Saturday, June 1, 2024
HomeTop NewsCarles Cuadrat | রক্ষণই চিন্তার কারণ! ডার্বির আগে কী ভাবছেন লাল-হলুদ কোচ?

Carles Cuadrat | রক্ষণই চিন্তার কারণ! ডার্বির আগে কী ভাবছেন লাল-হলুদ কোচ?

Carles Cuadrat | প্রথম ম্যাচে জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। জয় পেলেও দুই গোল হজম করতে হয়েছে লাল-হলুদ রক্ষণভাগকে।

কলকাতা: প্রথম ম্যাচে জয় দিয়েই সুপার কাপ (Super Cup) অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। জয় পেলেও দুই গোল হজম করতে হয়েছে লাল-হলুদ (East Bengal) রক্ষণভাগকে। বিশেষ করে মহম্মদ রাকিপ প্রথম ম্যাচে আশানুরূপ পারফরমেন্স তুলে ধরতে পারেননি। ছন্দে ছিলেন না হিজাজি মাহেরও। তার ওপর এদিন অনুশীলন করেননি সাইডব্যাক মন্দার রাও দেশাই। তাই রক্ষণভাগই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লাল-হলুদ কোচ কার্লোস কোয়াদ্রাতের। গুরসিমরত সিং গিলের পারফরমেন্সও তথৈবচ। তাই হিজাজির পাশাপাশি পার্দোকেই খেলাতে পারে লাল-হলুদ থিংক ট্যাংক।

এই ম্যাচটিকে ডার্বির ড্রেস রিহার্সাল হিসেবেই দেখছে ইস্টবেঙ্গল। ১৯ তারিখ মহারণের আগে শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে নিজেদেরকে শেষবারের মতো ঝালিয়ে নিতে চায় তারা। গত ম্যাচের প্রথম একাদশে পরিবর্তন আনতেই পারেন কোয়াদ্রাত (Carles Cuadrat)। শ্রীনিধি আই লিগের দল হলেও তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি। কোয়াদ্রাত বলেছেন, ‘আমরা একটি ভালো দলের বিরুদ্ধে খেলতে নামছি। শ্রীনিধি আই লিগের সেরা দলগুলির মধ্যে একটি। গত ম্যাচে ওরা মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে দারুণ ফুটবল খেলেছে। আমরা অবশ্য টানা দ্বিতীয় ম্যাচ জেতার চেষ্টা করব।’

তবে জেতা যে কঠিন তা ভালো করেই জানেন কোয়াদ্রাত। গত ম্যাচে চার বিদেশি নিয়ে শুরু করেছিলেন। শ্রীনিধির বিরুদ্ধে সব বিদেশিকে মাঠে নামিয়ে দিতেই পারেন তিনি। যদিও সিভেরিওর পারফরমেন্স একদমই খারাপ। শ্রীনিধির বিরুদ্ধে নিজেদের রক্ষণ সামলেই আক্রমণে ওঠার পরিকল্পনা কোয়াদ্রাতের। মাঝমাঠে সৌভিক চক্রবর্তীর পাশে সাউল ক্রেসপোকে শুরু থেকে খেলাতেই পারেন তিনি। দুই উইংয়ে নন্দকুমার শেখর ও পিভি বিষ্ণু একপ্রকার নিশ্চিত। আপফ্রন্টে ক্লেইটন সিলভা বড় ভরসা। তবে আশার কথা গোলের খরা কেটেছে ইস্টবেঙ্গলের। গত ম্যাচে জোড়া গোল করে নায়ক হয়েছিলেন ক্লেইটন। কিন্তু ক্লেইটন তো রোজ গোল করে দলকে জেতাবেন না। তাই বিষ্ণু, নন্দদেরও গোল করার জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে। ইস্টবেঙ্গল কোচ কোয়াদ্রাত অবশ্য শ্রীনিধির বিরুদ্ধে তরুণ ফুটবলারদের দেখে নিতে পারেন। গত ম্যাচে বিষ্ণু প্রথম একাদশে ছিলেন। এছাড়া পরিবর্ত হিসেবে আমন সিকেকে নিয়ে এসেছিলেন তিনি। এই ম্যাচেও বিষ্ণু, আমনদের পাশাপাশি সায়ন বন্দ্যোপাধ্যায়, অজয় ছেত্রীদের সুযোগ দিতে পারেন। শ্রীনিধির বিরুদ্ধে বড় কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইবেন না ক্লেইটনদের হেডস্যর। এমনিতেই প্রতিযোগিতার নিয়মানুযায়ী গ্রুপ চ্যাম্পিয়নরাই নক আউটে উঠবেন। সেক্ষেত্রে রবিবার মোহনবাগান (Mohon Bagan) ও ইস্টবেঙ্গল দুই দলই জয় পেলে ১৯ তারিখের ম্যাচটি একপ্রকার কোয়ার্টার ফাইনালে পরিণত হবে। তাই ডার্বির আগে শ্রীনিধিকে হারিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় ইস্টবেঙ্গল।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Balurghat | জামিনে পেয়েই শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সনকে প্রাণনাশের হুমকি! ফের গ্রেপ্তার পকসো মামলায়...

0
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ‘হ্যালো, থানা থেকে বলছি।’ ফোনে এ’কথা কোনও পুলিশ আধিকারিকের নয়, জামিনে মুক্ত এক অভিযুক্তের। পকসো(POCSO) মামলায় অভিযুক্ত সেই যুবকের অত্যাচারে নাজেহাল...

Atrocities against woman | ডান্স বারে কাজের টোপ, ফ্ল্যাটে রেখে সহবাস, দালালের খপ্পরে পড়ে...

0
শিলিগুড়ি: দালালের মাধ্যমে ডান্স বারে কাজ করতে এসে বিপাকে মুম্বইয়ের এক মহিলা। শিলিগুড়ির একাধিক সিংগিং বারে মহিলাকে হেনস্তার শিকার (Atrocities against woman) হতে হয়েছে।...
water-bodies-in-rail-land-is-filled-openly-in-raiganj

Raiganj | প্রকাশ্যে ভরাট রেলের জলাজমি, প্রতিবাদের ঝড় রায়গঞ্জে

0
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: বিল বা পুকুর নয়, প্রকাশ্যে রেলের জলাজমি(Water Bodies) ভরাট করে বিক্রি করা হয়েছে। রায়গঞ্জ(Raiganj) শহর ঘেঁষা সুভাষগঞ্জ এলাকায় এই ঘটনার প্রতিবাদে...
Beating in the name of Jharfunk bride died

Harirampur | ঝাড়ফুঁকের নামে মারধর, প্রাণ গেল অষ্টাদশী নববধূর

0
সৌরভ রায়, হরিরামপুর: ডাইনি সন্দেহে ঝাড়ফুঁকের মাধ্যমে মারধর। ওঝার কেরামতিতে প্রাণ গেল অষ্টাদশী নববধূর(Bride)। জানা গিয়েছে, মৃত বধূর নাম বাসন্তী হেমব্রম। ছয় মাস আগে...
young woman died after falling from a moving train

Migrant worker death | মেয়ের বিয়ের আগে বাড়িতে ফিরল বাবার কফিনবন্দি দেহ! শোকে পাথর...

0
রতুয়া: সামনেই মেয়ের বিয়ে। তার আগে কফিনবন্দী হয়ে বাড়িতে ফিরল বাবার দেহ (Migrant worker death)। মৃতের নাম উত্তম রবিদাস। রতুয়া-২ ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের...

Most Popular