Wednesday, May 8, 2024
HomeExclusiveIslampur | ভগ্নপ্রায় মাছ বাজার, দুর্ঘটনার আশঙ্কা

Islampur | ভগ্নপ্রায় মাছ বাজার, দুর্ঘটনার আশঙ্কা

শুভজিৎ চৌধুরী, ইসলামপুর: ইসলামপুরে (Islampur) পুরোনো মাছ বাজারের ভগ্নপ্রায় দশায় মাছ বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন। নতুন মাছ বাজার তৈরি হলেও সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীরা (Traders) সেখানে যেতে পারছেন না। পুরসভা সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে।

মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের পুরোনো মাছ বাজারে (Fish market) ১০০–রও বেশি ব্যবসায়ী রয়েছেন। কিন্তু নতুন মাছ বাজারে মাত্র ৩০ থেকে ৪০ জন ব্যবসায়ীর বসার জায়গা রয়েছে। এছাড়া সেখানে একজন ব্যবসায়ীর জন্য যতটুকু জায়গা রাখা হয়েছে তাও পর্যাপ্ত নয়। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে মাছ ব্যবসায়ীদের পুরোনো মাছ বাজারেই ব্যবসা করতে হচ্ছে। ইয়ালামপুর মাছ বাজারে মাছ বিক্রেতাদের পাশাপাশি সেখানে মাংস ব্যবসায়ীদের দোকানও রয়েছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, ৪২ বছরেরও আগে এই মাছ বাজার তৈরি হয়েছিল। প্রায় ২০ বছর ধরে মাছ বাজারের ইমারতের অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। এত বছরে দুই থেকে তিনবার ছাদের টিন পালটানো হয়েছিল। কিন্তু সিমেন্টের পিলার মেরামত করা হয়নি। মাঝেমধ্যেই সেখান থেকে সিমেন্টের প্রলেপ খসে পড়ে। যে কোনও মুহূর্তে বড়সড়ো দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

মহম্মদ নৌশাদ নামে একজন মাংস বিক্রেতা বলেন, ‘বাধ্য হয়েই এই পরিস্থিতিতে দোকান করতে হচ্ছে। বর্ষার সময় ত্রিপল ছাড়া ব্যবসা করা যায় না।’ মহম্মদ সাজির নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘২০ বছরেও বেশি সময় ধরে মাছ বাজারের অবস্থা বেহাল হয়ে রয়েছে। কয়েকবার টিন পালটানো ছাড়া আর কোনও কাজই হয়নি। নতুন মাছ বাজারে দোকান নিতে হলে টাকা দিতে হবে। কিন্তু সেখানেও পর্যাপ্ত জায়গা নেই। তাই আমাদের দাবি, যেভাবেই হোক এই মাছ বাজারটিকেই মেরামত করা হোক।’ পিন্টু দেব নামে এক মাছ ব্যবসায়ী বলেন, ‘মাছ বাজারের এমন ভগ্নপ্রায় অবস্থায় ব্যবসা করতে খুব ভয় লাগে।’ ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘বিষয়টি দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Humayun kabir | ইউসুফের হয়ে প্রচার ‘স্পেশাল ২০’র, হুমায়ুনের কবীরের বাহিনী কীভাবে কাজ করছে?

0
মুর্শিদাবাদ: অধীরের চালে তাঁকেই মাত দিতে আসরে নামল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (MLA Humayun kabir)  ‘স্পেশাল ২০’। গত কয়েকদিন ধরে বহরমপুর লোকসভার কেন্দ্রের প্রতিটি...

Journalist death | হাতির ছবি তুলতে গিয়ে বেঘোরে প্রাণ গেল সাংবাদিকের, পায়ের তলায় পিষে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জঙ্গলে খবর করতে যাওয়াই কাল হল! খবর করতে গিয়ে নিজেই উঠে এলেন খবরের শিরোনামে। বুনো হাতির সামনে পড়ে বেঘোরে প্রাণ...
trying ti kill a woman arrest 1

Eve teasing | মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাকে ধারালো অস্ত্রের কোপ! গ্রেপ্তার ১

0
রায়গঞ্জ: ইভটিজিংয়ের(Eve teasing) প্রতিবাদ করায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ(Raiganj) থানার রামপুর...

Alipurduar | রবির চিঠি সম্বল, জন্মদিন হয় না বক্সাদুর্গে

0
ভাস্কর শর্মা, বক্সাদুয়ার: ইংরেজদের কঠিন-কঠোর অনুশাসন, নিয়মিত তীক্ষ্ম নজরদারি। তা সত্ত্বেও রবীন্দ্র জয়ন্তী পালনের দুঃসাহস দেখিয়েছিলেন রাজবন্দিরা। তাও আবার দুর্গম বক্সা বন্দিশিবিরে। কথাগুলি বলছিলেন...

HS Result 2024 | নেপালি ভাষায় উচ্চমাধ্যমিকে প্রথম পাহাড়ের ৩ পড়ুয়া

0
কালিম্পং: নেপালি ভাষায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করল ৩ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৬১। এদের নাম বিশান্ত বাসনেত ও রোজি খাতুন ও মমতা...

Most Popular