Friday, May 10, 2024
HomeExclusiveUniversity of North Bengal | রাজ্যপাল-উপাচার্যের বিরুদ্ধে জেহাদ বিশ্ববিদ্যালয়ে

University of North Bengal | রাজ্যপাল-উপাচার্যের বিরুদ্ধে জেহাদ বিশ্ববিদ্যালয়ে

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি এবং আন্দোলনকারী দুই কর্মী নেতাকে সাসপেন্ড করতে রাজ্যপালের নির্দেশের বিরুদ্ধে একজোট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (University of North Bengal)। রাজ্যপালের (Governor) নির্দেশ খারিজ করার জন্য ৪ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্যকে (Vice Chancellor) সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সবপক্ষ। রাজ্যপালের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এমন আন্দোলন রাজ্যে আগে দেখা যায়নি। আন্দোলনে ইন্ধন দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেছেন, ‘পরিয়ায়ী উপাচার্যরা এ রাজ্যে এসে তৃণমূলের ছেলেদের সাসপেন্ড করবেন! একবার করেই দেখুন না কী হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে রাজ্যপালের হস্তক্ষেপের বিরুদ্ধে মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন শুরু করেছে বিভিন্ন সংগঠন। তাতে কার্যত বন্ধ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। সমস্যা মেটাতে শুক্রবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন রক্ষিত বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক প্রধান, সমস্ত বিভাগীয় প্রধান, সবক’টি কর্মী ও শিক্ষক সংগঠনের সম্পাদক সভাপতিদের নিয়ে আলোচনায় বসেন। বেলা ১২টা থেকে টানা সাড়ে চার ঘণ্টা উপাচার্যের সভাকক্ষে আলোচনা হয়। সেখানেই লিখিতভাবে রাজ্যপালের নির্দেশের বিরুদ্ধে একজোট হন সবাই।

সভার সিদ্ধান্তে লেখা হয়েছে, ‘রাজ্যপালের নির্দেশ অনুসারে ভারপ্রাপ্ত উপাচার্য সিএম রবীন্দ্রন বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জন্য যে নির্দেশ দিয়েছিলেন তা ৪ মার্চের মধ্যে বাতিল করতে হবে৷ তা না হলে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সবপক্ষ ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে ক্ষমতা প্রদান করল।’ সেই রেজোলিউশনে শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিক প্রত্যেকে স্বাক্ষর করে ভারপ্রাপ্ত উপাচার্যকে পাঠিয়ে দিয়েছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কথায়, ‘সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যকে পাঠানো হয়েছে। তিনি কী উত্তর দেন, তার অপেক্ষা করছি আমরা।’ তবে ভারপ্রাপ্ত উপাচার্য দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে না থাকায় যে প্রশাসনিক অচলবস্থা তৈরি হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন স্বপন। তাঁর কথা, ‘আমরা অসহায়ের মতো দিন কাটাচ্ছি। কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বেতন, স্কলারশিপের টাকা সব আটকে আছে। কী যে হবে বুঝতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা আর কতদিন চলবে? ব্রাত্যর উত্তর, ‘আমরা সবটাই সুপ্রিম কোর্টকে জানিয়েছি। কিন্তু তারিখের পর তারিখ দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। আমরাও এই পরিস্থিতির বদল চাই।’ এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা জানান তাঁরা।

শিক্ষাবন্ধু সমিতির নেতা রণজিৎ রায়ের বক্তব্য, ‘যতক্ষণ না দাবি মানা হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।’ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী সংগঠনের সম্পাদক লালন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শিক্ষাকর্মী সকলেই অনৈতিক কাজের বিরুদ্ধে সরব হয়েছেন। এইভাবেই প্রতিবাদ চলবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

0
তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ দুই ভাই অঞ্জনাভ পাল ও অমৃতাভ পাল। তাদের প্রাপ্ত...

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

0
শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যায় ১ নম্বর টানেলে মারা যান প্রকল্পের কাজে যুক্ত...

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

0
হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুর হাইস্কুল থেকে পরীক্ষা দিয়েছিল সে।...

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

0
চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে মেয়ে সাবানা ইয়াসমিন। পেশায় রাজমিস্ত্রি মফারজ্জল হক নিজের হাতে...

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

0
মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার আইসি (IC) অরিন্দম ভট্টাচার্য। দিন রাত অপরাধীদের পেছনে দৌঁড়ে...

Most Popular