Friday, May 17, 2024
HomeTop NewsElephant attack | আশঙ্কাই সত্যি! জংলিবাবার মন্দিরে পুজো দিতে এসে হাতির মুখে...

Elephant attack | আশঙ্কাই সত্যি! জংলিবাবার মন্দিরে পুজো দিতে এসে হাতির মুখে পড়লেন পুণ্যার্থীরা  

বাগডোগরাঃ আশংকাই সত্যি হল। শুক্রবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ জংলিবাবার মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে তিনবাত্তি মোড় এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে দুটি বিশালাকার হাতি। হাতির কারণে রাস্তায় দাঁড়িয়ে পড়ে সারিসারি পুণ্যার্থীদের গাড়ি। আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির ভিতরে থাকা পুণ্যার্থীরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় বনবিভাগের এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা। কিছুক্ষণের প্রচেষ্টায় হাতি দুটিকে জঙ্গলে ফেরায়। হাতিদুটি জঙ্গলে চলে যেতেই আতঙ্ক দূর হয় পুণ্যার্থীদের।

বাগডোগরা রেঞ্জের আধিকারিক সোনম ভুটিয়া এদিন বলেন, জংলিবাবার মন্দির সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে। ফলে এখানে হাতির আগমন নিত্য দিনের ঘটনা। শিবরাত্রিতে প্রতিবছরই হাজার হাজার লোকের সমাগম হয় জংলিবাবার মন্দিরে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আগে থেকেই বনদপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বিকেলের আগেই পুণ্যার্থীদের মন্দির থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পুজো দিয়ে পুণ্যার্থীদের মন্দির ছাড়তে দেরি হয়। এদিন দুটো হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসলেও বনকর্মীরা সতর্ক থাকায় বিপদ ঘটেনি। সোনমের কথায় এখনও বনের মধ্যে জংলিবাবা মন্দির এলাকায় জঙ্গলে প্রায় ৬০ টি হাতি ঘাঁটি গেড়ে রয়েছে। এজন্য আমরা সব রকম নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছিলাম।

এদিন জংলিবাবার মন্দিরে গিয়ে দেখা গেল প্রচুর মানুষের ঢল নেমেছে। মন্দির চত্বরে উচ্চস্বরে মাইকে নাম কীর্তন চলছে। সংরক্ষিত বনের গভীরে মাইক বাজানো নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রেঞ্জার বলেন, মাইকের শব্দ কম ছিল। এলিফ্যান্ট স্কোয়াড এর এক আধিকারিক মানসকান্তি ঘোষ বলেন, “মন্দিরে প্রবেশ পথের গেট ৪.১৫ মিনিটে বন্ধ করে দেওয়া হয়। যারা ভিতরে পুজো দিতে এসেছিলেন তাদেরকে ৪.৪৫ এর মধ্যে পুজো দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আমরা আরও আগে ফিরে যেতে বলেছিলাম। আসলে অনেকেই দূর থেকে আসেন। পুজো দিতে না পারলে মন খারাপ হবে। কারও সেন্টিমেন্টে আঘাত করা ঠিক নয়।”

জানা গিয়েছে আজকে যত মানুষের সমাগম হয়েছে শনিবার এর চেয়ে বেশি মানুষের সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। এজন্য বন বিভাগ এবং পুলিশের তরফ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বনদপ্তরের ৯টি টিম থাকবে মন্দির চত্বরে। পানিঘাটা, ঘোষপুকুর, টুকুরিয়া, বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সহ ৫০ জন বনকর্মী হাতির ওপর নজরদারি চালাবেন। মন্দির লাগোয়া জঙ্গলপথে হেঁটে বা সাইকেলে যাতায়াত করতে দেওয়া যাবে না। বনের মধ্যে মেলা করতে দেওয়া হবে না বলেও ফতোয়া জারি করেছে বনদপ্তর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

PM Narendra Modi | ১০ বছরে একবারও সাংবাদিক সম্মেলন না করার কারণ খোলসা করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দশ বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাক্ষাৎকারও দিয়েছেন সামান্য কিছুই। কিন্তু সাংবাদিক সম্মেলন...

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই এই গরমে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারি। তবে আম...

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রাণে মারার হুমকি। পোস্টার পড়লো গোটা এলাকায়। শুক্রবার সাত...

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনও (Covaxin)। শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ ও রক্ত...

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

0
তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে। সূত্রের খবর, পরিচালক নিতেশ তিওয়ারির এই ছবির সেট...

Most Popular