Tuesday, May 21, 2024
HomeTop NewsTMC | ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, কর্মীসভায় প্রবীণ নেতার মাইক কাড়লেন জেলা...

TMC | ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, কর্মীসভায় প্রবীণ নেতার মাইক কাড়লেন জেলা সভাপতির ছেলে

মুরতুজ আলম, সামসী: তৃণমূলের নির্বাচনি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের হাত থেকে জোর করে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ উঠল সামসীর রতনপুরে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবদুর রহিম বকসির ছেলে তথা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বকসির বিরুদ্ধে। সোমবার রতনপুরে নির্বাচনি কর্মীসভায় এই ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। বিরোধীদের কটাক্ষ, এতে নির্বাচনের প্রাক্কালে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলই প্রকাশ্যে এল। যদিও সেসবে পাত্তা দিতে নারাজ তৃণমূলের জেলা সভাপতি।

এদিন উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রসূন, রহিম ছাড়াও জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। নেতারা এক এক করে বক্তব্য রাখছিলেন। কিন্তু স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক বক্তব্য রাখতে গেলেই বিপত্তি ঘটে।

অভিযোগ, ফজলুলের বক্তব্য চলাকালীন রহিম বকসির ছেলে রিয়াজুল বার বার তাঁকে বক্তব্য ছোট করার কথা বলছিলেন। কিন্তু সেকথায় কোনও কান না দিয়ে ফজলুল তাঁর বক্তব্য চালিয়ে যেতে থাকেন। এরপর বক্তব্য চলাকালীন হঠাৎই রিয়াজুল এসে ফজলুলের মাইক্রোফোন কেড়ে নেন। কলারও ধরেন বলেও অভিযোগ। এরপর ফজলুল মাইক্রফোন মাটিতে ফেলে ভেঙে দেন।

ঘটনায় হতবাক হয়ে যান কর্মীসভায় উপস্থিত নেতা-কর্মীরা। কিছুক্ষণের জন্য কর্মীসভা বন্ধ থাকে। এরপর ফজলুলের কিছু অনুগামী রিয়াজুল করিম বকসিকে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে রিয়াজুল ফজলুলের হাত ধরে তাঁর ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। যদিও এতে রাগ কমেনি শিক্ষা কর্মাধ্যক্ষর। তিনি বলেন, ‘বক্তব্য চলাকালীন রিয়াজুল যে আমার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেবে, ভাবতেই পারিনি। ও এত সাহস পেল কোথা থেকে? ঘটনাটি দলের হাইকমান্ডকে জানানো হবে।’

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবদুর রহিম বকসির সাফাই, ‘এদিন সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা দলীয়ভাবে বসে মিটমাট করা হয়েছে। দলে কোনও গোষ্ঠী কোন্দল নেই।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramkrishna Mission | মিশনে হামলায় সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! বিতর্কে পুলিশ

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এবার মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধেই পালটা মামলা দায়ের করল পুলিশ। হামলায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগের প্রেক্ষিতে...

BJP | নাড্ডার নির্দেশ, রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে জোর আন্দোলনে বিজেপি

0
শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) সেবক রোডের রামকৃষ্ণ মিশনে (Ramkrishna mission) হামলার ঘটনায় শীঘ্রই আন্দোলনে নামছে বিজেপি (BJP)। এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে...

Siliguri rape case | শিলিগুড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

0
শিলিগুড়ি: শাশুড়ি ভর্তি নার্সিংহোমে। কাজের সূত্রে ছেলে থাকে দিল্লিতে। সেই সুযোগে ৩৪ বছর বয়সি পুত্রবধূকে ধর্ষণের (Siliguri rape case) অভিযোগ উঠল বছর ৬৮-এর শ্বশুরের...

Madan Tamang | ১৪ বছরেও খুনিরা শাস্তি পায়নি, ভগবান ভরসায় ভারতী তামাং

0
শিলিগুড়িঃ মদন তামাংয়ের হত্যার ১৪ বছর পরেও দোষিরা শাস্তি না পাওয়ায় ক্ষুব্ধ স্ত্রী ভারতী তামাং। মঙ্গলবার মদন তামাংয়ের প্রয়াণ দিবসে দার্জিলিংয়ের আপার ক্লাব সাইড...

Elephant attack | দাঁতালের হানা, প্রাণে বাঁচলেও পালাতে গিয়ে কাঁটাতারের বেড়ায় পড়ে জখম যুবক

0
নাগরাকাটা: দাঁতালের হানা (Elephant attack)। বরাতজোরে প্রাণে বাঁচলেন যুবক। তবে পালাতে গিয়ে কাঁটাতারের বেড়ার মধ্যে পড়ে গিয়ে জখম হন তিনি। মঙ্গলবার নাগরাকাটা (Nagrakata) বামনডাঙ্গা...

Most Popular