Tuesday, May 7, 2024
HomeMust-Read Newsমেলেনি বন ও পরিবেশ দপ্তরের ছাড়পত্র, থমকে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ

মেলেনি বন ও পরিবেশ দপ্তরের ছাড়পত্র, থমকে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ

বাগডোগরা: রাজ্যর বন ও পরিবেশ দপ্তরের ছাড়পত্র না মেলায় বাগডোগরা বিমানবন্দরে সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। রাজ্যের ছাড়পত্র পেলেই কাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী দার্জিলিংয়ের সাংসদ তথা বাগডোগরা বিমানবন্দরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রাজু বিস্ট। রাজু বলেন, ‘টেন্ডার হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের ফিন্যান্স দপ্তরের ছাড়পত্রও পাওয়া গিয়েছে। এখন শুধু রাজ্য সরকারের ছাড়পত্র প্রয়োজন। আশা করছি সেটাও পাওয়া যাবে। রাজ্যের ছাড়পত্র পেলেই কাজ শুরু হবে।’

ইতিমধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। কাজের শিলান্যাস করতে গেলে নির্বাচনি বিধিভঙ্গ হবে কি না এই প্রশ্নের জবাবে অবশ্য রাজু বলেন, যেহেতু আগে থেকেই এই বিমানবন্দর সম্প্রসারিত করার প্রক্রিয়া চলছে তাই সমস্যা হওয়ার কথা নয়।

দীর্ঘদিন থেকে জমিজটের জেরে এই বিমানবন্দর সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে ছিল। জমিজট কাটিয়ে টেন্ডার সহ যাবতীয় প্রক্রিয়া পার করে এখন শুধুই বন ও পরিবেশ দপ্তরের ছাড়পত্র মিলছে না কেন তা নিয়েই প্রশ্ন উঠছে। কেন ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই বিমানবন্দর নির্মাণে ছাড়পত্র পেতে দেরি হচ্ছে উঠছে সেই প্রশ্নও। যাত্রী পরিষেবা দিতে বেগ পেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। দেশের মধ্যে দ্রুতগতিতে বেড়ে ওঠা বিমানবন্দরের মধ্যে বাগডোগরা অন্যতম। পরিসংখ্যান বলছে গত বছর এই বিমানবন্দরে ২৫ লাখ যাত্রী যাতায়াত করেছেন। চলতি বছরে যাত্রী সংখ্যা বেড়ে ৩২ লাখে পৌঁছাবে। আগামী ১২ বছর পরে ১ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর জন্য বাগডোগরা বিমানবন্দর দ্রুত সম্প্রসারণ করে অত্যাধুনিক করা প্রয়োজন।

বিমানবন্দর অত্যাধুনিক করার জন্য ভারত সরকারের অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফ থেকে ৩০ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। প্রথম পর্যায়ে ১৫ হাজার কোটি। দ্বিতীয় পর্যায়ে ১৫ হাজার কোটি টাকা টাকা ব্যয়বরাদ্দ রাখা হয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

SSC Scam | ‘তাঁর চাকরি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই’, কাদের কথা বললেন বিকাশরঞ্জন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে তিনিই ‘ভিলেন’। তাঁর সওয়ালেই একের পর এক চাকরি হারাতে হয়েছে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের। সেই বিকাশরঞ্জন ভট্টাচার্যই...

Seikh Shahjajhan | প্রিজন ভ্যানে আগের মেজাজে শাহজাহান শেখ, নেতাকে দেখেই আদালত চত্বরে উঠল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্টিং ভিডিও সামনে আসার পরই সেই আগের মেজাজে শাহজাহান শেখ। কিছুদিন আগেই আদালতে এসে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল,...

Arijit Singh | জিয়াগঞ্জে সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ছিল মুর্শিদাবাদ (Murshidabad) ও জঙ্গিপুরে। এদিন জিয়াগঞ্জে প্রীতম সিং জি এস...

Aryann Bhowmik | কোচবিহারে শুটিংয়ে এসে বিপত্তি, স্টান্ট সিকোয়েন্স করতে গিয়ে আহত অভিনেতা আরিয়ান

0
কোচবিহার: কোচবিহারে শুটিংয়ে স্টান্ট সিকোয়েন্স করতে গিয়ে বাসের ছাদ থেকে পড়ে আহত হলেন ‘সন্তু ও কাকাবাবু’ খ্যাত অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। কয়েকদিন ধরেই...

Harischandrapur | জীবিত হয়েও মৃত একই বুথের ১২ ভোটার, ভোটদানে বঞ্চিতদের প্রশ্ন, এই দায়...

0
হরিশ্চন্দ্রপুরঃ ভোট দিতে এসে জানতে পারেন তাঁরা মৃত। একজন দুই জন নয়, একই বুথে এই সংখ্যাটা কমপক্ষে ১২। ঘটনাটি বাংলা-বিহার সীমান্ত হরিশ্চন্দ্রপুরের একটি বুথের।...

Most Popular