Monday, May 13, 2024
HomeTop NewsRahul Gandhi | সোমবার বিহারে পা রাখবেন রাহুল গান্ধি, তৎপরতা তুঙ্গে কিশনগঞ্জে

Rahul Gandhi | সোমবার বিহারে পা রাখবেন রাহুল গান্ধি, তৎপরতা তুঙ্গে কিশনগঞ্জে

কিশনগঞ্জঃ রবিবার সন্ধ্যায় ভারত জোরো ন্যায় যাত্রা (Bharat Joro Naya Yatra) শিলিগুড়ি হয়ে পৌঁছবে চোপড়ায়। সেখানেই এদিন রাত্রিবাস করবেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। সেখান থেকে সোমবার রাহুলের ন্যায় যাত্রা পৌঁছবে বিহারের কিশনগঞ্জে (Kishanganj)। রাহুলের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই কিশনগঞ্জে শুরু হয়ে গিয়েছে দলীয় ও প্রশাসনিক তৎপরতা। সোমবার বেলা দশটা নাগাদ কিশনগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে রাহুলের।

বিহার কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুলের ভারত জোরো ন্যায় যাত্রা প্রথম পৌঁছবে কিশনগঞ্জের ফড়িংগোলা চকে। এরপর বেলা ১২টা নাগাদ স্থানীয় খাগড়া শহীদ আশফাকউল্লা স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে রাগার। সভা শুরুর আগে ২৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিহার বাস স্ট্যান্ডে এই যাত্রা কিছুক্ষণ দাঁড়াবে বলে আপাতত খবর। কিশনগঞ্জ শহরের  খাগড়া রেল গুমটি, হালিম চকে, কদমরসুল মাদ্রাসা, লহরা চকে, ব্লক চকে, মস্তান চকে, মসজিদ গড়, রহমতপাড়া হয়ে যাবে রাহুলের ন্যায় যাত্রা। এরপর বেলা দুইটা নাগাদ বুড়িমারী গ্রামে রাহুলের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এরপর বিশ্রাম সেরে ভারত জোরো ন্যায় যাত্রা কাজলামনি চক, পুঁটিমারী হাট, সন্থা, রাজসুন্দর চক, শীতলনগর হয়ে আরারিয়া জেলায় প্রবেশ করবে।

এই যাত্রা আরারিয়া জেলার চার ঘরিয়া, জাহানপুর, জাহানপুররানী, রানী চকে, হরবা চকে, জউকি হাটের কিষান কলেজ চকে, কাঁকন চকে, তারন চকে, বয়েরগাছি চকে, কুরশা কাঁটা মোর, আরারিয়া জিরো মাইল, আরারিয়া চাঁদনী চকে, নানু বাবার কালি মন্দিরে যাবে। আর প্রতিটি জায়গায় রাহুল জনসংযোগ কর্মসূচি চালাবেন। আর এইদিন আরারিয়ার যাদব কলেজ ময়দানে রাহুল রাত্রিবাস করবেন বলে দলীয় সূত্রে খবর।

এদিকে রাহুলের ন্যায় যাত্রা বিহারে পা রাখার আগেই বড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট। কেননা নীতীশের হাত ধরে জেডি(ইউ) এনডিএর সঙ্গে মিশে যাওয়ায় বিহারে রাহুল গান্ধির স্বপ্ন পূরণে ইন্ডিয়া জোটে বড় ক্ষতি হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

কিশনগঞ্জের জেলা শাসক তুষার সিঙলা ও পুলিশের সুপার ডাঃ এমানুল হক মেগনু জানিয়েছেন, রাহুল গান্ধির ভারত জোরো ন্যায় যাত্রা নিয়ে রাহুলজির নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Maharashtra | গড়চিরৌলিতে বড় অভিযান, নিকেশ দুই মহিলাসহ ৩ মাওবাদী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই মহিলাসহ তিন মাওবাদীর। গড়চিরৌলির পুলিশ সুপার নীলোৎপল এদিন জানান, নির্দিষ্ট...

Itahar | বাড়িতে বিজেপির ক্যাম্প করার মাশুল! ইটাহারে ঘরছাড়া পরিবার

0
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: নির্বাচনের দিন বাড়িতে বিজেপির ক্যাম্প অফিস (BJP Camp Office) করায় আক্রান্ত হতে হয়েছে গোটা পরিবারকে। প্রাণ বাঁচাতে রায়গঞ্জ (Raiganj) শহরের একটি...
Malda North BJP candidate Khagen Murmu filed nomination

Khagen Murmu | উত্তর মালদার ‘ভোট পাটিগণিতে’ মগ্ন পদ্ম শিবির, মার্জিন বাড়বে, আশাবাদী খগেন

0
মালদা: পরনে লুঙ্গি। খালি গা, শুধুমাত্র একটা গামছা জড়ানো। সামনের টেবিলে প্রচুর কাগজ ডাঁই হয়ে রয়েছে। প্রায় সবটাই হিসাব, কোন বুথে কত ভোট, কে...

Jalpaiguri | থিম্পু থেকে পালিয়ে ভারতে এসেছিল ছেলে! ১৩ বছর পর পরিবারের হাতে ফেরাল...

0
বানারহাট: ১৩ বছর পর ছেলেকে ফিরে পেল পরিবার। বাবার সঙ্গে রাগারাগি করে ভুটানের সামচি থেকে ভারতে ঢুকে পড়েছিল ছেলে ফোনসে ওয়াংদি। বাড়ি ভুটানের (Bhutan)...

Raiganj | নাতনিকে ধর্ষণের চেষ্টা ঠাকুরদার! শ্রীঘরে অভিযুক্ত

0
হেমতাবাদ: ১৬ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে (Attempt to Rape) দাদুকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) ব্লকের একটি গ্রামে।...

Most Popular