Monday, May 20, 2024
HomeMust-Read NewsRepublic day | উত্তরবঙ্গজুড়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন

Republic day | উত্তরবঙ্গজুড়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস (Republic day)। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের (Dakshin dinajpur) বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য পুলিশ, সিভিল ডিফেন্স সহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি রাজ্য সরকারের নানা প্রকল্প প্রদর্শন করা হয়। সিভিল ডিফেন্সের তরফে বিশেষ মহড়ার আয়োজন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন নৃত্য দল প্রতিযোগিতায় অংশ নেয়। বালুরঘাট স্টেডিয়ামে এদিন হর্স ফায়ার করে জেলা পুলিশ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত সহ জেলাজুড়ে এদিন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কড়া নজরদারি চালাছে বিএসএফ ও পুলিশ।

অন্যদিকে, এদিন মাথাভাঙ্গায়ও (Mathabhanga) যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সকালে মাথাভাঙ্গা এটিম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক নভনীত মিত্তাল। এরপর আরক্ষা বাহিনী, এনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজ হয়। বিভিন্ন সংস্থার তরফে বর্ণাঢ্য ট্যাবলো গোটা মাঠ পরিক্রমা করে। মহকুমা প্রশাসনের তরফে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল এবং সংশোধনাগারে ফল ফল বিতরণ করা হয়। দুপুরে মাথাভাঙ্গা মহকুমা প্রশাসন একাদশ এবং মাথাভাঙ্গা পুলিশ একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিন কোচবিহার (Cooch behar) জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত বিএসএফের তরফে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশের কর্তাদের হাতে। চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফের ৯৮ নম্বর ব্যাটালিয়নের সিও দীপক কুমাওত বিজিবির বুড়িমারি সীমান্ত চৌকির সুবেদার মহম্মদ হাফিজুর রহমানের হাতে এই মিষ্টির প্যাকেট তুলে দেন। সীমান্তের দুই পাড়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। বিএসএফের তরফে অবশ্য জানানো হয়েছে, বিশেষ দিন গুলিতে দুই দেশের তরফেই উভয়কে মিষ্টিমুখ করানো হয়ে থাকে।

এদিন নাগরাকাটার (Nagrakata) জওহর নবোদয় বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। শিক্ষা মন্ত্রক পরিচালিত জলপাইগুড়ি জেলার একমাত্র জওহর নবোদয় বিদ্যালয়ে এদিন দিনটিকে উদযাপন করা হয়। এদিন স্কুলের সবকটি শ্রেণিকে নিয়ে গঠিত ৮টি হাউসের কুচকাওয়াজ ছিল অনুষ্ঠানের বাড়তি পাওনা। এছাড়া বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।

পাশাপাশি এদিন কিশনগঞ্জে (Kishanganj) খাগড়ার আশফাক উল্লাহ স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। প্রথমে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ও জেলার উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ জামা খান পতাকা উত্তোলন করেন। এছাড়াও এম জি এম মেডিকেল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবে এই দিনটি পালন করা হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Adhir Ranjan Chowdhury | কার্তিক মহারাজকে নিয়ে অধীরের মন্তব্যে মমতারই সুর! কী বললেন কংগ্রেস...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঝড় উঠেছে গোটা রাজ্যে। এবার একই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরের...
Attack on Ramakrishna Mission in Siliguri, Modi Condemn in sabha

Narendra Modi | শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলা, জনসভা থেকে তীব্র নিন্দা মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরাসরি বিজেপির হয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...

Ebrahim Raisi | রাইসির মৃত্যুতে উৎসব পালনে ইরানিরা! পুড়ল আতশবাজি, ছড়াল মিম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার পাহাড়ে ধাক্কা লেগে চপার ভেঙে মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi)। তবে চপার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই...

Siliguri | খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু ব্যক্তির, অসুস্থ পরিবারের ৪

0
শিলিগুড়ি: খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হল ৫১ বছরের এক ব্যক্তির। অসুস্থ পরিবারের আরও চার সদস্য। ঘটনায় শোরগোল পড়েছে শিলিগুড়ির (Siliguri) ৩৪ নম্বর...

Chhattisgarh | ছত্তিশগড়ে পিকআপ ভ্যান উল্টে মৃত ১৫, আহত ৮

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল ১৫ জনের। সোমবার ছত্তিশগড়ের কাদিরধাম জেলায় বাহপানি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি সর্বভারতীয় সংবাদ...

Most Popular