Sunday, May 5, 2024
HomeMust-Read NewsHarshvardhan Shringla | বাংলায় কথা বলতে পারেননি, ভূমিপুত্র দাবি করতেই চায়ে পে...

Harshvardhan Shringla | বাংলায় কথা বলতে পারেননি, ভূমিপুত্র দাবি করতেই চায়ে পে চর্চায় প্রশ্নের মুখে শ্রিংলা    

শিলিগুড়িঃ ‘চায়ে পে চর্চায়’ গিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়লেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের (Darjeeling Loksabha) সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিদেশ সচিব (former foreign secretary of India) হর্ষবর্ধন শ্রিংলা (Harshvardhan Shringla)। গত কয়েকদিন ধরেই তিনি শিলিগুড়িতে জনসংযোগ কর্মসূচিতে দেখা যাচ্ছে শ্রিংলাকে। সোমবার সকালে তিনি গিয়েছিলেন শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে। এদিন সকালে তিনি ওয়ার্ডের সূর্যনগর ময়দানে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রিংলা নিজেকে ভূমিপুত্র দাবি করতেই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়েন।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ইতিমধ্যেই তিনি শিলিগুড়িতে শুরু করে দিয়েছেন জনসংযোগ কর্মসূচি। সোমবার সকালে চায়ে পে চর্চায় পৌঁছে যান শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর ময়দানে। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রিংলা। তাঁকে স্থানীয়দের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। পরে তিনি এলাকার এক চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সেই  সময়ই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয় দার্জিলিং কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীকে। এদিন শ্রিংলা স্থানীয়দের সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন। এরপরই নিজেকে ‘ভূমিপুত্র’ দাবি করতেই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয়। স্থানীয়রা তাঁকে প্রশ্ন করেন, ভূমিপুত্র হলে কেন তিনি বাংলায় কথা  বলতে পারছেন না? এই প্রশ্নে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে যান তিনি। এই প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তাঁর বাড়ি প্রধাননগর এলাকায়। ১৯৬২ সালের পর কর্মসূত্রে বাইরে চলে যেতে হয়েছে। বহু বছর কর্মসূত্রে তাঁকে কাটাতে হয়ে দেশ-বিদেশে। এতবছর বাইরে থাকার কারণে বাংলা খানিকটা ভুলে গিয়েছেন। তবে শিলিগুড়িতে কিছুদিন থাকলেই বাংলায় কথা বলা রপ্ত করে ফেলবেন।

স্থানীয়রা তাঁকে প্রশ্ন করেন, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী কি তিনিই? এই প্রশ্নে তিনি বলেন, শিলিগুড়িতে এসেছেন সমাজসেবা করতে। ‘দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি’ নামে তাঁর একটি সংস্থা আছে, সেই সংস্থার হয়ে সমাজসেবা করতে চান। তবে তাঁকেই প্রার্থী করা হবে কিনা এই বিষয়টা তাঁর অজানা। তিনি মনে করেন দার্জিলিং জেলায় আরও উন্নয়ন হওয়া উচিত ছিল। সব মিলিয়ে এদিনের শ্রিংলার চায়ে পে চর্চায় টানা চল্লিশ মিনিট কাটল ভালো-মন্দে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Real Madrid | ৪ ম্যাচ বাকি থাকতেই লা লিগায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

0
মাদ্রিদ: ৪ ম্যাচ বাকি থাকতেই লা লিগায় চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। জিরোনার কাছে বার্সেলোনা হেরে গিয়েছে। অন্যদিকে, শনিবার রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে কাডিজকে হারিয়ে...

Indian Railway | হর্ন বাজিয়ে ঘুমন্ত স্টেশন মাস্টারকে জাগালেন চালক, আধঘণ্টা পর সিগন্যাল পেল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডিউটিতে থাকাকালীন ঘুমিয়ে পড়েছিলেন স্টেশন মাস্টার। সেই কারণে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়ল ট্রেন। এদিকে সিগন্যাল না পেয়ে ট্রেন ছাড়তেও...

Brazil Floods | বন্যায় বিপর্যস্ত ব্রাজিল, মৃত বহু, ঘরছাড়া ৭০ হাজার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রাজিল (Brazil Floods)। ঘরছাড়া প্রায় ৭০ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ জন। আহত ৭৪। খোঁজ নেই...
women gave birth to 5 babies

Kishanganj | কোল আলো করে এল ৫ সন্তান, স্বাভাবিক প্রসব করলেন মহিলা

0
কিশনগঞ্জ: একসঙ্গে পাঁচ কন্যা সন্তানের জন্ম দিলেন এক মহিলা। রবিবার পুঠিয়ার এক বেসরকারি হাসপাতালে সন্তানদের জন্ম দেন তাহের বেগম নামে ওই প্রসূতি। এদিন ভোরে...

ICSE-ISC 2024 Result | সোমবার আইসিএসই এবং আইএসসি-র ফলপ্রকাশ, কীভাবে দেখা যাবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল, সোমবার আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) পরীক্ষার ফলপ্রকাশ (ICSE-ISC 2024 Result)। রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) তরফে...

Most Popular