Wednesday, May 15, 2024
HomeTop NewsMurder | বাবাকে মারতে ভাড়াটে খুনি নিয়োগ ছেলের! এরপর যা ঘটল জানলে...

Murder | বাবাকে মারতে ভাড়াটে খুনি নিয়োগ ছেলের! এরপর যা ঘটল জানলে শিউরে উঠবেন

কিশনগঞ্জঃ সুপারি কিলার (hired killers) লাগিয়ে বাবাকে মারার পরিকল্পনা করেছিল ছেলে। কিন্তু বাবার সঙ্গে নিজের ছেলেরও যে মৃত্যু হবে তা ভাবতে পারেননি বিহারের পূর্ণিয়ার (Purnia) বাসিন্দা অশোক মণ্ডল। সোমবার রাতে ভাড়াটে খুনিরা ঘরে ঢুকে গুলি চালিয়ে হত্যা করল ঘুমিয়ে থাকা বৃদ্ধ চতুরি মণ্ডলকে। দুর্ভাগ্যবশত আততায়ীদের (assailants) ছোঁড়া গুলিতে প্রাণ গিয়েছে (shot dead) বৃদ্ধের পাশে শুয়ে থাকা আরও এক কিশোরের। যেই গুনধর ছেলে ভাড়াটে খুনিদের দিয়ে নিজের বাবাকে হত্যা করিয়েছেন, তারই একমাত্র পুত্র এই মৃত কিশোর। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কোঠি থানার ভাতসারা গ্রামপঞ্চায়েতের কলমবাগ গ্রামে। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অশোক মণ্ডল। অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজার দাবি করেছেন পরিবারের অন্যরা।

জানা গিয়েছে, মাত্র ৮ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ বাবা ও বড় ছেলের মধ্যে। বড় ছেলে অশোক মণ্ডল তাঁর বাবাকে জমি লিখে দিতে দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ। এই নিয়ে বিবাদ লেগেই থাকত পিতা-পুত্রের। জমি লিখে না দেওয়ায় সম্প্রতি বাবা চতুরী মণ্ডলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অশোক মণ্ডল।

সোমবার রাতে নাতি মনীষ কুমারকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন চতুরী মণ্ডল। রাতেই একটি বাইকে এসে ৩ দুষ্কৃতী ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে গুলি করে খুব কাছ থেকে হত্যা করে। দুর্ভাগ্যবশত গুলি লাগে পাশে শুয়ে থাকা অশোক মণ্ডলের ছেলে মনীষের গায়েও। সেই গুলিতে প্রাণ যায় তারও। গুলির আওয়াজে ঘুম ভাঙে পরিবারের অন্যদের। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিন আততায়ী। পরিবারের অভিযোগ, এই জোড়া হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড অশোক মণ্ডল। জমি হাতানোর জন্য অশোক মণ্ডলই ভাড়াটে খুনি দিয়ে নিজের বাবাকে হত্যা করিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত অশোকের ছেলে মনীষ ঠাকুরদার সঙ্গে শুয়ে ছিল। আর দুষ্কৃতীদের গুলিতে তারও মৃত্যু হয়েছে।

এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশের পদস্থ কর্তারা এবং বরহরা থানার আইসি বিকাশ কুমার আজাদ। এই জোড়া হত্যা প্রসঙ্গে পুলিশ সুপার আমির জাভেদ জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এইদিনই পূর্ণিয়া থেকে ঘটনাস্থলে পৌঁছেছে একটি ফরেন্সিক দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে জোরকদমে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের, ঝুলন্ত দেহ উদ্ধার হল গোডাউন থেকে

0
শিলিগুড়িঃ তৃণমূল নেতার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল চম্পাসারি এলাকায়। এদিন সকালে এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহটি। মৃত...

Balurghat | অর্ধেক জীবন পার সংশোধনাগারে, মুক্তি পেয়ে নতুন জীবন শুরু গুরুপদর

0
বালুরঘাট: জীবনের অর্ধেকটা সময় কেটে গিয়েছে সংশোধনাগারের ভেতরে। ২৮ বছর পর মুক্তি পেয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু খুনের সাজা প্রাপ্ত আসামির। যদিও কীভাবে তিনি...

NBSTC | ৪ জুন সরকার বদলালেই এনজেপি স্টেশনে ঢুকবে এনবিএসটিসির বাস, আশাবাদী গৌতম

0
শিলিগুড়ি: ৪ জুনের পর কেন্দ্রে সরকার বদলে যাবে, তখনই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে এনবিএসটিসির বাস ঢোকা সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করলেন...

Snakes fight | কিংকোবরার ছোবলে কুপোকাত অজগর, দুই সাপের লড়াইয়ের সাক্ষী থাকল দক্ষিণ ধুপঝোরা...

0
চালসাঃ কিংকোবরার সঙ্গে অজগরের লড়াই। লড়াইয়ে শেষমেশ কিংকোবরার কাছে পরাস্ত হল অজগর। বুধবার এমনই ঘটনার সাক্ষী থাকল মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার বাসিন্দারা। এই...

ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুবার্ষিকী পালন, নেওয়া হল গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ

0
রায়গঞ্জ: ২০১৮ সালের ১৫ মে পঞ্চায়েত ভোটের দিন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়ের রক্তাক্ত দেহের স্মৃতি আজও তাড়া করে ভোটকর্মীদের। তাঁর হত্যার বিচারের দাবিতে...

Most Popular