Wednesday, May 15, 2024
HomeTop NewsRahul Gandhi | বিহারে ন্যায় যাত্রা, কিশনগঞ্জে উচ্ছ্বাস দলীয় কর্মীদের, অহিংসার বার্তা...

Rahul Gandhi | বিহারে ন্যায় যাত্রা, কিশনগঞ্জে উচ্ছ্বাস দলীয় কর্মীদের, অহিংসার বার্তা রাহুলের    

কিশনগঞ্জঃ ১৩ বছর পর কিশনগঞ্জে (Kishanganj) পা রাখলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। চোপড়ার নলবাড়িতে বাত্রিবাস করে সোমবার সকালে রাহুলের ভারত জোড়ো যাত্রা প্রবেশ করে বিহারে। কিশনগঞ্জ থেকেই বিহারে যাত্রা শুরু হয় রাহুলের ন্যায় যাত্রার। রাহুলের এই ন্যায় যাত্রা ঘিরে কিশনগঞ্জে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্টই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। এদিন কিশনগঞ্জের খাগড়া আশফাক উল্লা স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রেখেছেন রাহুল। এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে হিংসা বিভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়েছেন তিনি।

রবিবারই বড় ধাক্কা খেয়েছে ‘ইন্ডিয়া’ জোট। জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার যোগ দিয়েছেন এনডিএতে। আর এর পরদিনই বিহারে পা রাখলেন রাহুল গান্ধি। কিশনগঞ্জে রাহুলের ভারত জোড়ো যাত্রা ঢুকতেই চিরাচরিত কায়দায় মাদল বাজিয়ে নাচতে নাচতে স্বাগত জানান আদিবাসীরা। ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে ন্যায় যাত্রা পৌঁছায় ক্যালটেক্স মোড়ে। সেখানে মিনিট খানেক দাঁড়িয়ে গাড়ির ভিতরে বসেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান রাহুল। ফড়িং গোলা চকেও দাঁড়ায় রাহুলের ন্যায় যাত্রা। এরপর ধীরে ধীরে এগিয়ে স্থানীয় বাসস্ট্যান্ডে দাঁড়ায়। সেখানে গাড়ি থেকে নেমে রাহুল গান্ধি পায়ে হেঁটেই পৌঁছান খাগড়ার স্টেডিয়ামে। সেখানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি বলেন, ভারতকে একসূত্রে বাঁধতেই তিনি বেরিয়েছেন ভারত জোড়ো ন্যায় যাত্রায়। অপরদিকে নাম না করে, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের তুলোধোনা করেছেন।

বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি বলেন, “রাজনীতিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার বিশেষ প্রভাব পড়বে। বিজেপির নীতি দেশে বিভেদ, হিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ভাঙা-গড়ার খেলায় মেতেছে বিজেপি। কংগ্রেসের নীতি ভালোবাসা। আর ভালোবাসার মাধ্যমে হিংসাকে জয় করার জন্যই এই যাত্রায় বেরিয়েছি।” তবে এদিনের সভায় নীতীশ কুমারের এনডিএতে যোগ নিয়ে কোনও মন্তব্য করেননি।

কিশনগঞ্জের খাগড়া আশফাক উল্লা স্টেডিয়ামে জনসভা শেষ করে রাহুলের ন্যায় যাত্রা শুরু হয় কোচাধামনের বুড়িমারী ও টুপামারী গ্রামে জনসভার উদ্দেশ্যে। রাহুলের দ্বিপ্রাহরিক বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে বুড়িমারী গ্রামে। এই যাত্রা আরারিয়া জেলার চার ঘরিয়া, জাহানপুর, জাহানপুররানী, রানী চক, হরবা চক, জউকি হাটের কিষান কলেজ চক, কাঁকন চক, তারন চক, বয়েরগাছি চক, কুরশা কাঁটা মোর, আরারিয়া জিরো মাইল, আরারিয়া চাঁদনি চক হয়ে নানু বাবার কালি মন্দিরে যাবে। আর প্রতিটি জায়গায় রাহুল জনসংযোগ কর্মসূচি চালাবেন। আর এইদিন আরারিয়ার যাদব কলেজ ময়দানে রাহুল রাত্রিবাস করবেন বলে দলীয় সূত্রে খবর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gazol | বিদ্যুতের তার ছিঁড়ে বোঝাই ভুটভুটিতে আগুন, পুড়ে ছাই কয়েক হাজার টাকার পাট

0
গাজোল: ভুটভুটি বোঝাই পাটে আচমকাই আগুন। এলাকাবাসীদের তৎপরতায় ভুটভুটি টি রক্ষা পেলেও পুড়ে ছাই হল প্রায় ৫০ হাজার টাকার পাট। ঘটনাকে কেন্দ্র করে বুধবার...

CNG Bus | সিএনজি বাস উত্তরে অনিশ্চিত 

0
চাঁদকুমার বড়াল, কোচবিহার: সিএনজি বাস (CNG Bus) এসে পড়ে রয়েছে। অথচ উত্তরবঙ্গে ওই বাস পরিষেবা শুরু করতে পারছে না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কারণ...

Road Accident | বাইক চালানো শিখতে গিয়ে বিপত্তি, দুর্ঘটনায় মৃত্যু কিশোরের

0
সামসী: বাইক চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে। পুলিশ সূত্রে জানা...

Alipurduar | জল কমতেই মৎস্যজীবীদের জালে কালজানির বোরোলি, চড়া দামেও নিমেষেই বিক্রি

0
আলিপুরদুয়ার: কালজানি নদীর (Kaljani river) বোরোলি মাছ গত তিন-চারদিন হল সামান্য পরিমাণে হলেও মৎস্যজীবীদের জালে ধরা দিচ্ছে। মৎস্যজীবীদের কথায়, কালজানিতে ঘাকসি, ধরেয়া, পিঠকাঁটার মতো...

Howrah | হাওড়া স্টেশনে প্রকাশ্যেই মহিলাকে কুপিয়ে খুন! গ্রেপ্তার প্রেমিক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে স্টেশনে উপচে পড়ছে ভিড়। ঠিক সে সময় ঘটে গেল অঘটন। আঁতকে উঠলো গোটা হাওড়া স্টেশন চত্বর। দিনে দুপুরে...

Most Popular