Thursday, May 9, 2024
HomeMust-Read News‘বিজেপি প্রার্থী পাঁচ লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন’, গোপালকে তাচ্ছিল্য নীরজের

‘বিজেপি প্রার্থী পাঁচ লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন’, গোপালকে তাচ্ছিল্য নীরজের

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: বিজেপি প্রার্থী রাজু বিস্টের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার ভোটযুদ্ধকে আর্জেন্টিনার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাবের (কেএফসি) লড়াই বলে কটাক্ষ করলেন দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা। তাঁর মতে, ‘এটা কোনও বড় ফুটবল ম্যাচ হবে না। রাজু বিস্ট পাঁচ লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন।’ নীরজকে পালটা দিয়েছেন কার্সিয়াংয়ের বিদ্রোহী বিধায়ক বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর বক্তব্য, ‘যে আলাদা রাজ্যের ইস্যুকে গুরুত্ব না দিয়ে একটা প্রার্থী পাওয়ার জন্য নাচে, সেই নীরজ জিম্বাকে নিয়ে কিছু বলার নেই। এবারের লড়াইটা রাজু বিস্টের সঙ্গে বিষ্ণুপ্রসাদ শর্মার। অন্য কেউ এই লড়াইয়ে নেই।’

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই দার্জিলিং লোকসভা কেন্দ্র নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল এবং বিজেপি ইতিমধ্যে প্রার্থী দিয়েছে। প্রার্থী পছন্দ না হওয়ায় কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক দলের বিরুদ্ধেই বিদ্রোহ করে নির্দল লড়ার কথা ঘোষণা করেছেন। ৩০ মার্চ তিনি মনোনয়নপত্র জমা দেবেন। অন্যদিকে, রাজু বিস্টকে প্রার্থী না করা হলে তিনি নির্দল হিসাবে প্রার্থী হবেন বলে দার্জিলিংয়ের বিধায়ক আগেই হুমকি দিয়েছিলেন। রাজু বিস্টের নাম ঘোষণার পরেই আনন্দে নেচেছেন নীরজ। তাঁর সেই নাচ সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

নীরজ বুধবার দাবি করেছেন, বিজেপি প্রার্থী রাজু বিস্ট গতবারের রেকর্ড টপকে পাঁচ লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন। তিনি বলেছেন, ‘তৃণমূল গোপাল লামাকে প্রার্থী করেছে। ফলে রাজু বিস্টের লড়াইটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে।’ এরপরই তাঁর মন্তব্য, ‘আমাদের প্রার্থী হচ্ছেন আর্জেন্টিনা আর তৃণমূল প্রার্থী মোহনবাগান বললেও বেশি বলা হবে। উনি হচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব। ফলে ময়দানে কোনও লড়াই-ই হবে না।’

নীরজকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন দলেরই বিধায়ক কার্সিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ। তাঁর দাবি, ‘ভোটে কার সঙ্গে কার লড়াই হবে এটা মানুষই ঠিক করবেন। নীরজ জাতিসত্তা ভুলে গিয়েছেন। গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে এসে এখন রাজু বিস্টকে নিয়ে মেতে রয়েছেন। তাঁর কোনও মন্তব্যের জবাব দিতে চাই না।’

বিজেপির দুই বিধায়কের বাগযুদ্ধে পাহাড়ের রাজনীতিতে শোরগোল পড়েছে। তৃণমূল প্রার্থী গোপাল লামা এসবকে পাত্তা দিতে নারাজ। তাঁর কথায়, ‘বিজেপির দুই বিধায়কের মন্তব্যের মধ্যে আমি ঢুকতে চাই না। মানুষের উপরে আস্থা আছে। মানুষই শেষ বিচার করবেন।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Salman Khan | আসছে সলমনের ‘সিকন্দর’, ভাইজনের সঙ্গে জুটি বাঁধবেন কোন সুন্দরী?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইদের দিন নতুন ছবি ‘সিকন্দর’র (Sikandar) কথা ঘোষণা করেছিলেন সলমন খান (Salman Khan)। তবে তিনি ছাড়া আর কোনও কাস্টের নাম...

India-Russia | ‘পান্নুনকে খুনের চেষ্টায় ভারতের হাত নেই’, মার্কিন রিপোর্ট উড়িয়ে দাবি ‘বন্ধু’ রাশিয়ার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের গুপ্তচর সংস্থা খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের ছক কষেছিল। মার্কিন ফেডারেল কমিশনের এমন দাবিকে নস্যাৎ করল রাশিয়া (Russia)।...
municipality is going to take charge of the cremation ground

Siliguri | সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব নিতে চলেছে পুরনিগম, পরিদর্শনে মেয়র

0
শিলিগুড়ি: সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাট পরিচালনার দায়িত্ব নিতে চলেছে শিলিগুড়ি(Siliguri) পুরনিগম। তার আগে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব(Goutam Deb)। পুরনিগম ও এসজেডিএ-র বাস্তুকারদের...
Youth injured in the attack of miscreants

বন্ধুর বিয়েতে যাওয়াই কাল! দুষ্কৃতীদের হামলায় জখম যুবক

0
নকশালবাড়ি: চা বাগানে বন্ধুর বাড়িতে বিয়ে খেতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক যুবক। অভিযোগ, পেছন দিক থেকে যুবকের মাথায় লোহার রড ঢুকিয়ে দেওয়া...

Sandeshkhali | সন্দেশখালির নির্যাতিতারা ভুয়ো? রেখা পাত্রের নয়া ভিডিও ঘিরে বিতর্ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবারও ভাইরাল হল সন্দেশখালির ভিডিও (Sandeshkhali Viral Video)। ভিডিওতে দেখা যাচ্ছে, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (BJP candidate Rekha Patra)...

Most Popular