Sunday, May 12, 2024
HomeTop NewsRanji trophy | ক্রিকেট মাঠে এ কী কাণ্ড! মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি খেলতে...

Ranji trophy | ক্রিকেট মাঠে এ কী কাণ্ড! মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি খেলতে হাজির বিহারের দুটি দল, তারপর?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি(Ranji trophy) খেলতে হাজির বিহারের(Bihar) দুটি দল। কোন দল খেলবে তা নিয়ে মাঠেই শুরু হয়ে গেল বচসা। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দলের খেলোয়াড়দের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামতে হল পুলিশকে। শুক্রবার পাটনার মইন-উল স্টেডিয়ামে এমনই চাঞ্চল্যকর ঘটনা প্রত্যক্ষ করল দর্শকরা। রঞ্জি ট্রফির ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেছে কিনা তা মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

ক্রিকেট মাঠে এ কী কাণ্ড! শুক্রবার পাটনার মইন-উল স্টেডিয়ামে(Moin-Ul Stadium) খেলা ছিল মুম্বই বনাম বিহারের(Mumbai vs Bihar)। জানা গিয়েছে, মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে মাঠে হাজির হয় বিহারেরই দু’টি দল। বিহার ক্রিকেট সংস্থার(Bihar cricket association) প্রেসিডেন্ট রাকেশ তিওয়ারি রঞ্জির জন্য একটি দল ঘোষণা করেছেন। আর একটি দল ঘোষণা করেন নির্বাসিত সচিব অমিত কুমার। দু’টি দল সম্পূর্ণ আলাদা। কোন দল খেলবে সেই নিয়েই বচসা শুরু হয়। বচসা চরমে পৌঁছালে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের একাংশ। দুই দলের মধ্যে প্রবল মারপিট শুরু হয়। কারও মাথা ফাটে, কারও হাত-পায়ে চোট লাগে। ঝামেলা থামাতে আসরে নামতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয় নির্বাসিত সচিব অমিত কুমারের দলকে। বেলা একটা নাগাদ ঝামেলা মেটানোর পর খেলা শুরু হয়।

এই ঘটনা প্রসঙ্গে বিহার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট রাকেশ তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান, ‘প্রতিভার বিচারে ক্রিকেটার বেছে টিম তৈরি করা হয়েছিল। এটাই সঠিক দল। দলে এমনও খেলোয়াড় আছেন যাঁরা আইপিএলে খেলবেন। দলে আছেন কনিষ্ঠ প্রতিভাবান অলরাউন্ডার বৈভব সূর্যবংশীও। নির্বাসিত সচিব নিজের মতো করে অবৈধভাবে দল তৈরি করেছেন। যে দলের মান্যতা দেয়নি বিহার ক্রিকেট সংস্থা।’ পাল্টা অমিতের দাবি, ‘আমি নির্বাচনে লড়ে সচিব হয়েছি। আমাকে নির্বাসন করা নিয়ম বিরুদ্ধ।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | বন্ধ প্রাথমিক স্কুলে বসছে নেশার আসর, পুলিশকে চিঠি পাঠানোর উদ্যোগ সংসদের

0
সাগর বাগচী, শিলিগুড়ি: সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এখন গরমের ছুটি চলছে। বন্ধ স্কুলগুলি সমাজবিরোধীরা কার্যত নেশার মুক্তাঞ্চলে পরিণত করেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে।...

0
শিলিগুড়ি: ছোট ফাপড়ির সাহু নদীর চর সহ জঙ্গল এলাকা ক্রমেই ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় স্থানীয়রাই একজোট হয়ে জঙ্গল এলাকার সহ নদীর চরে...

HS Result 2024 | বাবা রাজমিস্ত্রি, উচ্চমাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে শিক্ষিকা হতে চায় নন্দিতা

0
তুফানগঞ্জ: ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবরূপ দিতে ভূগোল অনার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে চিলাখানা হাইস্কুলের ছাত্রী নন্দিতা সরকার। এবার উচ্চমাধ্যমিকে তার...
bee problem in dhupguri

গরমে বিগড়েছে মেজাজ, হানাদারি বাড়ছে পরিযায়ী মৌমাছিদের

0
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ‘পরিযায়ী’র দাপটে বিপদ বাড়ছে। তা এড়াতে কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কেউ বা সটান পুকুরে ঝাঁপ। ‘পরিযায়ী’ শব্দটার একটা আলাদা মাহাত্ম্য আছে। বাড়ি...

Heavy Rain | ধেয়ে আসছে ঝড়, দোসর প্রবল বৃষ্টি

0
শিলিগুড়ি: ধেয়ে আসছে কালবৈশাখী। কয়েক ঘণ্টার মধ্যে মূলত গৌরবঙ্গের তিন জেলা মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছু এলাকায় আছড়ে পড়তে চলেছে ঘণ্টায়...

Most Popular