Monday, May 6, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গNDRF worker died | ইদে ফেরা হল না গ্রামের বাড়িতে, চলন্ত ট্রেন...

NDRF worker died | ইদে ফেরা হল না গ্রামের বাড়িতে, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু এক এনডিআরএফ কর্মীর   

রতুয়াঃ পরিবারের সবার সঙ্গে ইদ পালন করবেন বলে কাঁচড়াপাড়ার বাড়ি থেকে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে রওনা দিয়েছিলেন এনডিআরএফ কর্মী  মহম্মদ এক্তিয়ার এলাহি(৩৩)৷ লোকাল ট্রেনে শিয়ালদা পৌঁছে মালদার ট্রেন ধরার কথা ছিল তাঁদের৷ এরই মধ্যে ঘটে যায় দুর্ঘটনা৷ কাঁকুড়গাছি স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে নীচে পড়ে যান তিনি৷ সেখানকার জিআরপি থানার পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে৷ সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ ৩৬ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন এক্তিয়ার৷ শুক্রবার তাঁর কফিনবন্দি দেহ ফিরে এসেছে রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নরোত্তমপুর গ্রামে৷ এনডিআরএফের তরফে গান স্যালুট দেওয়ার পর এদিনই তাঁকে কবরস্থ করা হয়েছে৷ গ্রামের ছেলের অকাল মৃত্যুতে ইদের আনন্দ ছাপিয়ে শোকের আবহ নরোত্তমপুরে।

২০১১ সালে বিএসএফে যোগদান করেছিলেন এক্তিয়ার৷ ২০২৩ সালের অগাস্ট মাসে এনডিআরএফে যোগ দেন তিনি৷ পোস্টিং ছিল দক্ষিণ ২৪ পরগণার হরিণঘাটায়৷ স্ত্রী আরমিনা, ন’বছরের ছেলে আর পাঁচ বছরের মেয়েকে নিয়ে কাঁচড়াপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন৷ প্রতিবারই ইদের সময় পরিবার নিয়ে তিনি চলে আসেন গ্রামের বাড়িতে৷ বিধবা মা আর ভাইবোনদের সঙ্গে ইদ পালন করে ফিরে যান কর্মক্ষেত্রে৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ মঙ্গলবার রাতে পরিবার নিয়ে লোকাল ট্রেনে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ কিন্তু শেষ পর্যন্ত ইদের খুশি আর তাঁর ভাগ্যে জোটেনি।

এক লহমায় বিবি থেকে বেওয়া হয়ে যাওয়ার আঘাতটা এখনও মেনে নিতে পারছেন না আরমিনা৷ তিনি বলেন, “গ্রামে ইদ পালন করব বলে মঙ্গলবার আমরা সবাই বাড়ি থেকে বেরিয়েছিলাম৷ কাঁচড়াপাড়া থেকে গেঁদে লোকালে শিয়ালদা আসছিলাম৷ কাঁকুড়গাছির কাছে ও থুতু ফেলতে ট্রেনের দরজায় গিয়েছিল৷ তখনই ভারসাম্য হারিয়ে ও ট্রেন থেকে নীচে পড়ে যায়৷ তিনি কলকাতা এনডিআরএফের সেকেন্ড ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন৷ ডিপার্টমেন্টের তরফে আমাকে সবরকম সহায়তা করা হয়েছে৷ ইতিমধ্যে এক লক্ষ টাকার চেক আমার হাতে তুলে দেওয়া হয়েছে৷ অন্তিম সংস্কারের জন্য দেওয়া হয়েছে নগদ আট হাজার টাকা৷ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ৷ ভবিষ্যতেও তাঁরা আমার পাশে থাকবেন এমন  আশ্বাস দিয়েছেন৷”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Balurghat | মদ্যপদের প্রতিবাদ করায় হেনস্তা, বাড়ির ছাদে ঢিল! পুলিশের দ্বারস্থ পরিবার

0
বালুরঘাট: সরকারি আবাসন চত্বরেই বসছে মদের আসর। আবাসিকদের দরজায় পড়ছে ঢিল। প্রতিবাদ করলে জুটছে হুমকি। নিরাপত্তার দাবিতে জেলা শাসক ও বালুরঘাট থানার দ্বারস্থ হল...

Lok Sabha Election | সহকর্মীদের সঙ্গে বচসা! ভোটের ডিউটিতে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন...

0
বৈষ্ণবনগর: লোকসভা ভোটের ডিউটিতে এসে মদ্যপ অবস্থায় সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পুলিশকর্মীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকায়।...

Jalpaiguri | সম্বল মাত্র ১৫০০ টাকা, অভিনয়ের নেশায় কলকাতায় পাড়ি দুই নাবালিকার

0
জলপাইগুড়ি: অভিনয় করার নেশায় দুই অ্যাথলিট পাড়ি দিয়েছিল কলকাতায়। প্রথমে টালিপাড়া। তারপর সল্টলেক সেক্টর ফাইভে। অভিনয় করার ভূত এমনভাবে মাথায় চেপেছিল যে হাতখরচের টাকা...

Malda | ভাঙনে কেড়েছে ঘর, আগুনে ছাই পরিচয়পত্রও! ভোটদান নিয়ে সংশয়ে বলরামপুর

0
শেখ পান্না, রতুয়া: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভিটেমাটি হারিয়েছে মালদার (Malda) বলরামপুর (Balrampur) গ্রামের প্রায় ৬০টি পরিবার৷ ছাই হয়ে গিয়েছে ভোটার (Voter Card)-আধার কার্ডও (Aadhar Card)৷...

Student Stabbed | অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মেলবোর্নের ওরমন্ডে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নভজিৎ সান্ধু (২২)। হরিয়ানার কারনালের...

Most Popular