Sunday, May 12, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরMurder | তৃণমূল নেতা খুনের কিনারা করল পুলিশ, ছয় মাস পর গ্রেপ্তার...

Murder | তৃণমূল নেতা খুনের কিনারা করল পুলিশ, ছয় মাস পর গ্রেপ্তার মাস্টারমাইন্ড

হেমতাবাদঃ তৃণমূল নেতাকে খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল হেমতাবাদ (Hemtabad police) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দশরথ সরকার(৫৫), বাড়ি হেমতাবাদ থানার গিয়াশীল গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ (Raiganj) সিজেএম কোর্টের (CJM Court) সরকারি আইনজীবী দীপেশ ঘোষ বলেন, ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এদিন বিকেলে বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন খুন হন তৃণমূল নেতা নারায়ণ সরকার। সেদিনই দুপুর দুটো নাগাদ বাড়ির অদূরে ভজোডাঙ্গী এলাকায় মৃত অবস্থায় নারায়ন বাবুকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নারায়ন সরকারের ছেলে বিপ্লব সরকার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হেমতাবাদ থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই খুনের ঘটনায় দশরথ সরকার প্রত্যক্ষভাবে জড়িত। মৃত তৃণমূল নেতা নারায়ন সরকারের কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে নিয়েছিল দশরথ। দিনের পর দিন কেটে গেলেও ওই তৃণমূল নেতার ছেলে বিপ্লব সরকারের চাকরি না হওয়ায় নারায়ন বাবুর সঙ্গে ধৃত দশরথ সরকারের বচসা  হয়। এরপর পঞ্চায়েত ভোটের দিন বুথ সংলগ্ন এলাকা থেকে অপহরণ করে খুন করে। এই ঘটনায় দীর্ঘদিন ফেরার ছিলেন দশরথ সরকার।

এদিন সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযুক্ত দশরথ সরকারকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে। পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার বলেন,“খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে পেশ করা হয়েছে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
PoK | ফের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ, মৃত অন্তত ৩ উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিক্ষোভে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। জনঅসন্তোষ...

Siliguri | বন্ধ প্রাথমিক স্কুলে বসছে নেশার আসর, পুলিশকে চিঠি পাঠানোর উদ্যোগ সংসদের

0
সাগর বাগচী, শিলিগুড়ি: সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এখন গরমের ছুটি চলছে। বন্ধ স্কুলগুলি সমাজবিরোধীরা কার্যত নেশার মুক্তাঞ্চলে পরিণত করেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে।...
banks of the Sahu river filled with garbage

আবর্জনায় ভর্তি সাহু নদীর চর, সাফাইয়ের উদ্যোগ এলাকাবাসীর

0
শিলিগুড়ি: ছোট ফাপড়ির সাহু নদীর চর সহ জঙ্গল এলাকা ক্রমেই ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারাই একজোট হয়ে জঙ্গল এলাকার সহ নদীর...

HS Result 2024 | বাবা রাজমিস্ত্রি, উচ্চমাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে শিক্ষিকা হতে চায় নন্দিতা

0
তুফানগঞ্জ: ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবরূপ দিতে ভূগোল অনার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে চিলাখানা হাইস্কুলের ছাত্রী নন্দিতা সরকার। এবার উচ্চমাধ্যমিকে তার...
bee problem in dhupguri

গরমে বিগড়েছে মেজাজ, হানাদারি বাড়ছে পরিযায়ী মৌমাছিদের

0
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ‘পরিযায়ী’র দাপটে বিপদ বাড়ছে। তা এড়াতে কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কেউ বা সটান পুকুরে ঝাঁপ। ‘পরিযায়ী’ শব্দটার একটা আলাদা মাহাত্ম্য আছে। বাড়ি...

Most Popular