Sunday, May 12, 2024
HomeTop NewsLoksabha Election 2024 | ভোট পেতে উপহারের টোপ তৃণমূলের, দেওয়া হবে বাইক...

Loksabha Election 2024 | ভোট পেতে উপহারের টোপ তৃণমূলের, দেওয়া হবে বাইক ও উন্নতমানের সাইকেল   

ফাঁসিদেওয়াঃ ভোট পেতে উপহারের টোপ তৃণমূল কংগ্রেসের। রবিবার তৃণমূল কংগ্রেসের দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা ঘোষপুকুরে সভা করেন। সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের ফাঁসিদেওয়া সাংগঠনিক ২ নম্বর ব্লক সভাপতি কাজল ঘোষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

কাজলের কথায়, বিধাননগর ১, বিধাননগর ২, ঘোষপুকুর, হেটমুড়ি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতিদের মধ্যে যিনি সব থেকে বেশি ভোট লিড দিতে পারবে তাঁকে ব্যক্তিগত উদ্যোগে একটি মোটরবাইক দেওয়া হবে৷ একইভাবে সংশ্লিষ্ট ৪টি অঞ্চলের সকল বুথ সভাপতিদের মধ্যে যিনি সবথেকে বেশি ভোটে লিড আনতে পারবেন তাঁকে একটি ভালোমানের সাইকেল উপহার দেওয়া হবে৷ এই প্রসঙ্গে কাজলের মন্তব্য, আমরা এবারে জিতবই। আরও ভালো ফল করতে কর্মীদের উৎসাহ দিতেই আমি ব্যক্তিগত উদ্যোগে এই উপহার দেব।

অপরদিকে, এদিন ফাঁসিদেওয়া গোয়ালটুলি মোড়েও কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা (সমতল) জেলা সভানেত্রী পাপিয়া ঘোষও একইরকম টোপ দিয়েছেন। সভা থেকে পাপিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই নির্বাচনে ফাঁসিদেওয়া সাংগঠনিক ১ নম্বর ব্লকের যে বুথ সভাপতি সব থেকে বেশি ভোট আনতে পারবেন তাঁকে মহম্মদ আখতার আলি বিশেষ উপহার দিয়ে পুরস্কৃত করবেন।

ভোটের আগে রাজনৈতিক দল ভোট টানতে এধরণের টোপ দিতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিন দুপুরে ঘোষপুকুরের সভা শেষ করে প্রার্থী এবং নেতাকর্মীরা বিধাননগরে যান। সেখানে মিলনপল্লী মাঠে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে এক কর্মীর জন্মদিন পালনে অংশ নেন গোপাল লামা। এরপর বিকেলে গোয়ালটুলি এবং সন্ধ্যায় জালাস নিজাম তারার কালারামে প্রার্থীর প্রচারে সভা করা হয়।

তবে, গোয়ালটুলিতে প্রার্থীর প্রচার সভার জন্য নাকাল হতে হয়েছে রাজ্য সড়ক এবং ২৭ নম্বর জাতীয় সড়কের পথযাত্রীদের। সভার জন্য গোয়ালটুলি মোড়ে পুলিশের তরফে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। ফলে, রাজ্য সড়কের যাতায়াতকারীদের ঘুরে জাতীয় সড়ক হয়ে ফাঁসিদেওয়া, চটহাট সহ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে। এদিনের কর্মসূচিতে জেলা নেতৃত্ব সহ স্থানীয় বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সভা থেকে পাপিয়া রাজু বিস্টকে পর্যটক সাংসদ বলে কটাক্ষ করেছেন। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যের প্রশ্ন ছুঁড়ে পাপিয়া বলেন, ট্যুরিস্টকে জেতাবেন নাকি ভূমিপুত্রকে তা আপনারা বিচার করবেন। অপরদিকে, বিমল গুরুংয়ের সঙ্গে রাজু বিস্টের দেখা করা নিয়ে প্রশ্ন করা হলে গোপাল লামা বলেন, কে কার সঙ্গে দেখা করছে এনিয়ে আমার কিছু বলার নেই। আমি আমার মতো প্রচারের কাজ করে যাচ্ছি। পাপিয়া ঘোষ একই প্রসঙ্গে মন্তব্য করেছেন, কেউ কারও সঙ্গে দেখা করতেই পারেন৷ এনিয়ে আমরা কিছু ভাবছি না। আমরা আমাদের প্রার্থীকে নিয়ে প্রচার করতে ব্যস্ত।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Adhir Chowdhury | কংগ্রেস করায় উচ্ছেদের হুমকি! তৃণমূলের বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ অধীরের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই ভোট বহরমপুরে। আর তার ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে...

Accident | সরকারি বাসের সঙ্গে টোটোর সংঘর্ষ, মৃত্যু এক উচ্চমাধ্যমিক ছাত্রীর, আহত ২

0
হেমতাবাদঃ টোটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর। গুরুতর জখম টোটো চালকসহ আরও দুই জন। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ...

Son grabbed land | বাবার সঙ্গে প্রতারণা! ঋণ নেওয়ার নাম করে জমি হাতিয়ে নিল...

0
শিলিগুড়িঃ ছেলের ঋণের প্রয়োজন। তারজন্য প্রয়োজন বাবার স্বাক্ষরের। ছেলের কাছ থেকে এমন আবেদন শুনে সাতপাঁচ না ভেবে যথাস্থানে স্বাক্ষরও করে দেন বছর সত্তরের ওই...

Malda | অশ্লীল ভিডিও দেখিয়ে বোনকে যৌন হেনস্তা! অভিযুক্ত নাবালক দাদা

0
মানিকচক: মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকা কাকাতো বোনকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই নাবালিকাকে টাকা...

Dhupguri | আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি যুবকের! যা ঘটল তারপর…

0
শুভাশিস বসাক, ধূপগুড়ি: জমি নিয়ে বিবাদ চলছিল কয়েক মাস থেকেই। আর সেখানেই আগ্নেয়াস্ত্র বের করে নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দিলেন এক যুবক। যাকে...

Most Popular