Sunday, April 28, 2024
HomeTop NewsRahul Gandhi | সোমবার বিহারে পা রাখবেন রাহুল গান্ধি, তৎপরতা তুঙ্গে কিশনগঞ্জে

Rahul Gandhi | সোমবার বিহারে পা রাখবেন রাহুল গান্ধি, তৎপরতা তুঙ্গে কিশনগঞ্জে

কিশনগঞ্জঃ রবিবার সন্ধ্যায় ভারত জোরো ন্যায় যাত্রা (Bharat Joro Naya Yatra) শিলিগুড়ি হয়ে পৌঁছবে চোপড়ায়। সেখানেই এদিন রাত্রিবাস করবেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। সেখান থেকে সোমবার রাহুলের ন্যায় যাত্রা পৌঁছবে বিহারের কিশনগঞ্জে (Kishanganj)। রাহুলের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই কিশনগঞ্জে শুরু হয়ে গিয়েছে দলীয় ও প্রশাসনিক তৎপরতা। সোমবার বেলা দশটা নাগাদ কিশনগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে রাহুলের।

বিহার কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুলের ভারত জোরো ন্যায় যাত্রা প্রথম পৌঁছবে কিশনগঞ্জের ফড়িংগোলা চকে। এরপর বেলা ১২টা নাগাদ স্থানীয় খাগড়া শহীদ আশফাকউল্লা স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে রাগার। সভা শুরুর আগে ২৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিহার বাস স্ট্যান্ডে এই যাত্রা কিছুক্ষণ দাঁড়াবে বলে আপাতত খবর। কিশনগঞ্জ শহরের  খাগড়া রেল গুমটি, হালিম চকে, কদমরসুল মাদ্রাসা, লহরা চকে, ব্লক চকে, মস্তান চকে, মসজিদ গড়, রহমতপাড়া হয়ে যাবে রাহুলের ন্যায় যাত্রা। এরপর বেলা দুইটা নাগাদ বুড়িমারী গ্রামে রাহুলের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এরপর বিশ্রাম সেরে ভারত জোরো ন্যায় যাত্রা কাজলামনি চক, পুঁটিমারী হাট, সন্থা, রাজসুন্দর চক, শীতলনগর হয়ে আরারিয়া জেলায় প্রবেশ করবে।

এই যাত্রা আরারিয়া জেলার চার ঘরিয়া, জাহানপুর, জাহানপুররানী, রানী চকে, হরবা চকে, জউকি হাটের কিষান কলেজ চকে, কাঁকন চকে, তারন চকে, বয়েরগাছি চকে, কুরশা কাঁটা মোর, আরারিয়া জিরো মাইল, আরারিয়া চাঁদনী চকে, নানু বাবার কালি মন্দিরে যাবে। আর প্রতিটি জায়গায় রাহুল জনসংযোগ কর্মসূচি চালাবেন। আর এইদিন আরারিয়ার যাদব কলেজ ময়দানে রাহুল রাত্রিবাস করবেন বলে দলীয় সূত্রে খবর।

এদিকে রাহুলের ন্যায় যাত্রা বিহারে পা রাখার আগেই বড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট। কেননা নীতীশের হাত ধরে জেডি(ইউ) এনডিএর সঙ্গে মিশে যাওয়ায় বিহারে রাহুল গান্ধির স্বপ্ন পূরণে ইন্ডিয়া জোটে বড় ক্ষতি হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

কিশনগঞ্জের জেলা শাসক তুষার সিঙলা ও পুলিশের সুপার ডাঃ এমানুল হক মেগনু জানিয়েছেন, রাহুল গান্ধির ভারত জোরো ন্যায় যাত্রা নিয়ে রাহুলজির নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Brown sugar | ইন্দো-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার ২ পাচারকারী, উদ্ধার ৫০ গ্রাম ব্রাউন...

0
কিশনগঞ্জঃ শনিবার রাতে দুটি পৃথক অভিযানে ইন্দো-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী। সীমান্তবর্তী দিঘলব্যাংক ও কোরোবাড়ি এলাকায় এসএসবির অভিযানে ধরা পড়ে দুই...

Haryana | মারা গিয়েছে প্রিয় পোষ্য, শোকে আত্মঘাতী তরুণী!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ির পোষ্যদের প্রতি মানুষের অকৃত্তিম ভালোবাসার বহু কাহিনী আমরা শুনেছি। এবার বাস্তবে এই ভালোবাসার চরম পরিণতি চাক্ষুষ করল হরিয়ানার মানুষ।...

Sand Smuggling | পুলিশের জালে ‘চুনোপুঁটি’, বীরপাড়ায় অধরা বালি পাচারের পান্ডারা

0
মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: দীর্ঘদিন ধরে রাতেরবেলা বেআইনিভাবে বালি পাচার (Sand Smuggling) করা হচ্ছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিভিন্ন নদী থেকে। এতে লোকসান হচ্ছে লিজহোল্ডারদের। প্রাপ্য...
Jalpaiguri's ashish have kept the cassette alive even today in the online age

Cassette | অনলাইন যুগে আজও ক্যাসেট বাঁচিয়ে রেখেছে জলপাইগুড়ির আশিষ

0
অনীক চৌধুরী, জলপাইগুড়ি: এখন কারও গান শুনতে ইচ্ছা করলে স্পটিফাই, গানা কিংবা ইউটিউবের বাইরে যেতে হয় না। বর্তমান যুগে অডিও ক্যাসেট, সিডি কিংবা ভিসিডি...

Lok sabha election 2024 | ‘সিপিএমের সঙ্গে জোটে আপত্তি ছিল, ওরা শোনেনি’, মালদায় কংগ্রেসকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সুজাপুরের সভা থেকে বাংলার কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে খড়গহস্ত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ...

Most Popular