Wednesday, May 29, 2024
HomeBreaking NewsMamata Banerjee | চলতি মাসেই কোচবিহারে আসছেন মমতা, শুরু প্রস্তুতি

Mamata Banerjee | চলতি মাসেই কোচবিহারে আসছেন মমতা, শুরু প্রস্তুতি

গৌরহরি দাস ও চাঁদকুমার বড়াল, কোচবিহার: চলতি মাসেই কোচবিহারে (Coochbehar) আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৯ জানুয়ারি রাসমেলার মাঠে সরকারি অনুষ্ঠানে থাকার কথা রয়েছে তাঁর। প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রীর কর্মসূচির কথা স্বীকার করা না হলেও তৃণমূল নেতারাই জানিয়েছেন মমতার সফরের কথা। তবে, মুখ্যমন্ত্রী আসছেন ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে কোচবিহারের জেলা শাসক অরবিন্দকুমার মিনা প্রশাসনিক দল নিয়ে রাসমেলার মাঠ পরিদর্শন করেন।

সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে তৃণমূলের কোচবিহারের মুখপাত্র পার্থপ্রতিম রায় লিখেছেন, ‘আগামী ২৯ জানুয়ারি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জেলাবাসী স্বাগত জানাতে প্রস্তুত আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে।’

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেলা শাসক অরবিন্দকুমার মিনা বলেছেন, ‘আমাদের কাছে এখনও কোনও অফিশিয়াল খবর নেই।’ জেলা শাসক পরিষ্কর করে কিছু না বললেও বর্তমানে কলকাতায় থাকা কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ২৯-এই কোচবিহারে আসছেন।

বিশেষ সূত্রে খবর, ওইদিন সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ৪৩টি নতুন ডিজেল বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কোচবিহারকে অফিশিয়ালি হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করার কথাও শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। ফলে কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। দলের জেলার নেতাদের নিয়ে তাঁর আলাদা বৈঠক করার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৈঠক হলে আসন্ন লোকসভা নির্বাচনে জেলায় দলের প্রার্থী নিয়ে প্রাথমিক আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে দলীয় সূত্রে খবর।

লোকসভা ভোট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। এমন আবহে মুখ্যমন্ত্রীর কোচবিহার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাস দেড়েক আগেই পাহাড়, ডুয়ার্সে এসেছিলেন মুখ্যমন্ত্রী। পাশের জেলা আলিপুরদুয়ারে এলেও ব্রাত্য রয়ে গিয়েছিল কোচবিহার। এতে কোচবিহারের তৃণমূল নেতা-কর্মীরা কিছুটা হলেও হতাশ ছিলেন। যদিও এরপর কোচবিহারে আসবেন বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এবার সেই কথা রাখছেন।

কোচবিহার লোকসভা আসনটি এমনিতেই পদ্ম শিবিরের দখলে রয়েছে। শুধু দখলে থাকাই নয়, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও বটে। রাম মন্দির নিয়ে গোটা দেশের পাশাপাশি কোচবিহারেও বিজেপির যে উন্মাদনা লক্ষ করা গিয়েছে, তাতে কিছুটা হলেও চিন্তায় পড়েছেন জেলার তৃণমূল নেতারা। এই অবস্থায় মমতা কোচবিহারে আসছেন এই খবর জানাজানি হতেই তৃণমূল নেতা-কর্মীরা যেন বাড়তি অক্সিজেন পেয়েছেন।

২৭ ও ২৮ জানুয়ারি রাসমেলা মাঠে প্রশাসনের উদ্যোগে শ্রমিকমেলা হওয়ার কথা ছিল। যদিও বিশেষ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আসবেন বলে শ্রমিকমেলার অনুষ্ঠান রাসমেলার মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি কোচবিহার শহরে সেই শ্রমিকমেলা হবে। তবে শহরের কোথায় এই শ্রমিকমেলা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bangladesh MP murder | সেপটিক ট্যাংক থেকে উদ্ধার পিস পিস করে কাটা বাংলাদেশের সাংসদের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কুচি কুচি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে। চিকিৎসা করাতে তিনি কলকাতায় এসেছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে...

ED Raid | ব্যাংক জালিয়াতি কাণ্ডে ইডির হানা বরাহনগরে, রাজনৈতিক যোগ খুঁজছে তৃণমূল-বিজেপি    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা নির্বাচন। আর নির্বাচনের আগেই ফের বাংলায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিকেলে...

T-20 World Cup 2024 | বিশ্বকাপ শুরুর আগেই বিপত্তি, টর্নেডোয় লন্ডভন্ড ডালাসের স্টেডিয়াম, ভেঙে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (T-20 World Cup 2024) খারাপ আবহাওয়া ও ঝড়ের কারণে বাতিল করা হল বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তুতি ম্যাচ। এদিন...

PM Narendra Modi Road Show in Kolkata | শেষ দফা নির্বাচনের আগে প্রচারে ঝড়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন রাজ্যের ৯টি আসনে শেষ দফার নির্বাচন (Lok Sabha Election 2024)৷ তার আগে দিনভর রাজ্যে প্রচারে ঝড় তুললেন...

Hindu-Muslim harmony | সম্প্রীতির নিদর্শন পতিরামের বুড়ি কালীপুজো, হিন্দুদের পাশাপাশি শামিল হন মুসলিমরাও   

0
পতিরামঃ প্রায় শতবর্ষ প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে পতিরামে মেতে ওঠেন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে গ্রামে তিনদিন ধরে মেলার আয়োজন হয় গ্রামে।...

Most Popular