Sunday, May 19, 2024
HomeExclusiveICDS Centre | তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা জমিদাতাদের

ICDS Centre | তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা জমিদাতাদের

পার্থসরথি রায়, সিতাই: তৈরি করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Centre) ৪টি নতুন ঘর। কিন্তু ছয় বছর ধরে তিনটি তালাবন্ধ করে রেখেছেন জমিদাতারা। ব্যবহার করা হলে সমস্যা মিটত। শিশুদের খাদ্যসামগ্রী বিতরণে সমস্যা হত না। পঠনপাঠনও চালানো যেত। ঘটনাটি কোচবিহার (Coochbehar) জেলার সিতাই (Sitai) ব্লকের। ব্লকের অভিভাবকদের মধ্যে জমেছে ক্ষোভ। উঠছে প্রশাসনের উদাসীনতার অভিযোগ। যদিও আইসিডিএস কর্তৃপক্ষ এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

আইসিডিএস সূত্রে জানা গিয়েছে, জেলার বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই ব্লকে আইসিডিএস প্রকল্পের আওতায় ১৪,৮২৫ জন উপভোক্তা আছে। উপভোক্তার মধ্যে ০ থেকে ৬ বছরের শিশু ১৩ হাজার ৬৬০ এবং গর্ভবতী ও প্রসূতি মা ১৯৫৪ জন আছেন। ব্লকে ২২৯টি মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। কেন্দ্রগুলির মধ্যে ২০১৫-২০১৬ সাল নাগাদ ১৫টি কেন্দ্রের অনুমোদন মিলেছিল। তখন এগুলির মধ্যে ১৭৫, ১৭৬, ১৭৮, ১৮৯ নম্বর কেন্দ্রের জন্য জমির বন্দোবস্ত হওয়ায় ঘর তৈরির কাজ শুরু করা হয়। ২০১৭ নাগাদ সে কাজ সম্পন্ন হয়। কিন্তু সে সময় নতুন ঘর ১৭৬, ১৭৮, ১৮৯ নম্বর কেন্দ্রের জমিদাতারা ঘরে তালা ঝুলিয়ে দেন। যাতায়াতের রাস্তা না থাকা সহ নানা প্রতিকূলতার কারণে ১৭৫ নম্বর কেন্দ্রটিও পরিত্যক্ত থেকে যায়। অবশিষ্ট ১১টির মধ্যে সম্প্রতি সিতাই-১ গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব ভাড়ালি গ্রামের ১৭৯ নম্বর কেন্দ্রের জন্য জমির বন্দোবস্ত হয়েছে। বাকি ১০টি কেন্দ্রের জন্য এখন পর্যন্ত জমি মেলেনি।

তালাবন্ধ অবস্থায় পড়ে থাকা কেন্দ্রগুলির জমিদাতাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কর্মসংস্থান, অর্থ ইত্যাদি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হলেও বিনিময়ে তাঁরা কিছুই পাননি। সিতাই-১ গ্রাম পঞ্চায়েতের ভাড়ালি গ্রামের ১৭৮ নম্বর কেন্দ্রের জমিদাতার ছেলে জলিল মিয়াঁ বলেন, ‘প্রশাসনের লোকেরা সে সময় জমির বিনিময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন। ঘর তৈরির পর আমার মা, আমাদের দুই ভাইয়ের স্ত্রীদের কাউকেই কাজ দেওয়া হয়নি। তাই আমরা কেন্দ্রটিতে বাধ্য হয়ে তালা ঝুলিয়ে দিয়েছি। আমরা গরিব মানুষ। জমির বিনিময়ে কিছু না পেলে আমরা তালা খুলতে দেব না।’ একইভাবে ১৮৯ নম্বর কেন্দ্রের জমিদাতা দুঃস্থ বৃদ্ধা কোকিলা দেবনাথকে জমির বিনিময়ে সরকারি ঘর দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

এই অবস্থায় ব্লকের ১৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বলতে কেবলমাত্র খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। কেন্দ্রগুলি এলাকার অন্য কোথাও কোনওরকমে চলছে। কিন্তু বছরের পর বছর প্রাক-স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ব্লকের ৫ শতাধিক শিশু। ১৭৮ নম্বর কেন্দ্রের কর্মী জয়ন্তী কর্মকার তাঁর বাড়ির বারান্দা থেকে শুধু খাদ্যসামগ্রী বিতরণ করেন। আর কোনও কাজ হয় না। জয়ন্তী বলেন, ‘আমার ঘরের ছোট্ট বারান্দা থেকে কেন্দ্রের আওতাভুক্ত গর্ভবতী মহিলা, প্রসূতি ও শিশুদের আমি দীর্ঘদিন ধরে শুধুমাত্র খাবার বিতরণ করতে পারছি। শিশুদের শিক্ষাদানের উপায় নেই।’ সিতাই-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কায়েতেরবাড়ি গ্রামের ১৮৯ নম্বর কেন্দ্রের কর্মী শিপ্রা সাহার কথায়, ‘কেন্দ্রের জন্য তৈরি ঘর না পাওয়ায় অব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্র চলছে। এলাকার এক ব্যক্তির ঘরের পাশে টিনের চালা বানিয়ে খাদ্য বিলি করার কাজ চালিয়ে যাচ্ছি। সেখানে শিশুদের পড়ানোর সুযোগ নেই।

ক্ষুব্ধ অভিভাবকদের মধ্যে চিরঞ্জিৎ রায় বলেন, ‘আমাদের শিশুদের কেবলমাত্র খাবার দেওয়া হয়। কিন্তু শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে না। এভাবে প্রাক-স্কুল শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় আছি।’ অপর অভিভাবক নমিতা রায় ও মর্জিনা বিবিও ক্ষুব্ধ।

এ বিষয়ে ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সুপারভাইজারদের মধ্যে অনীতা রায় বলেন, ‘বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা মেটেনি।’ সিতাইয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা দিনহাটা-১ ব্লকের সিডিপিও রবিন তামাং বলেন, ‘আমি কিছুদিন ধরে ওই ব্লকের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছি। সেখানে একাধিক ঘর তালাবন্ধ অবস্থায় থাকার বিষয়টি আমাকে খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব।’ সিতাইয়ের বিডিও নিবিড় মণ্ডল বলেন, ‘আমি সদ্য এই ব্লকের দায়িত্ব নিয়েছি। গোটা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Weather Report | উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

0
সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather report)। আজ পাহাড়ের পাশাপাশি সমতলের বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।...

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের  গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন...

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

0
শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে পড়লেন দু'জন। তবে তাঁরা স্থানীয় না পর্যটক তা স্পষ্ট...

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

0
পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি করল চোরের দল। যাওয়ার আগে খেয়ে গেল আইসক্রিম। নগদ...

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

0
কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered) হল ঘটনাস্থল থেকে। ওই জার থেকে ৯টি প্লাস্টিকের বলবোমা...

Most Popular