Saturday, May 18, 2024
HomeTop NewsJalpaiguri | মিনি টর্নেডোর জেরেই ধ্বংসলীলা জলপাইগুড়িতে! কী বলছে আবহাওয়া দপ্তর?

Jalpaiguri | মিনি টর্নেডোর জেরেই ধ্বংসলীলা জলপাইগুড়িতে! কী বলছে আবহাওয়া দপ্তর?

সানি সরকার, শিলিগুড়ি: কোথাও উপড়ে পড়া গাছের নীচে আটকে রয়েছে মানুষের দেহ। কোথাও আবার ধুলিসাৎ আস্ত একটি গ্রাম। জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির বিধ্বংসী এই ছবি দেখার পর মানুষের মনে প্রশ্ন, এ কোন ঝড়? মুহূর্তের মধ্যে সমস্ত কিছু লন্ডভন্ড করে দেওয়া সাধারণ ঝড় হতে পারে কি? এদিনের ঝড়ের যে চরিত্র দেখা গিয়েছে, তা নিশ্চিত ভাবেই টর্নেডো।

কারণ টর্নেডো হওয়ার ক্ষেত্রে যে কয়েকটি শর্ত পূরণ করতে হয়, সমস্ত কিছুই এই সময়কালে দেখা গিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান রয়েছে, উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং হঠাৎই তাপমাত্রার বৃদ্ধি ঘটছে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে বেশি সময় লাগেনি। আবহাওয়া দপ্তরের তরফেও বজ্রগর্ভ মেঘ সৃষ্টির জেরে শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলেই কি টর্নেডো হয়? একদমই না। রবিবার বজ্রগর্ভ মেঘ সৃষ্টি যেমন হয়েছে, তেমনই তার উচ্চতা এতটাই বেশি ছিল যে হিমাঙ্কের নীচে চলে যাওয়ায় মেঘের মধ্যে বড় ধরনের শিল তৈরি হয়। মেঘের মধ্যে টর্নেডোর শর্ত মেনে তার মধ্যে ঘূর্ণি সৃষ্টি হয়েছে। তাই শিলাবৃষ্টি হওয়ার পর প্রবল বেগে টর্নেডোর আছড়ে পড়তে বেশি সময় লাগেনি।

জলপাইগুড়ি শহর এবং ময়নাগুড়িতে যে বিধ্বংসী অবস্থার সৃষ্টি হয়েছে, তা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, টর্নেডোর মতোই ন্যারো স্ট্রিপ দিয়ে অর্থাৎ সামান্য একটা অংশ দিয়ে ঝড়টি প্রবল বেগে প্রবাহিত হয়েছে। টর্নেডো যেমন প্রবাহিত হওয়ার পথে জলীয় বাষ্প পেয়ে গেলে শক্তি সঞ্চয় করে নেয়, এদিনও হয়েছে তাই। একারণেই জলপাইগুড়ি শহরের থেকে ময়নাগুড়িতে ছবিটা ভয়ঙ্কর। অর্থাৎ তিস্তার থেকে জলীয় বাষ্প পেয়ে যাওয়ায় টর্নেডোর তীব্রতা বেড়ে গিয়েছিল। একমাত্র টর্নেডোর ক্ষেত্রেই শয়ে শয়ে বাড়ির চাল উড়ে যেতে পারে। এদিনও হয়েছে তাই।

আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘আমরা সমস্ত জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি। বিভিন্ন দিক খতিয়ে দেখার পর বোঝা সম্ভব হবে কী ধরনের ঝড় ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মিনি টর্নেডো।’

স্বাভাবিক নিয়মে টর্নেডোর পর ক্ষতিগ্রস্ত এবং আশপাশ এলাকায় তাপমাত্রা প্রবল বৃদ্ধি পেয়ে যায়। সোমবার স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিনের ঘটনা কিন্তু উত্তরবঙ্গে প্রথম নয়। ২০২২ সালে এমনই টর্নেডোর মুখে পড়েছিল ডুয়ার্সের বড় একটা অংশ। ওই বছর গোরুবাথান, টুনবাড়ি এবং মেটেলি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NBMC | দালাল ধরে টাকা দিতেই হাতে এল মৃত্যুর শংসাপত্র! তদন্তের আশ্বাস মেডিকেল সুপারের...

0
শিলিগুড়িঃ মৃত্যুর শংসাপত্র পেতে ১৫০০ টাকা দিতে হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যে পরিবার মৃত্যুর শংসাপত্র পেতে দেড় মাস ধরে ঘুরছিল, সেই পরিবারই...

Toy Train Joy Ride | ভিড় সামলাতে অতিরিক্ত জয়রাইড ট্রেন চলবে দার্জিলিংয়ে, সিদ্ধান্ত ডিএইচআরের

0
দার্জিলিংঃ পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শনিবার থেকে বাড়তি দুটি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। গরমের...

Siliguri | গাড়িতে বসে মদ্যপান দুই যুবকের! অভিযুক্তদের ধরতে কালঘাম ছুটল পুলিশের  

0
শিলিগুড়িঃ রাত বাড়তেই গাড়িতে মদ খাওয়া এখন রীতিমত ট্রেন্ড। আর এই ট্রেন্ড আটকাতে গিয়ে রীতিমতন কালঘাম ছুটছে পুলিশ কর্তাদের। সম্প্রতি জলপাই মোড়ে গাড়িতে বসে...

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে...

0
পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে নাম জড়িয়েছে রতুয়ার তৃণমূল...

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

0
রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার ইভিএমের বিরোধিতায় সরব খোদ বিজেপি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন...

Most Popular