতলার গভীর জঙ্গলে। গড়চিরোলির এসপি কমান্ডোদের জঙ্গলে পাঠান। দুপুর দেড়টা নাগাদ এই এনকাউন্টার শুরু হয়। এদিকে সিআরপিএফকেও রাখা হয়েছিল ব্যাক আপের জন্য। গভীর জঙ্গলে মাওবাদীরা ক্যাম্প করে থাকছিল। সেখানেই হানা দেন কমান্ডোরা। পুরো জঙ্গল ঘিরে ফেলে কমান্ডোবাহিনী। এরপরই বিপদ বুঝে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালায় কমান্ডোরাও। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই এনকাউন্টার। আর এই গুলির লড়াইয়ে প্রাণ হারায় তিন মাও নেতা। আপাতত ১জনের দেহ উদ্ধার হলেও বাকি দুই জনের দেহ উদ্ধারে সমর্থ হয়নি নিরাপত্তাবাহিনী। জঙ্গল জুড়ে চলছে জোর তল্লাশি।

জানা গিয়েছে, এদিনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে কুখ্যাত মাওজঙ্গি দুর্গেশের। দুর্গেশের মাথার দাম ছিল ৮ লাখ টাকা। কিন্তু দিনের পর দিন ধরে তিনি গভীর জঙ্গলে লুকিয়ে থাকতেন বলে খবর। এই দুর্গেশ মাওবাদীদের নেতৃত্ব দিতেন। ২০২১ সালের পর থেকে সংগঠনের রাশ ধরেন দুর্গেশ। পুলিশের অনুমান, ছত্তিশগড় থেকে ওরা মহারাষ্ট্রের গভীর জঙ্গলে ক্যাম্প করেছিল ওরা। সঙ্গে ছিল আধুনিক অস্ত্র। কিন্তু তার আগেই নিকেশ করল কমান্ডো বাহিনী। তবে দুর্গেশের মৃত্যুর পরে ওই এলাকায় মাওবাদীরা অনেকটাই শক্তি হারাবে বলে মনে করা হচ্ছে। এদিকে ওই এলাকা থেকে এক ৪৭, অত্যাধুনিক বন্দুক, ওয়াকি টকি, ভোল্টমিটার, বিস্ফোরক মিলেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madarihat | দুই দশক ধরে বক আগলে মাস্টারপাড়ার বকবুড়ি

0
মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: মুজনাই নদীর পাড়ের মহল্লাটায় পাশাপাশি দুটি বাঁশঝাড়ে অগুনতি বক। স্থানীয়রা বলছেন, সংখ্যাটা কমপক্ষে আড়াই হাজার হবে। আর সেই বকগুলিকে আগলে...

CBSE Class 10th Result | সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া ফল চালসার স্নেহার

0
চালসা: সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় (CBSE Class 10th Result) ভালো ফল করে তাক লাগাল জলপাইগুড়ির (Jalpaiguri) চালসার স্নেহা কুমারী গুপ্তা। সে মালবাজার সিজার স্কুলের...

Buxa Tiger Reserve | চড়া রোদে পাহাড়ি নদী, ঝোরা শুকিয়ে কাঠ, ট্যাংকার থেকে জল...

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বন্যপ্রাণীদের তেষ্টা মেটাতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে বন দপ্তর। বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve) এলাকায় প্রায় ৩০টি কৃত্রিম জলাধার (Artificial...

Lift Collapse | তামার খনিতে ছিঁড়ে পড়ল লিফট, আটকে ১৪ জন, পরে উদ্ধার

0
জয়পুর: হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে পড়ল। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই বিপর্যয় ঘটে। রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে...

North Bengal University | এনবিইউ-এর নয়া আবিষ্কার, আর্সেনিকের বিষ ঠেকাবে গুতুম মাছের ব্যাকটিরিয়া

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: জীব সৃষ্টির আদি সময় থেকেই পৃথিবীর সর্বত্র তাদের অবাধ বিচরণ। নেদারল্যান্ডসের বিজ্ঞানী এভি লিউয়েনহক প্রথম তাদের অস্তিত্ব আবিষ্কার করেন। সেটা ১৬৭৬...

Most Popular