Sunday, May 19, 2024
HomeExclusiveJalpaiguri | গ্যাস প্ল্যান্টের কাজে বাধা! রানিনগরে কাঠগড়ায় তৃণমূল শ্রমিক নেতা

Jalpaiguri | গ্যাস প্ল্যান্টের কাজে বাধা! রানিনগরে কাঠগড়ায় তৃণমূল শ্রমিক নেতা

পূর্ণেন্দু সরকার ও রাহুল মজুমদার, জলপাইগুড়ি ও শিলিগুড়ি: রানিনগর (Raninagar) শিল্পাঞ্চলে ইন্ডিয়ান অয়েলের এলপিজি গ্যাস প্ল্যান্টের (LPG Gas Plant) কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল শিল্পাঞ্চলের তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা (TMC Union Leader) উত্তম বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, উত্তমের নির্দেশে শুক্রবার থেকে ট্রাকচালকরা ধর্মঘটে যাওয়ায় প্ল্যান্ট থেকে সিলিন্ডার লোডিং করে সরবরাহ করার কাজ বন্ধ রয়েছে। এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। পুরো বিষয়টি জানিয়ে শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri) কোতোয়ালি থানায় উত্তমের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন নর্থবেঙ্গল অ্যান্ড সিকিম এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক সরকার।

তাঁর বক্তব্য, ‘এই মাসে প্রচুর ছুটি থাকায় আমরা ওভারটাইম করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রচুর ব্যাকলগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু উত্তম কাজে বাধা দিচ্ছেন। শাসকদলের নেতা এভাবে কাজে বাধা দিলে কী করে চলবে?’ যদিও উত্তম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

উত্তম বর্মন তৃণমূলের এসসি-এসটি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত৷ অভিযোগ, গত জানুয়ারি মাসে রানিনগর প্ল্যান্টে শ্রমিকদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে একদিনের জন্য প্ল্যান্টে কাজ বন্ধ করেছিলেন খোদ কৃষ্ণ। তারপর তা মিটে যায়। এবার উত্তম বর্মনের বিরুদ্ধে প্ল্যান্টে কাজকর্মে  বাধা দেওয়ার অভিযোগ করলেন ডিস্ট্রিবিউটাররা।

জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপতের বক্তব্য, ‘আমার কাছে কোনও চিঠি এখনও আসেনি। চিঠি এলে আমি অবশ্যই দেখব।’

রানিনগর শিল্পাঞ্চলে এলপিজি প্ল্যান্ট থেকে উত্তরবঙ্গ ছাড়াও সিকিম, ভুটান এবং নিম্ন অসমে সিলিন্ডার সরবরাহ করা হয়। প্রায় ২০০ ট্রাক সিলিন্ডার পরিবহণের কাজে যুক্ত। অভিযোগ, কয়েকদিন ধরেই স্থানীয় আইএনটিটিইউসি নেতা উত্তম ট্রাকে সিলিন্ডার লোডিংয়ের কাজে বাধা দিচ্ছেন। ফলে প্ল্যান্টে ট্রাক ঢুকতে পারছে না। এখন উৎসবের মরশুম ও নির্বাচনি কাজের জন্য সিলিন্ডারের চাহিদা বেশি রয়েছে। তৃণমূল নেতার বাধায় গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ ট্রাকচালকরা বন্ধ করে দিয়েছেন বলে ডিস্ট্রিবিউটারদের অভিযোগ।  উত্তম বলেন, ‘আমি প্ল্যান্টে যাইনি। কাউকে কাজ বন্ধ রাখার কথাও বলিনি। গেটের সামনে সিসিটিভি ক্যামেরা আছে। পরীক্ষা করে দেখা হোক।’

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত কাজ করতে হয়। প্ল্যান্টে সিলিন্ডার ট্রাকে তোলার জন্য শ্রমিকরা কাজ করেন। ট্রাকচালকরা এই সময়টা কাজ করেন। ওভারটাইম বা ছুটির দিনে কাজ করলে মজুরি ও বাড়তি মজুরি দেওয়া উচিত। ট্রাকচালকদের তা দিতে রাজি হয়নি ডিস্ট্রিবিউটাররা বলে অভিযোগ।

রানিনগর বটলিং প্ল্যান্টের ম্যানেজার গৌরী শংকরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি তপন দে বলেন, ‘জরুরি পরিষেবা এইভাবে বন্ধ করা উচিত নয়। রবিবার থেকে যাতে ট্রাকচালকদের ধর্মঘট উঠে যায় সেই আবেদন রাখছি। তবে শ্রমিকদের ছুটির দিনে কাজ করালে ওভারটাইম দেওয়া উচিত।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madarihat | মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক মাকনা হাতির

0
রাঙ্গালিবাজনা: একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের (Madarihat) খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের ইসলামাবাদ মৌজায়। রবিবার সকালে হাতিটির দেহ পড়ে...

Weather Report | উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

0
সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather report)। আজ পাহাড়ের পাশাপাশি সমতলের বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।...

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের  গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন...

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

0
শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে পড়লেন দু'জন। তবে তাঁরা স্থানীয় না পর্যটক তা স্পষ্ট...

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

0
পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি করল চোরের দল। যাওয়ার আগে খেয়ে গেল আইসক্রিম। নগদ...

Most Popular