Saturday, May 18, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গতৃণমূলের নামে পোস্টার! তিন বিজেপি নেতাকে খুনের হুমকি, অভিযোগ অস্বীকার শাসকদলের      

তৃণমূলের নামে পোস্টার! তিন বিজেপি নেতাকে খুনের হুমকি, অভিযোগ অস্বীকার শাসকদলের      

ঘোকসাডাঙ্গাঃ তিন বিজেপি নেতাকে প্রাণ নাশের হুমকি দিয়ে পোস্টার পড়ল মাথাভাঙা ২ ব্লকের নবিনের দোলা এলাকায়। তৃণমূল কংগ্রেসের নামে এই পোস্টার। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। শুক্রবার সকালে গ্রামেরই এক কিশোরীর নজরে আসে গাছে লাগানো হুমকির পোস্টারটি। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভীড় জমায় সাধারন মানুষ। পরে পুলিশ এসে পোস্টারগুলি সরিয়ে দেয়। ইতিমধ্যেই তিন বিজেপি নেতা তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।

জানা গিয়েছে, এদিন সকালে মাথাভাঙা ২ ব্লকের নবিনের দোলা এলাকার একটি গাছে সাঁটা পোস্টার দেখতে পায় গ্রামেরই দুই কিশোরী রেনুকা বর্মণ ও নন্দিতা মণ্ডল। পোস্টারে লেখা রয়েছে ‘বিজেপির তিন নেতাকে হুঁশিয়ারি দেওয়া হইলো, এই তিনজনকে যদি লতাপাতা অঞ্চলের ধারেকাছে যদি দেখি জীবনটা নিয়ে ফিরতে হবে না। পঞ্চায়েত ভোট পর্যন্ত যেন সাবধান থাকে। পঞ্চায়েত ভোটের আগে তাদের মৃত্যুবরণ করতে হবে। তাদের নামগুলো বলে দিচ্ছি উমানাথ বর্মন, মহাদেব মণ্ডল, হরিপদ বর্মন’। নিচে লেখা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তোমাদের যমরাজ।

এই পোস্টার দেখে নন্দিতা মণ্ডল বাড়িতে এসে তার কাকা মহাদেব মণ্ডল কে জানায়। মহাদেব মণ্ডল এলাকায় বিজেপির যুব নেতা হিসেবে পরিচিত। তিনি যুব মোর্চার মাথাভাঙ্গা বিধানসভার কনভেনার পদে রয়েছেন। তিনি ফোন করে হরিপদ বর্মন ও উমানাথ বর্মন সহ দলীয় নেতৃত্ব কে বিষয়টি জানান। হরিপদ বর্মন যুব মোর্চার এক নং মণ্ডলের সম্পাদক ও উমানাথ বর্মন এক নম্বর মণ্ডলের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। ঘটনার খবর পেয়ে বৌলপারি থেকে উমানাথ বর্মন, কুশিয়ারবাড়ি থেকে  হরিপদ বর্মন সহ বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ঘোকসাডাঙ্গা থানায় এসে গোটা বিষয় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই ঘোকসাডাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে পোস্টার দুটিকে সরিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে তৃণমূল নেতৃত্ব বিষয়টি অস্বীকার করে পাল্টা অভিযোগ, নিজেরাই পোস্টার লাগিয়ে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে।

এব্যাপারে তৃণমূল কংগ্রেসের লতাপাতা অঞ্চল সভাপতি প্রসেনজিত বর্মনের কথায়, যে তিনজনের নামে পোস্টার তাদেরকে এলাকার লোকজন ঠিকমতো চেনেই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা উন্নয়ন মূলক প্রকল্প ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে ভয় পাচ্ছে বিজেপি। আর তাই নিজেরাই নিজেদের নামে এভাবে পোস্টার লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। মানুষ আমাদের পাশে আছে। এসব বুঝে গেছে। এভাবে তৃণমূল কে কালিমালিপ্ত করা যাবে না।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

0
কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered) হল ঘটনাস্থল থেকে। ওই জার থেকে ৯টি প্লাস্টিকের বলবোমা...

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

0
বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ ফইজুল রহমান ও আবদুস সামাদকে নিজেদের হেপাজতে নিতে চায়...

Raiganj | গ্রেপ্তার করেনি পুলিশ, বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত

0
রাহুল দেব, রায়গঞ্জ: আদালতের নির্দেশ সত্ত্বেও খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার(Arrest) করেনি পুলিশ। এলাকায় বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত। শুধু তাই নয়, অভিযোগকারীদের প্রায়শই খুনের...

Durgapur | বাংলাদেশে পাচারের ছক বানচাল,২০ হাজার বোতল সিরাপ সহ ধৃত ২

0
দুর্গাপুর: বাংলাদেশে পাচারের পথে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(STF) জালে ধরা পড়লো বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল সিরাপের বোতল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এবিএল মোড়...
lightning death

Malda | দূষণের প্রভাবে ফের তীব্র বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

0
অরিন্দম বাগ, মালদা: সামান্য বৃষ্টি, হালকা হাওয়া আর মুহুর্মুহু বজ্রপাত। বৃহস্পতিবার বিকেলে তাতেই প্রাণ হারিয়েছেন মালদা (Malda) জেলার ১১ জন বাসিন্দা। মালদার এই দুর্যোগ...

Most Popular