Sunday, May 19, 2024
HomeExclusiveDarjeeling snowfall | ফের শৈলরানিতে তুষারপাতের সম্ভাবনা! কবে থেকে জানাল আবহাওয়া দপ্তর

Darjeeling snowfall | ফের শৈলরানিতে তুষারপাতের সম্ভাবনা! কবে থেকে জানাল আবহাওয়া দপ্তর

সানি সরকার, শিলিগুড়ি: বৃষ্টিহীন উত্তর। হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতে ভিজছে সিকিমের উত্তর প্রান্ত।কিন্তু ‘পোড়াকপাল’ দার্জিলিং পাহাড়ের। দেখা নেই তুষারপাতের, গায়েব বৃষ্টিও। এমনকি সমতল যখন কুয়াশার চাদরে মোড়া, তখন রোদ ঝলমলে শৈলরানি। প্রাণবন্ত এমন আবহাওয়ায় ‘ঘুমন্ত বুদ্ধ’ কাঞ্চনজঙ্ঘাকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা, কিন্তু আক্ষেপ দূর হচ্ছে না তুষারপাতের জন্য।কপাল ভালো হলে আগামী বুধবার এই আক্ষেপ দূর হতে পারে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আবহাওয়ার পূর্বাভাস, নতুন সপ্তাহেই ভোল বদল ঘটবে পাহাড়ে। দার্জিলিং হবে আরও শীতল। দুয়ারে যখন পৌষ সংক্রান্তি, তখন সমতলেও অব্যাহত দমকা হাওয়া।

আবহাওয়ার গতিপ্রকৃতিতে স্পষ্ট, পশ্চিমী হাওয়া এবং কুয়াশা বিদায় নিতে পারে দু’দিনের মধ্যে। কিন্তু শীতের দাপট কমবে না এখনই। বরং কুয়াশা কেটে যাওয়ার পর ভূমধ্যসাগর থেকে আসা উত্তুরে হাওয়া শীতের খেলা জমিয়ে দেবে আরও। দিনের তাপমাত্রা তো বটেই, রাতের তাপমাত্রাও কমবে হুহু করে। আগামী তিনদিন উত্তরবঙ্গের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পাবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামী সোমবার পৌষ সংক্রান্তি। সেদিন কেমন থাকতে পারে আবহাওয়া? আবহবিদরা বলছেন, ‘একেবারে হিমশীতল’।

সাধারণত কুয়াশার জন্য সূর্যতাপ বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। ফলে দিনের তাপমাত্রারও বৃদ্ধি ঘটে না। কিন্তু উত্তুরে হাওয়ার দাপট থাকায় গত ২৪ ঘণ্টায় মালদা বাদে দিনের তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেন্টিগ্রেড পতন ঘটেছে উত্তরের সর্বত্র। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, মঙ্গলবার মালদার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। বুধবার যা বেড়ে দাঁড়ায় ২৩.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। পাশের শহর বালুরঘাটে অবশ্য ২.২ ডিগ্রি সেন্টিগ্রেড কমে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ২০.০ ডিগ্রিতে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে জলপাইগুড়ি- তাপমাত্রা পতনের ছবিটা সর্বত্র প্রায় একই। ফলে বিপর্যস্ত জনজীবন।

এরইমধ্যে রাতের তাপমাত্রার পতন যদি ঘটে, তবে শীত আরও জমাট বাঁধবে বলে মনে করছেন আবহবিদরা। বছরের শুরুর দিন থেকে শুরু হওয়া শীত এখনই যে পাততাড়ি গোটাবে না, তা আবহাওয়ার মতিগতিতেই স্পষ্ট। কেননা, দুয়ারে অপেক্ষা করছে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা।

আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘শীতের স্থায়িত্ব আরও কিছুদিন থাকবে। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

নতুন মডেল

0
  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন। অর্থাৎ ভুয়ো ভোটার কিংবা ভুয়ো এজেন্ট ধরেছেন। কাউকে ঘাড় ধাক্কা...

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

0
  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতা। কোনও সন্দেহ নেই, এঁদের দুজনকে ভর করেই দলের হাইকমান্ড...

সবার দায় আর নেওয়া নয়

0
  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে, তা এতদিনে অনেকটাই পরিষ্কার। আর এবার বোধ হয় মুখ্যমন্ত্রী মমতা...

Terror Attack | ফের রক্তাক্ত ভূস্বর্গ! জোড়া জঙ্গি হামলায় মৃত ১, আহত পর্যটক দম্পতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেই ফের রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার কাশ্মীরে (Kashmir) জোড়া হামলা চালায় জঙ্গিরা (Terror attack)। গুলিতে মৃত্যু হয়েছে এক প্রাক্তন প্রধানের।...

Madarihat | মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক মাকনা হাতির

0
রাঙ্গালিবাজনা: একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের (Madarihat) খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের ইসলামাবাদ মৌজায়। রবিবার সকালে হাতিটির দেহ পড়ে...

Most Popular