উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনার কবলে পড়েছে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ওডিশার বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনে সন্ধ্যা ৭টা নাগাদ মালগাড়ির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা ৫০ ছাড়াতে চলেছে বলে জানা যাচ্ছে। জখম হয়েছে শতাধিক যাত্রী। বালাশোর হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। এই ট্রেনটি বৃহস্পতিবার দুপুরে হাওড়া থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পশ্চিমবঙ্গের বহু যাত্রীর এই ট্রেনে থাকার সম্ভাবনা রয়েছে।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রেলওয়ের কর্মচারী, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। ঘটনার পর থেকেই পুরো পরিস্থিতির উপর নজর রাখছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রেলের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল- হাওড়া ডিভিশনের জন্যে–033-26382217, খড়গপুর ডিভিশনের জন্যে – 8972073925 // 9332392339, বালেশ্বর হেল্পলাইন – 8249591559 // 7978418322, শালিমার হেল্পলাইন– 9903370746। ঘটনার পরই টুইট করে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, শালিমার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা শুনে আমি আতঙ্কগ্রস্ত।
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে হুহু করে, টুইট উদ্বিগ্ন মমতার
RELATED ARTICLES
[td_block_21 custom_title="LATEST POSTS"]