Saturday, June 1, 2024
HomeExclusiveAlipurduar | শিবরাত্রিতে ভোটের প্রচার, জয়ন্তী যাত্রা তৃণমূল-বিজেপি নেতৃত্বের

Alipurduar | শিবরাত্রিতে ভোটের প্রচার, জয়ন্তী যাত্রা তৃণমূল-বিজেপি নেতৃত্বের

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: শিবরাত্রি (Shivratri) উপলক্ষ্যে শুক্রবার জয়ন্তীতে (Jayanti) লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে। বৃহস্পতিবার থেকেই কাতারে কাতারে মানুষ জয়ন্তীর উদ্দেশে রওনা হয়েছেন। ভিনরাজ্য, অন্যান্য জেলা ছাড়াও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার নানা প্রান্তের বেশিরভাগ বাসিন্দা শিবরাত্রি উপলক্ষ্যে জয়ন্তীতে আসবেন। ওইদিন পুণ্যার্থীদের শুভেচ্ছা বিনিময়ের আড়ালে কৌশলে লোকসভা ভোটের একপ্রস্থ প্রচার করবে তৃণমূল ও বিজেপি। লোকসভা ভোটের মুখে বিজেপির প্রার্থী ঘোষণা হলেও শাসকদল এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। কিন্তু তাই বলে তো আর প্রচার থেমে থাকতে পারে না। শুক্রবার দুই দলের দুই শীর্ষনেতা জয়ন্তীতে গিয়ে শিবের পুজো করে জনসংযোগ করার পরিকল্পনা নিয়েছেন। বিজেপির জেলা সভাপতির দুপুরের দিকে সেখানে যাওয়ার কথা থাকলেও তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক অবশ্য সকাল সকাল জয়ন্তীতে যাবেন। মহাদেবের আশীর্বাদ নিয়েই দুই শীর্ষনেতা জনগণের সমর্থন প্রার্থনা করবেন।

ভোট বড় বালাই। এবছর প্রথম আলিপুরদুয়ার পুরসভার উদ্যোগে জয়ন্তীতে পুণ্যার্থীদের জন্য পানীয় জল, জঞ্জাল ফেলার জন্য ডাস্টবিন দেওয়া হচ্ছে। তিনদিন পুরসভার গাড়ি সেখানে গিয়ে সেই জঞ্জাল সংগ্রহ করবে। শাসকদলের অনুগামীরা দলীয় পতাকা না লাগিয়ে সেখানে ভাণ্ডারার মাধ্যমে পুণ্যার্থীদের খাবার খাওয়াবেন। অপরদিকে, বিজেপির কার্যকর্তারাও দলীয় পতাকা না লাগিয়ে সেখানে মানুষের সেবার জন্য ভাণ্ডারা বসিয়েছেন। আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া আলিপুরদুয়ারের বিধায়ক জয়ন্তীতে গিয়ে সেখানকার প্রস্তুতি দেখে এসেছেন। শুক্রবার প্রকাশ চিকবড়াইক ছাড়াও বিধায়ক সুমন কাঞ্জিলালও সেখানে যাবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশ, সুমন দুজনেই বলেন, পুজো দিয়ে পুণ্যার্থীদের সঙ্গে মিলিত হব। অপরদিকে বিজেপির প্রার্থী তথা জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, ‘শুক্রবার সকালে মথুরা চা বাগানে শিব মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে জয়ন্তীতে যাব। জয়ন্তীতে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব।’

জয়ন্তীতে বড় মহাকাল ও ছোট মহাকাল মন্দিরে পুজো দিতে বৃহস্পতিবার থেকেই দীর্ঘ লাইন পড়ে গিয়েছে। পাহাড়ি দুর্গম পথে বড় মহাকাল পৌঁছাতে ৮-১০ ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হবে পুণ্যার্থীদের। পাহাড় থেকে জয়ন্তী নদীর বেডে দীর্ঘ লাইনে ভক্তদের পুজো দেবার জন্য অপেক্ষা করতে হয়। প্রত্যেক বছর শিবরাত্রিতে এরকম রেকর্ড ভিড় দেখা যায়। সামনেই লোকসভা ভোট। ভোটের মুখে শিবরাত্রি উপলক্ষ্যে জড়ো হওয়া পুণ্যার্থীদের আশীর্বাদ কুড়োতে কেউ পিছিয়ে থাকতে চাইছেন না।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Balurghat | জামিনে পেয়েই শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সনকে প্রাণনাশের হুমকি! ফের গ্রেপ্তার পকসো মামলায়...

0
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ‘হ্যালো, থানা থেকে বলছি।’ ফোনে এ’কথা কোনও পুলিশ আধিকারিকের নয়, জামিনে মুক্ত এক অভিযুক্তের। পকসো(POCSO) মামলায় অভিযুক্ত সেই যুবকের অত্যাচারে নাজেহাল...

Atrocities against woman | ডান্স বারে কাজের টোপ, ফ্ল্যাটে রেখে সহবাস, দালালের খপ্পরে পড়ে...

0
শিলিগুড়ি: দালালের মাধ্যমে ডান্স বারে কাজ করতে এসে বিপাকে মুম্বইয়ের এক মহিলা। শিলিগুড়ির একাধিক সিংগিং বারে মহিলাকে হেনস্তার শিকার (Atrocities against woman) হতে হয়েছে।...
water-bodies-in-rail-land-is-filled-openly-in-raiganj

Raiganj | প্রকাশ্যে ভরাট রেলের জলাজমি, প্রতিবাদের ঝড় রায়গঞ্জে

0
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: বিল বা পুকুর নয়, প্রকাশ্যে রেলের জলাজমি(Water Bodies) ভরাট করে বিক্রি করা হয়েছে। রায়গঞ্জ(Raiganj) শহর ঘেঁষা সুভাষগঞ্জ এলাকায় এই ঘটনার প্রতিবাদে...
Beating in the name of Jharfunk bride died

Harirampur | ঝাড়ফুঁকের নামে মারধর, প্রাণ গেল অষ্টাদশী নববধূর

0
সৌরভ রায়, হরিরামপুর: ডাইনি সন্দেহে ঝাড়ফুঁকের মাধ্যমে মারধর। ওঝার কেরামতিতে প্রাণ গেল অষ্টাদশী নববধূর(Bride)। জানা গিয়েছে, মৃত বধূর নাম বাসন্তী হেমব্রম। ছয় মাস আগে...
young woman died after falling from a moving train

Migrant worker death | মেয়ের বিয়ের আগে বাড়িতে ফিরল বাবার কফিনবন্দি দেহ! শোকে পাথর...

0
রতুয়া: সামনেই মেয়ের বিয়ে। তার আগে কফিনবন্দী হয়ে বাড়িতে ফিরল বাবার দেহ (Migrant worker death)। মৃতের নাম উত্তম রবিদাস। রতুয়া-২ ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের...

Most Popular