Saturday, May 18, 2024
HomeExclusiveMadhyamik Exam 2024 | মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে চলবে ১৫টি অতিরিক্ত বাস

Madhyamik Exam 2024 | মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে চলবে ১৫টি অতিরিক্ত বাস

সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবছর জঙ্গল ও চা বাগান লাগোয়া এলাকায় পরীক্ষার দিনগুলিতে গণপরিবহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে চা বাগান ও জঙ্গল ঘেরা প্রত্যন্ত এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫টি বাস চালানোর ব্যবস্থা করছে শিলিগুড়ি শিক্ষা দপ্তর।

সাগর বাগচী, শিলিগুড়ি: গত বছর হাতির আক্রমণে জলপাইগুড়ি শিক্ষা জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবছর জঙ্গল ও চা বাগান লাগোয়া এলাকায় পরীক্ষার দিনগুলিতে গণপরিবহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে চা বাগান ও জঙ্গল ঘেরা প্রত্যন্ত এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫টি বাস চালানোর ব্যবস্থা করছে শিলিগুড়ি শিক্ষা দপ্তর।

এবিষয়ে শিলিগুড়ি শিক্ষা জেলার মাধ্যমিক পরীক্ষার কোঅর্ডিনেটর সুপ্রকাশ রায় বলেন, ‘উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও কয়েকটি বেসরকারি সংস্থা তাদের বাস চালাবে। এ বিষয়ে জেলা শাসক পরিবহণকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। চা বাগান কিংবা জঙ্গল লাগোয়া এলাকায় তেমন কোনও পরীক্ষাকেন্দ্র নেই। তবে পকেট রুট থেকে যে সব ছাত্রছাত্রীরা অন্যত্র পরীক্ষা দিতে যাবে তাদের কথা চিন্তা করে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে।’

ইতিমধ্যে অনেকগুলি রুট তৈরি করা হয়েছে। ত্রিহানা, বেলগাছি, ব্যাংডুবি, বুড়াগঞ্জ, টুকরিয়াঝাড়ের মতো এলাকা থেকে বাস চলবে। এর মধ্যে বুড়াগঞ্জ থেকে নকশালবাড়ির মধ্যে দুটি, বেলগাছি হয়ে নকশালবাড়ির মধ্যে একটি, বেলগাছি থেকে মাঞ্ঝা হয়ে নকশালবাড়ি পর্যন্ত একটি, পানিঘাটা থেকে ত্রিহানা হয়ে বাগডোগরা পর্যন্ত দুটি করে বাস চলবে। পাশাপাশি আরও অনেকগুলি রুট তৈরি করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে যাতে সিটি অটো সকাল থেকে রাস্তায় থাকে সেই বিষয়টি জেলা প্রশাসন সুনিশ্চিত করছে।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরের তুলনায় এবছর শিলিগুড়ি শিক্ষা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। চলতি বছর শিলিগুড়িতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৯৬৪ জন। গত বছরের তুলনায় যা চার হাজার ৭৩০ জন বেশি। ছাত্রদের তুলনায় এবারও ছাত্রী সংখ্যাও বেড়েছে। এবছর মোট ১০ হাজার ২০৬ জন ছাত্রী পরীক্ষায় বসবে। তবে গত বছরের তুলনায় এবছর ভেনুর সংখ্যা ন’টি কমে দাঁড়িয়েছে ৪১টিতে। দশটি সেন্টার থেকে সব ভেনুতে নজরদারি চলবে। শিলিগুড়ি পুরনিগম এলাকায় এবার চারটি সেন্টার থাকছে।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

S Somnath | মন্দিরে মন্দিরে তৈরি হোক লাইব্রেরি! পরামর্শ ইসরো প্রধান সোমনাথের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মন্দির শুধুমাত্র পুজো করার জন্যই নয়, বরং পড়াশোনার ক্ষেত্রেও মন্দিরের গুরুত্ব বাড়াবার পরামর্শ দিলেন ইসরো প্রধান (ISRO Chief) এস সোমনাথ...

0
পাওনা টাকা চাইতে গিয়ে মৃত্যু পৌঁড়ের, এলাকায় চাঞ্চল্য শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার হামিদপুর–বাগেশ্বরীতলা এলাকা থেকে এক প্রৌঢ়ের বস্তাবন্দী দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ...
NBMCH

North Bengal Medical | টাকার বিনিময়ে মৃত্যুর শংসাপত্র! কড়া পদক্ষেপ উত্তরবঙ্গ মেডিকেলের

0
শিলিগুড়ি: টাকার বিনিময়ে মৃত্যুর শংসাপত্র (Death Certificate) দেওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical) কর্তৃপক্ষ। ওই বিভাগের দায়িত্বে...
water-crisis

Water Crisis | জলস্তর নেমে যাওয়ায় সমস্যা, পানীয় জলের তীব্র সংকট গঙ্গারামপুরে

0
বিপ্লব হালদার, গঙ্গারামপুর: তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে গঙ্গারামপুরবাসীর। গোদের উপর বিষফোঁড়ার মতো শহরজুড়ে পানীয় জলের তীব্র সংকট(Water Crisis) দেখা দিয়েছে। অভিযোগ, পুরসভার বসানো পাম্পগুলি অকেজো...

Dalkhola | মাদক ব্যবসার স্বর্গরাজ্যে পরিণত ডালখোলা, পুলিশের হাতে ধৃত বাংলাদেশি পাচারকারী

0
করণদিঘি: বিগত কয়েকদিন ধরেই ডালখোলা, গোয়ালপোখর সহ আশেপাশের এলাকাগুলি মাদক ব্যবসার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এই এলাকা থেকে মাদক কিনে জেলার বিভিন্ন প্রান্তে সরবরাহ করছে...

Most Popular