Monday, April 29, 2024
HomeBreaking Newsমাথার দাম ছিল ৮লক্ষ! মহারাষ্ট্রের জঙ্গলে কমান্ডোবাহিনীর এনকাউন্টারে খতম মাও নেতা দুর্গেশ

মাথার দাম ছিল ৮লক্ষ! মহারাষ্ট্রের জঙ্গলে কমান্ডোবাহিনীর এনকাউন্টারে খতম মাও নেতা দুর্গেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। নাম দুর্গেশ ওয়াত্তি। কুখ্যাত এই মাওবাদী জঙ্গি ছিলেন ডেপুটি কমান্ডার। ২০১৯ সালে জাম্বুলখেড়া ল্যান্ডমাইন বিস্ফোরণকাণ্ডে হাত ছিল দুর্গেশের। সেই বিস্ফোরণে প্রাণ হারয়েছিলেন ১৪ জন নিরাপত্তারক্ষী। এবার নিরাপত্তারক্ষীরাই নিকেশ করে দিলেন এই কুখ্যাত মাওনেতা দুর্গেশকে। মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে বোধিনতলার গভীর জঙ্গলে কমান্ডোদের ছোঁড়া গুলিতে প্রাণ হারায় মাওনেতা।

গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভারতীয় সেনার কমান্ডোরা হানা দেয় মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে বোধিনতলার গভীর জঙ্গলে। গড়চিরোলির এসপি কমান্ডোদের জঙ্গলে পাঠান। দুপুর দেড়টা নাগাদ এই এনকাউন্টার শুরু হয়। এদিকে সিআরপিএফকেও রাখা হয়েছিল ব্যাক আপের জন্য। গভীর জঙ্গলে মাওবাদীরা ক্যাম্প করে থাকছিল। সেখানেই হানা দেন কমান্ডোরা। পুরো জঙ্গল ঘিরে ফেলে কমান্ডোবাহিনী। এরপরই বিপদ বুঝে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালায় কমান্ডোরাও। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই এনকাউন্টার। আর এই গুলির লড়াইয়ে প্রাণ হারায় তিন মাও নেতা। আপাতত ১জনের দেহ উদ্ধার হলেও বাকি দুই জনের দেহ উদ্ধারে সমর্থ হয়নি নিরাপত্তাবাহিনী। জঙ্গল জুড়ে চলছে জোর তল্লাশি।

জানা গিয়েছে, এদিনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে কুখ্যাত মাওজঙ্গি দুর্গেশের। দুর্গেশের মাথার দাম ছিল ৮ লাখ টাকা। কিন্তু দিনের পর দিন ধরে তিনি গভীর জঙ্গলে লুকিয়ে থাকতেন বলে খবর। এই দুর্গেশ মাওবাদীদের নেতৃত্ব দিতেন। ২০২১ সালের পর থেকে সংগঠনের রাশ ধরেন দুর্গেশ। পুলিশের অনুমান, ছত্তিশগড় থেকে ওরা মহারাষ্ট্রের গভীর জঙ্গলে ক্যাম্প করেছিল ওরা। সঙ্গে ছিল আধুনিক অস্ত্র। কিন্তু তার আগেই নিকেশ করল কমান্ডো বাহিনী। তবে দুর্গেশের মৃত্যুর পরে ওই এলাকায় মাওবাদীরা অনেকটাই শক্তি হারাবে বলে মনে করা হচ্ছে। এদিকে ওই এলাকা থেকে এক ৪৭, অত্যাধুনিক বন্দুক, ওয়াকি টকি, ভোল্টমিটার, বিস্ফোরক মিলেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooch Behar | স্কুলছুট ঠেকাতে তিন দশক ধরে সচেষ্ট মিনু

0
বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা: অর্থাভাবে নিজে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। তবে পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুরা যাতে স্কুলছুট না...

Cane Crafts of Cooch Behar | দাম মিলছে পাটির, খুশি বেতশিল্পীরা 

0
গৌরহরি দাস, কোচবিহার: কোচবিহারের বেতশিল্পীদের সুদিন ফিরছে। বেতশিল্পের (Cane Crafts of Cooch Behar) পীঠস্থান হিসাবে পরিচিত কোচবিহার-১ (Cooch Behar) ব্লকের ধলুয়াবাড়িতে গিয়ে এলাকার বেতশিল্পীদের...

Siliguri | অতিযান্ত্রিকতা থেকে কীভাবে মিলবে মুক্তি?, পাঠ দিলেন শিলিগুড়ির তরুণ

0
তমালিকা দে, শিলিগুড়ি: একুশ শতকে প্রযুক্তি ছাড়া জীবন যেন অচল। যতই দিন যাচ্ছে, জীবনধারণের জন্য বাড়ছে প্রযুক্তির উপর নির্ভরশীলতা। সঙ্গে অধিকমাত্রায় বেড়ে গিয়েছে ব্যস্ততা।...

Fire | বিধ্বংসী আগুন বালুরঘাটে, পুড়ে গেল গ্যারেজে থাকা একটি গাড়ি ও বাইক  

0
বালুরঘাটঃ সোমবার সকালে একটি অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি চার চাকার গাড়ি ও একটি বাইক। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকভৃগু শিমুলতলীতে। জানা...

কোথায় পালাবে তুমি, চারিদিকে আজ…

0
কল্যাণময় দাস চারপাশ খুব স্ক্যারি। যাপনে স্ক্যারি, ঘুমনে স্ক্যারি। সবাই সবার দিকে আড়চোখো। পরিস্থিতি এমন যে, বাবা হাতে টাকা দিয়ে বাজার থেকে ঢ্যাঁড়শ আনতে...

Most Popular