Sunday, May 19, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরUttar Dinajpur | মেলেনি পণের টাকা, তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি...

Uttar Dinajpur | মেলেনি পণের টাকা, তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি স্বামীর!

এই ঘটনায় নির্যাতিতার বাবা রায়গঞ্জ মহিলা থানায় তাঁর মেয়ের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

রায়গঞ্জ: দাবি মত মেলেনি পণের (Dowry) টাকা। এর জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা (Pregnancy) বধূর পেটে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রায়গঞ্জের ইটাহার থানার গোরাহার গ্রামে। এই ঘটনায় নির্যাতিতার বাবা রায়গঞ্জ মহিলা থানায় তাঁর মেয়ের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতেই বুধবার শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। তবে অভিযুক্ত স্বামী এখনও নিখোঁজ।

জানা গিয়েছে, মাস ছয়েক আগে শাহেদা বেগমের সঙ্গে ওই গ্রামেরই বাসিন্দা মনজুর আলমের বিয়ে হয়। বিয়ের পরপরই নববধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার (Torture) শুরু করে স্বামী ও শাশুড়ি। দাম্পত্য কলহ মেটাতে একাধিকবার সালিশি সভার আয়োজন করা হয়। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। গতকাল ওই বধূকে এক লক্ষ টাকা বাপের বাড়ি থেকে আনার কথা বলে মনজুর। টাকা দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন স্ত্রী চরমে ওঠে বিবাদ। এরপরেই আচমকা স্ত্রীর পেটে লাথি মারে স্বামী। তাকে সাহায্য করে তার মা সোহেবা বেগম। এমনকি শাশুড়ি তাকে মারধর করে বলেও অভিযোগ। বধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। নির্যাতিতার বাবা তাজিয়া শেখ জানান, ‘বিয়ের পর থেকেই টাকার জন্য আমার মেয়েকে মারধর করত জামাই ও তার মা। একবার ৫০ হাজার টাকা দেওয়াও হয়। কিন্তু ফের এক লক্ষ টাকার জন্য মেয়ের পেটে লাথি মেরে খুন করার চেষ্টা করে। আমার মেয়ে বাঁচবে কিনা জানিনা। মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা।’ এব্যাপারে পুলিশ সুপার মহন্মদ সানা আক্তার বলেন, ‘এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। অপর জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Knife attack | পুঞ্চে ন্যাশনাল কনফারেন্সের সমাবেশে ছুরি নিয়ে হামলা, আহত তিন

0
পুঞ্চ: ন্যাশনাল কনফারেন্সের সমাবেশ চলাকালীন ছুরি নিয়ে হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটনাটি ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।...

Attempt Murder | চা বাগান মালিককে গুলি করে হত্যার চেষ্টা, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু...

0
কিশনগঞ্জঃ চা বাগানের এক মালিককে গুলি করে মারার চেষ্টা করল তিন দুষ্কৃতী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের পাহাড়কাট্টা থানা এলাকায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে...
kaon rice cultivation in chalsa

Kaon Rice | জৈব সারে কাউন চাষের উদ্যোগ, স্বনির্ভরতার দিশা দেখছেন কৃষকরাই

0
চালসা: বিলুপ্তপ্রায় কাউন চাষ করে তাক লাগাল মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা এলাকার কৃষকেরা। প্রায় সাড়ে ৭ বিঘা জমিতে কাউন চাষ(Kaon Rice) করা হয়েছে। ফলনও...

Narendra Modi | ‘শাহজাহানকে বাঁচাতে মহিলাদের বদনাম করা হচ্ছে’, সন্দেশখালির ভিডিও প্রসঙ্গে মোদি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালিতে মহিলাদের বদনাম করা হচ্ছে।’ রবিবার পুরুলিয়ায় (Purulia) নির্বাচনি সভায় (Vote Campaign) তৃণমূলের বিরুদ্ধে এমনই তোপ দাগলেন প্রধানমন্ত্রী...

Sundarban | মাথায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন! সুন্দরবনে চোরাশিকারিদের নিশানায় বনকর্মী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুন্দরবনের (Sundarban) জঙ্গলে চোরাশিকারিদের (Poachers)হাতে খুন হলেন এক বনকর্মী (Forest worker)। শনিবার রাতে টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে। নিহত বনকর্মীর...

Most Popular