Sunday, May 5, 2024
HomeExclusiveMadhyamik Exam 2024 | মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে চলবে ১৫টি অতিরিক্ত বাস

Madhyamik Exam 2024 | মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে চলবে ১৫টি অতিরিক্ত বাস

সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবছর জঙ্গল ও চা বাগান লাগোয়া এলাকায় পরীক্ষার দিনগুলিতে গণপরিবহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে চা বাগান ও জঙ্গল ঘেরা প্রত্যন্ত এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫টি বাস চালানোর ব্যবস্থা করছে শিলিগুড়ি শিক্ষা দপ্তর।

সাগর বাগচী, শিলিগুড়ি: গত বছর হাতির আক্রমণে জলপাইগুড়ি শিক্ষা জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবছর জঙ্গল ও চা বাগান লাগোয়া এলাকায় পরীক্ষার দিনগুলিতে গণপরিবহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে চা বাগান ও জঙ্গল ঘেরা প্রত্যন্ত এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫টি বাস চালানোর ব্যবস্থা করছে শিলিগুড়ি শিক্ষা দপ্তর।

এবিষয়ে শিলিগুড়ি শিক্ষা জেলার মাধ্যমিক পরীক্ষার কোঅর্ডিনেটর সুপ্রকাশ রায় বলেন, ‘উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও কয়েকটি বেসরকারি সংস্থা তাদের বাস চালাবে। এ বিষয়ে জেলা শাসক পরিবহণকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। চা বাগান কিংবা জঙ্গল লাগোয়া এলাকায় তেমন কোনও পরীক্ষাকেন্দ্র নেই। তবে পকেট রুট থেকে যে সব ছাত্রছাত্রীরা অন্যত্র পরীক্ষা দিতে যাবে তাদের কথা চিন্তা করে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে।’

ইতিমধ্যে অনেকগুলি রুট তৈরি করা হয়েছে। ত্রিহানা, বেলগাছি, ব্যাংডুবি, বুড়াগঞ্জ, টুকরিয়াঝাড়ের মতো এলাকা থেকে বাস চলবে। এর মধ্যে বুড়াগঞ্জ থেকে নকশালবাড়ির মধ্যে দুটি, বেলগাছি হয়ে নকশালবাড়ির মধ্যে একটি, বেলগাছি থেকে মাঞ্ঝা হয়ে নকশালবাড়ি পর্যন্ত একটি, পানিঘাটা থেকে ত্রিহানা হয়ে বাগডোগরা পর্যন্ত দুটি করে বাস চলবে। পাশাপাশি আরও অনেকগুলি রুট তৈরি করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে যাতে সিটি অটো সকাল থেকে রাস্তায় থাকে সেই বিষয়টি জেলা প্রশাসন সুনিশ্চিত করছে।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরের তুলনায় এবছর শিলিগুড়ি শিক্ষা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। চলতি বছর শিলিগুড়িতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৯৬৪ জন। গত বছরের তুলনায় যা চার হাজার ৭৩০ জন বেশি। ছাত্রদের তুলনায় এবারও ছাত্রী সংখ্যাও বেড়েছে। এবছর মোট ১০ হাজার ২০৬ জন ছাত্রী পরীক্ষায় বসবে। তবে গত বছরের তুলনায় এবছর ভেনুর সংখ্যা ন’টি কমে দাঁড়িয়েছে ৪১টিতে। দশটি সেন্টার থেকে সব ভেনুতে নজরদারি চলবে। শিলিগুড়ি পুরনিগম এলাকায় এবার চারটি সেন্টার থাকছে।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Hair Care tips | নতুন চুল গজাবে ২ সপ্তাহেই, পেঁয়াজের রসের সঙ্গে এই উপাদান...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুলের নানা সমস্যা সমাধান করার জন্য পেঁয়াজের রস একাই একশো। আর ঠিক সেই কারণেই, ঘরোয়া রূপটানেও যেমন পেঁয়াজের রসের ব্যবহার...

CV Ananda Bose | আমার বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার নেই পুলিশের, হুংকার রাজ্যপালের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাংবিধানিক রক্ষাকবচ (constitutional safeguards) আছে, তাই আমার বিরুদ্ধে তদন্ত করা যাবে না। রবিবার এমনই হুংকার দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস...

Malda Police | ভোটের ৪৮ ঘণ্টা আগে মালদা পুলিশে বদল, সরানো হল হবিবপুরের আইসিকে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৭ মে মালদা উত্তর এবং দক্ষিণে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। তার ঠিক ৪৮ ঘণ্টা আগেই মালদার পুলিশ...
bride left her husband and children for love

প্রেমের টানে স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন বধূ

0
রাজু সাহা, শামুকতলা: কথায় আছে ভালোবাসা অন্ধ। সেই ভালোবাসার টানে স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন এক বধূ। আর বধূর খোঁজে পুলিশ নিয়ে হরিয়ানা...

Fake Lottery Ticket | দিল্লি থেকে বিমানে আসত ভুয়ো লটারির টিকিট, দাবি পুলিশের

0
শিলিগুড়ি: ভুয়ো লটারির টিকিটের আমদানি হচ্ছিল কোথা থেকে? উত্তর খুঁজতে সেই তদন্তে নেমে চক্ষু ছানাবড়া হল প্রধাননগর থানার পুলিশের। ভুয়ো ওই লটারির টিকিট (Fake...

Most Popular