Sunday, May 12, 2024
HomeExclusiveSikkim | সিকিমের লাইফলাইনে যানজট, দুর্ভোগ

Sikkim | সিকিমের লাইফলাইনে যানজট, দুর্ভোগ

সানি সরকার, শিলিগুড়ি: ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10) খুলছে বটে, কিন্তু ভোগান্তির শেষ হয়নি। বরং ঘুরপথের থেকে সিকিমের (Sikkim) লাইফলাইনে দুর্ভোগটা বেশি, বৃহস্পতিবার এমনই উপলব্ধি সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদের (Tourist)। যা নিয়ে তাঁদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। রাস্তা খুলে দেওয়ার পর কেন পাহাড় কাটা হচ্ছে, তীব্র যানজটে আটকে এমনই প্রশ্ন তুলেছেন তাঁরা। যদিও রাস্তা খোলা রাখার ক্ষেত্রে আর অন্য কোনও উপায় নেই বলে বক্তব্য পূর্ত দপ্তরের আধিকারিকদের বক্তব্য।

এনএইচ ডিভিশনের এক ইঞ্জিনিয়ার বলছেন, ‘লিকুভিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রাস্তা রাখতে পাহাড় কাটতে হচ্ছে। পাহাড় কাটার সময় দুর্ঘটনা এড়াতে যান চলাচলে কিছুটা বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে। যার জন্য যানজট হচ্ছে। দু’দিন পর এই সমস্যা আর থাকবে না বলে আশা করছি।’

শনি এবং রবিবার পাহাড়ে ফের ভারী বৃষ্টির ভ্রূকুটি। ফলে ১০ নম্বর জাতীয় সড়ক ফের বন্ধ হয়ে যাবে না তো, এই প্রশ্ন রয়েছে অনেকের। বৃষ্টি শুরুর আগে লিকুভিরে (Likhu Bhir) পাহাড় কাটার কাজ শেষ করে রাস্তা তৈরি করতে চাইছে পূর্ত দপ্তরের এনএইচ ডিভিশনও। আর খোলা রাস্তায় পাহাড় কাটার কাজ বৃহস্পতিবার শুরু হতেই চরম ভোগান্তির শিকার জাতীয় সড়ক দিয়ে চলাচলকারীরা। কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদের। তাঁদের মধ্যে অনেকেই বিমান এবং ট্রেন মিস করেন। বাগডোগরা বিমানবন্দরে আসার জন্য এদিন সকালে গ্যাংটক থেকে রওনা দিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা মুকেশ জৈন। তিনি বলছেন, ‘রাস্তা খুলে যাওয়ার খবরে এনএইচ টেন দিয়ে শিলিগুড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিই। যেভাবে গাড়িতে আটকে আছি, তাতে এদিন আর ফ্লাইট ধরতে পারব না।’ বিকেল ৩টা নাগাদ তাঁর বিমান ছিল বলে জানান মুকেশ।

কামরূপ এক্সপ্রেস মিস করেছেন জানিয়ে এদিন বিকেলে কালিম্পংয়ের বাসিন্দা রবিন রাই বলেন, ‘চারদিন রাস্তা বন্ধ ছিল। তাও কেন পাহাড় কাটার কাজ শেষ করা গেল না বুঝতে পারছি না। কাজ শেষ হয়ে গেলে এমন বিপাকে পড়তে হত না।’ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে অনেকের উপলব্ধি, গরুবাথান-লাভা রুট থেকে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে বেশি সময় লাগছে।

বৃহস্পতিবারের পর শনিবারও লিকুভিরে পাহাড় থেকে পাথর পড়তে থাকায় ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কালিম্পং জেলা প্রশাসন। কিছু বিধিনিষেধ আরোপ করে বুধবার বিকেলে রাস্তাটি খুলে দেওয়া হয়। লিকুভিরে এবং রবিখোলায় একমুখী যান চলাচলের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। কিন্তু একেই ওয়ান ওয়ে, তার ওপর পাহাড় কাটার কাজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়ায় এদিন চরম দুর্ভোগে পড়তে হল প্রায় সকলকেই।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Adhir Chowdhury | কংগ্রেস করায় উচ্ছেদের হুমকি! তৃণমূলের বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ অধীরের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই ভোট বহরমপুরে। আর তার ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে...

Accident | সরকারি বাসের সঙ্গে টোটোর সংঘর্ষ, মৃত্যু এক উচ্চমাধ্যমিক ছাত্রীর, আহত ২

0
হেমতাবাদঃ টোটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর। গুরুতর জখম টোটো চালকসহ আরও দুই জন। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ...

Son grabbed land | বাবার সঙ্গে প্রতারণা! ঋণ নেওয়ার নাম করে জমি হাতিয়ে নিল...

0
শিলিগুড়িঃ ছেলের ঋণের প্রয়োজন। তারজন্য প্রয়োজন বাবার স্বাক্ষরের। ছেলের কাছ থেকে এমন আবেদন শুনে সাতপাঁচ না ভেবে যথাস্থানে স্বাক্ষরও করে দেন বছর সত্তরের ওই...

Malda | অশ্লীল ভিডিও দেখিয়ে বোনকে যৌন হেনস্তা! অভিযুক্ত নাবালক দাদা

0
মানিকচক: মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকা কাকাতো বোনকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই নাবালিকাকে টাকা...

Dhupguri | আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি যুবকের! যা ঘটল তারপর…

0
শুভাশিস বসাক, ধূপগুড়ি: জমি নিয়ে বিবাদ চলছিল কয়েক মাস থেকেই। আর সেখানেই আগ্নেয়াস্ত্র বের করে নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দিলেন এক যুবক। যাকে...

Most Popular