Sunday, May 12, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরRaiganj University | শিক্ষাকর্মীদের আন্দোলনে আবারও উত্তপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

Raiganj University | শিক্ষাকর্মীদের আন্দোলনে আবারও উত্তপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

উপাচার্য না থাকায় তাঁরা রেজিস্ট্রারকে (Registrar) স্মারকলিপি জমা দেন। আজও অধিকাংশ শিক্ষাকর্মী কাজে যোগ দেননি। ফলে কর্মীসংকটের মুখোমুখি হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

রায়গঞ্জ: শিক্ষাকর্মীদের আন্দোলনে আবারও উত্তপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raiganj University) চত্বর। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষাকর্মী নয় দফা দাবিতে আন্দোলনে নামেন। উপাচার্য না থাকায় তাঁরা রেজিস্ট্রারকে (Registrar) স্মারকলিপি জমা দেন। আজও অধিকাংশ শিক্ষাকর্মী কাজে যোগ দেননি। ফলে কর্মীসংকটের মুখোমুখি হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই আন্দোলনের বিষয়ে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ বলেন , ‘অবিলম্বে  অনৈতিকভাবে গঠিত এস্টেট অফিসারকে (Estate Officer) বাতিল করে পুরোনো সদস্যদের ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও ৫১ জনকে স্থায়ী পদে নিয়োগ করতে হবে। আমরা গত ২০ ফেব্রুয়ারি উপাচার্যের কাছে এই দাবিগুলি জানানোর জন্য অনেক রাত পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু উনি আমাদের সঙ্গে দেখা না করে তালা বন্ধ করে ভেতরে বসেছিলেন। এরপর পুলিশের উপস্থিতিতে আগামী ২৪ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে বৈঠক করতে রাজি হন। কিন্তু আজ উপাচার্য (Vice Chancellor) জানালেন যে উনি আমাদের সঙ্গে বৈঠক করবেন না। এটা মেনে নেওয়া যায় না। দাবিপূরণ না হওয়া পর্যন্ত আমাদের অলিখিত কর্মবিরতি চলবে। বিশ্ববিদ্যালয়কে বিজেপি (BJP) পার্টি অফিস করতে দেব না।’

অন্যদিকে, এদিন বিকেল ৪ টায় অতিথি অধ্যাপকদের (Guest Lecturer) নিয়ে উপাচার্য বসতে চাইলেও শেষ পর্যন্ত তা বাতিল করে দেন । অধ্যাপকদের কথায়, শোকজের জবাব না দিলে উনি আমাদের সঙ্গে বৈঠকে (Meeting) বসবেন না। আন্দোলনে সামিল হওয়ার জন্য ইতিমধ্যে ২০ জন অতিথি অধ্যাপককে শোকজ করা হয়েছে। অধ্যাপক সংগঠনের সভাপতি রাগিব আলি মিনহজ জানান, ‘আগামী মঙ্গলবার আমরা জবাব দেব।’

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী প্রায় ১০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত হন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। রায়গঞ্জ থানার পুলিশের সাহায্যে মঙ্গলবার রাত ২ টো নাগাদ  নিজের বাংলোতে ফেরেন তিনি। শিক্ষাকর্মী ও অতিথি অধ্যাপকদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শিক্ষাকর্মীদের অভিযোগ, উপাচার্য নিজের মর্জি মতো এস্টেট কমিটি ভেঙ্গে দিয়ে বিজেপি প্রভাবিত শিক্ষক সমিতির এক অধ্যাপককে এস্টেট অফিসারের দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে অতিথি অধ্যাপকদের অভিযোগ ছিল, উপাচার্য নিজের গড়ে দেওয়া কমিটির সিদ্ধান্ত মানছেন না। সেই কারণেই তাঁদের এই আন্দোলন।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিল কেকেআর(KKR)। এদিনের খেলায় টসে জিতে বোলিং করার...

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

0
বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার খড়াবড়...

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

0
ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের ছাত্রী রুমা রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬০ নম্বর পেয়ে...

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

0
শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে করালো নববর্ষের সন্ধ্যে রাতের কথা। আজ রাতে বৃষ্টি হয়েছে...

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

0
শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর সহ একাধিক জায়গায় গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে...

Most Popular